নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবোল-তাবোল

আবোল-তাবোল

পদ্য কবিতা

student, cant write actually. sometimes i try to write some SMS. me, not a good man, not a bad man though...in a word, may be a NUT.

পদ্য কবিতা › বিস্তারিত পোস্টঃ

জামায়েত ইসলামি, শিবির এবং বি. এন. পি.

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪



আমি কখনো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজনীতি করি নাই, কিন্তু এটা নিশ্চিত ভোট দিতে গেলে রাজনৈতিক দলের কাউকেই দিতে হবে। আমার মতো অনেকেই আছে যারা দুই দলের কনোটাকেই পছন্দ করে না, কিন্তু উপায় না থেকে এদের কাউকেই বেছে নেয়। কিন্তু দেশের অর্ধেকের বেশি ভোট দুই দলের জন্যে বাঁধা, তারা যতই খারাপ অথবা ভালো কাজ করুক ওই ভোট তাদের নির্ধারিত বাক্সেই যাবে। সরকার নির্ধারিত হয় বাকি যে ভোটগুলা আছে তাদের দিয়েই।



এক সপ্তাহ আগেও আমার ধারণা ছিল লীগ এবং বি. এন. পি. এক ধারায় রাজনীতি করে এবং বামপন্থীরা এক ধারায় রাজনীতি করে, আর শিবির-জামায়েত অন্য ধারায় রাজনীতি করে। আমার বিশ্বাস আমার মতো অনেকেই এই ভাবেই মনে করতো যে বি. এন. পি. জাতীয়তাবাদের রাজনীতি করে এবং তারাও মুক্তিজুদ্ধের পক্ষের শক্তি।



কিন্তু গত তিনদিন থেকে প্রতিটা টিভি চ্যানেলে যখন খবর দেখি বলা হয়... জামায়েত-শিবির এবং বি. এন. পি. এর ডাকা তিন দিনের হারতালে... দুঃখজনক হলেও সত্য যে বি. এন. পি. এর নাম এখন জামায়েত-শিবির নামের সাথে সাথেই উচ্চারিত হয়। যা একজন সাধারণ মানুষ হিসেবে আমি গ্রহন করতে পারি না।



বি. এন. পি. এর নেত্রী এবং দলের অন্যান্যরা সাম্প্রতিক যে পদক্ষেপ এবং বক্তব্য দিচ্ছেন তার ফলাফল হিসেবে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এরথেকে বর কথা যে, নেত্রীর এই ভাষণ শুনেও অনেক পাতি নেতারা এবং কর্মী তাকে সমরথন দিয়ে যাচ্ছে। রাজনীতি মানে কি চোখ-কান বন্ধ রেখে আগুনে ঝাপ দেয়া। নিজের বিবেক থাকবে না?



আমি জানি না শাহবাগে যে আন্দলন চলছে, এতো মানুষ যে প্রান দিচ্ছে তার ফলাফল কি হবে, কিন্তু এইটুকু আমি বুঝি যে বি. এন. পি. তার বাঁধা ভোটেরও কিছু ভোট হারালো, আর আমাদের মতো যারা কোন দলের না তাদের কথা নাই বললাম। যদি কারো মস্তিষ্কের কোন একটা নিউরন অ্যাক্টিভ থাকে সেও বুঝবে যে জামায়েত ইসলামি, শিবির এবং বি. এন. পি. এখন একি পথের পথিক.../:)/:)/:)

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০

স্বপ্নক বলেছেন: মাইনাস।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯

পদ্য কবিতা বলেছেন: মাইনাস কিন্তু প্লাস হলে তো দেশের জন্য ভালো হতো B:-)

২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

সাহিত্য প্রেমিক বলেছেন: সহমত

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

পদ্য কবিতা বলেছেন: =p~

৩| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

মিনহাজ শুভ বলেছেন: আপনারাই দেখুন বগুরায় সেনাবাহিনী নেমেছে কি না!

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

পদ্য কবিতা বলেছেন: তো? :-& :-&

৪| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:১২

স্বপ্নক বলেছেন: লেখক বলেছেন: মাইনাস কিন্তু প্লাস হলে তো দেশের জন্য ভালো হতো B:-)


জ্বিনা, খালেদা জিয়া আপনার চেয়ে বহুত চালু; ভোটের হিসাব সে আপনার আমার থেকে অনেক বেশি ভাল বুঝে। বিশ্বাস না হলে, তার উপাধী আপসহীন নেত্রি এর পিছনের হিস্ট্রিটা জেনে নিবেন।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

পদ্য কবিতা বলেছেন: যখন হিস্ট্রি লেখা হচ্ছে তখন নাই... পূর্বের হিস্ট্রি পরে কি লাভ?
অনার সম্পর্কে একটা ডায়লগ মনে পরে.........
wrong side of the history X( X( X(

৫| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

নন্দনপুরী বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.