নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেষ্টা !!!

চলো এগিয়ে যাই

মেগা বাইট

পথের শেষে পদ্ম ফুল

মেগা বাইট › বিস্তারিত পোস্টঃ

হিন্দু হয়ে আল্লাহ্‌ উচ্চারণ করায় অপমানিত হতে হল ফেবুতে !!!

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

ফেইসবুকে কে কখন কার বন্ধু হিসেবে যুক্ত হচ্ছে সেটার কোনও ধরা বাঁধা নিয়ম নেই । অনেকেই কোনও কিছু বিবেচনা না করেই অনেক অজানা মানুষ কে বন্ধু হিসেবে ফেইসবুকে স্থান করে দেয় । এর ফলে কত ভালো বন্ধু নিজের অজান্তেই ঝরে যায় তার কোনও খেয়াল আমাদের থাকে না ।

এই বারের ঘটনাটি ধর্ম নিয়ে -

এক ফেইসবুক বন্ধুর খুব খারাব সময়ের কথা জানতে পেরে মেয়েটি ইনবক্স এর মাধ্যমে কথা বলল । তার একদিন পরেই সেই বন্ধুটির ফাইসবুকে স্ট্যাটাস দেখে মেয়েটি এক লাইনের ছোট্ট একটি কমেন্ট করলো । আর সেই কমেন্টে লিখা ছিল "আল্লাহ্‌" । মেয়েটি লিখেছিল " আপনি কেনও আল্লাহ্‌ ও তাকে মাফ করবে না।" এখানে মেয়েটি বুঝাতে চেয়েছিল " যে অন্যায় করেছে তাকে সুধু আপনি নয় , আল্লাহ্‌ ও ক্ষমা করবেন না" ।

হঠাৎ , একজন আদর্শ মুসলিম ভাই এসে কমেন্টের মাধ্যমে মেয়েটিকে বুঝালেন " অমুসলিম হয়ে আল্লাহ্‌ বলাটা থিক না "( এখানে লেখক মুল কথাটি শুধু লিখেছেন )।

বুঝালেন বললে ভুল হবে অপমান করেছেন হিন্দু শব্দটি কি উল্লেখ করে ।

অবশেষে , মেয়েটি তার বন্ধুকে লিখলেন

" ভাইয়া , আমি হিন্দু হয়ে "আল্লাহ্‌" নাম আপনার ওয়ালে লিখায় আপনার এক বন্ধু (আঁধারে নির্বাসন) নামে তিনি আমাকে যে ভাবে অপমান করলেন সেটা আপনাদের জন্য লজ্জা জনক । আমি ইসলাম ধর্মকে অনেক সম্মান করি । কিন্তু আপনারা যারা মুসলিম তারা কি চান না আপনাদের ধর্মকে অন্য ধর্মের মানুষরা সম্মান করুক?"



এর থেকে আমরা কি বুঝি ?

ইসলাম কি এগুলো শিক্ষায় ?

আল্লাহ্‌ শব্দটি কি শুধু মুসলিমদের জন্য বরাদ্দ ?

যে দেশে একজন হিন্দু "আল্লাহ্‌" বলতে পারে না। সে দেশে কি আশা করা যায় ?

সংখ্যালঘুরা কখনই বাংলাদেশেও বিপদমুক্ত নয় ।

এই হল সেই আদর্শ কুকুরটার লিঙ্ক -

https://www.facebook.com/Shihab.H.Siddique



আমি চেষ্টা করেছিলাম পুরো কনভারসেশনটি তুলে দিতে কিন্তু আমি পারলাম না । আমার কিছু ভুলের কারনে সংরক্ষণ করা একটি খন্ড মুছে গিয়েছে ।











মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

টেকনিসিয়ান বলেছেন: হালার পুতের মাথায় গোবর আছে..................

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

মেগা বাইট বলেছেন: গবর নিয়া বড় হইল কেমনে । বুঝতাসি না।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

এক্স ফ্যাক্টর বলেছেন: apnake n amake ek jon e banayche, tini ALLAH, so apnar amr sobar daka ucit

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

দায়িত্ববান নাগরিক বলেছেন: ফেবুতে গরুগাধার সংখ্যা অনেক।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

আমি মুখতার বলেছেন: হায়রে মাবুদ!!! এই আবাল ও দেখা বাকি ছিল!! আমার ভাইয়ের অনেক হিন্দু বন্ধু ছিল যারা কলেমাও পারে!!! তাতে কি হইস!!! অই হালায়ও মনে হয় না পারব।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

মো: আতিকুর রহমান বলেছেন: habul tar a dhoira ushta den. Era andha muslim.

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

অন্ধকারের রাজপুত্র বলেছেন: হালায় তো পুরা আবুল দেখতাছি !
একহাত বেশী বুঝছে ! X(

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

বাঙাল শিক্ষক বলেছেন: আল্লাহ নাম না নিলে একজন অমুসলিম মুসলিম হবে কেমনে?

তবে এজন্য তাকে আপনার কুকুর বলাটা ঠিক হয় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.