![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
student, cant write actually. sometimes i try to write some SMS. me, not a good man, not a bad man though...in a word, may be a NUT.
ভালোবাসা, রবীন্দ্রানাথের কবিতায়
আথবা প্ল্যাটনিক চর্চায়,
কিংবা ফ্রয়েডিক কামনায়
মিসে আছে আত্মার বন্ধনে।
চুম্বন, ওষ্ঠের সাথে অধরের কথোপকথন
শব্দহীন, বাক্যহীন ভাষা
ভালোবাসার পূর্বে অথবা পরে,
নতুবা ভালোবাসাহীন কামনায়।
ভালোবাসা ও চুম্বন,
অনিবার্য পরিণতি
চোখেবলা যত কথা, ঠোটের ভাষায় ভাবের বিনিময়।
এ যেন কথা না বলে প্রতিজ্ঞা, তুমি আমার
সূর্য উঠুক আর বা নাই উঠুক-
তুমি আমার।
যতটুকু বলা তার থেকে বেশি বলতে চাওয়া
যতটুকু চাওয়া তার থেকেও বেশি দেওয়া।
চুম্বনহীন ভালোবাসা,
তোমাকে না নিয়ে ফিরবো না,
যদি পাই তবেই চাই,
যতক্ষন না পাই, ততক্ষন চাই।
চাই চাই চাই...
শাহবাগ,
প্রজন্মচত্তর,
তারুণ্যের জাগরণ,
আর, আর, আর...?
রাজাকারের বধ্যভূমি।
চুম্বনহীন ভালোবাসার মত,
অস্ত্র ছাড়া যুদ্ধ, কলমের কালিতে,
মুখের ভাষায়, হৃদয়ের ভালোবাসায়।
পৃথিবী এমন দেখেনি- উষ্ণ রক্তের শীতল আন্দলন।
গান্ধী নেই, মুজিব নেই, শাহবাগ আছে-
ইতিহাস রচনা বুঝি কখনো শেষ হয় না।
যদি মনে করো- ভালোবাসা ছাড়া ঘরে ফিরবো,
ভুল ভেবেছ।
যদি মনে করো ফাঁসি ছাড়া রাস্তা ছাড়বো, ভুল জেনেছ।
এ জাগরণ অস্তিত্তের, স্বত্বার, রক্তের-
তুমি রুখবে কিভাবে?
©somewhere in net ltd.