নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশাহীন এই শহরে থেকে যাক কিছু খুচরো কথা...

পদ্মপুকুর

একজন শভেনিস্ট ও স্মৃতিকাতর মানুষ

পদ্মপুকুর › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গ শেরপা

১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭


আমি যখন সামহোয়্যার ইন-এ লেখা শুরু করি, তার সামান্য কিছুদিন আগে এই ব্লগটা যাত্রা শুরু করেছিল। শুরুর দিকে সামহোয়্যার ইন ছিল দমকা হাওয়ার মত। অনলাইনে বাংলা ভাষায় লিখতে পারার এই সুযোগ আমার মত অনেককেই উচ্ছল করে দিয়েছিল। তুমুল আবেগে রেজিস্ট্রেশন করা কয়েকটি আইডি সবেগে তার প্রমাণ রেখে চলছিল।

কিন্তু, সেই নতুন তারুণ্যের দিনগুলো এখন ধুসর। অফিসের কর্মব্যস্ততা দাত মুখ খিচিয়ে দখল করে নিয়েছে লেখার সময়গুলো। রেজিস্ট্রেশন করা আইডিগুলোও তাই এর, তার দখলে চলে গেছে। যদ্দুর মনে পড়ে, আমার রেজিস্ট্রেশন করা সবচে পুরোনো আইডিটা এখন ব্যবহার করছে মানবজমিনের মাসুদ।

আমার কাছে টিকে আছে এই একটাই, ‘পদ্মপুকুর’।

শুরুর দিকে হয়ত এখনকার মত পরিমানে এত বেশি ব্লগার ছিল না। মিনিটে মিনিটে লেখা পড়ত না। তবে সে সময় ব্লগটা খুব তারা ঝলমলে ছিল। এমন সব লেখা আসতো যে মনিটর থেকে চোখ সরানো অসম্ভবই ছিল! আরিফ জেবতিকের সেই যে সিআরপি এবং ভেলরি টেইলরকে নিয়ে লেখাটাতো একটা আন্দোলনই শুরু করে দিয়েছিল।
আর আমি এই ব্লগের প্রেমে পড়েছিলাম ব্রাত্য রাইসুর একটা লেখায় পেইজ ফ্লেক্স এর কান্ট্রি ডিরেকটর ও ব্রাত্য রাইসুর কমেন্ট ও পাল্টা কমেন্ট দেখে।

নতুন রেজিস্ট্রেশন করা আমি এই সব দুঁদে লেখকদের লেখা দেখতাম, পড়তাম। অল্প স্বল্প লিখতেও পারতাম। বাঁ পাশের প্যানেলে উপরদিকের নামগুলো দেখতাম, পুরোনো ব্লগারদের নাম ওখানে উপরের দিকে থাকে। মনে মনে আশা করতাম আমার নামও লিস্টের উপর দিকে থাকবে এক সময়।

আজ এই এতদিন পর যখনই ব্লগে লগ ইন করি, দেখি যে আমার নামটা উপরের তিন চারজনের মধ্যেই থাকে। কখনও কখনও সবার উপরে। কিন্তু প্রথম হওয়ার এই অনুভূতি একদমই সুখকর নয়। খুব মিস করি সেই সব ব্লগারদের, যাদের দেখেই এখানে এসেছিলাম।

এখন শুধু নিঃসঙ্গ শেরপার মত নিজের আইডিটার দিকে তাকিয়ে থাকি।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাদের মতো পুরনো ব্লগাররা যদি না লিখেন তবে নতুনরা উৎসাহ পাবে কোথা থেকে ? কিছু বলুন, কিছু লিখুন।

১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২১

পদ্মপুকুর বলেছেন: ঠিকই বলেছেন। পুরোনোরাই তো বলবে। তবে শেখার আছে নতুন পুরোনো সবার কাছেই

২| ১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৯

সুমন কর বলেছেন: আবার নিয়মিত হয়ে উঠুন.....

১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২০

পদ্মপুকুর বলেছেন: সেই চেষ্টাই করছি আবার। মাঝে মধ্যে খুব হতাশ লাগে যে একসময় লিখতে পারতাম, এখন পারিনা

৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

অন্তু নীল বলেছেন:
ফিরে আসুন আবার।
পুরোনো ব্লগাররা থাকলে নতুনরা বেশি বেশি অনুপ্রানিত হবে।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

আনিসা নাসরীন বলেছেন: আবার ব্লগে লেখা শুরু করুন

৫| ১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

অপ্‌সরা বলেছেন: আমিও যখন ব্লগে আসি বাংলা লেখার আনন্দে ভেসেছিলাম।

তবে ব্রাত্য রাইসুভাইয়া বা আরিফ জেবতিক ভাইয়া আমার আমলেও লিখতো। এরপর কতজনায় একে একে হারিয়ে গেলো! :(

অনেক অনেক শুভকামনা ভাইয়া! :)

৬| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ২:১৫

কালীদাস বলেছেন: আমি আপনার মত অত পুরান না। তবে আমি যখন শুরু করি, তখন যা দেখেছি তার তুলনায় এখন ব্লগ সম্পূর্ণ মৃত।

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬

পদ্মপুকুর বলেছেন: অপসরা এবং আপনিতো ভাই পুরানোই। অনেকদিন থেকেই দেখি। ক্যাম্পাস থেকে বের হয়ে আসার পর যেমন ক্যাম্পাসের সবচে অপরিচিতজনকেও খুবই আপন মনে হয়, তেমনি ব্লগের সমসাময়িকদেরও খুব আপন মনে হয়। ভাল থাকবেন সবাই

৭| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯

বিজন রয় বলেছেন: আমরা চালিয়ে যাচ্ছি।

আপনিও নিয়মিত আসুন।

শুভকামনা।

৮| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪

মোঃ গাউছুল আজম বলেছেন: আমিও নাম উপরে কিন্তু কাজে নেই । অনেক ভাল লেখক এর লেখা আমিও পড়েছি এখানে

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৪

পদ্মপুকুর বলেছেন: রাজনৈতিক নেতাদের তো প্রত্যাবর্তন দিবস পালিত হয়, আপনারও কি হবে নাকি বস :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.