নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশাহীন এই শহরে থেকে যাক কিছু খুচরো কথা...

পদ্মপুকুর

একজন শভেনিস্ট ও স্মৃতিকাতর মানুষ

পদ্মপুকুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরের রাস্তাগুলো পাকা না করলে কি হয়...

২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৯

পুরোদমে চলছে খুড়াখুড়ি


ঢাকা শহরের রাস্তাগুলোর ব্যাপক কষ্ট। খুড়াখুড়ি চলতেই থাকে। শীত-গ্রীষ্ম, বর্ষা-শরৎ, সবসময় চলছে খুড়াখুড়ি।

সরকার বাহাদুর বলেছে, দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আলবৎ হাছা কথা। ক্রয় ক্ষমতা বাড়াতে ঢাকার মানুষ এখন বেশি বেশি খায় আর বেশি বেশি হাগু মুতু করে। বাধ্য হয়ে তাই স্যুয়ারেজের পাইপগুলো ফি বছর বড় করা লাগে। দ্যাশে কোন কাজ-কাম নাই, সারা দেশের মানুষ তাই রাজধানীতে চলে আসে। এই অতিরিক্ত পাব্লিকের জন্য অতিরিক্ত পানি আর গ্যাসের জোগান দিতে গিয়ে রাস্তা খুড়তে হয়। ইলেকট্রিসিটির ব্যাপারতো আছেই। এছাড়াও কত্ত রকম উন্নয়ন কার্যক্রম যে আছে; একমাত্র আল্লাহই মালুম।
ধুলোয় নাকাল নগরবাসী

আমাদের জীবনমান উন্নয়নের জন্যে দেশোপ্রেমিক নেতা নেত্রীগণ নিজের জান কেলো করে এই সব কাজ করে যাচ্ছেন। খুড়াখুড়ির কারণে ঢাকার ৯০ শতাংশ পাব্লিকের ফুসফুসে ক্ষত হয়ে গেলেও তাই এগুলো বন্ধ করার কোন সুযোগ নেই।
যেহেতু খুড়াখুড়ি বন্ধ হবেনা, আমার একটা প্রস্তাব আছে। ঢাকার রাস্তাগুলো পিচ ঢালাই বা কংক্রিটের ঢালাই না করলেই হয়। যদি গ্রামের মত কাঁচা রাস্তা হয়, তাহলে ইচ্ছা হলেই দ্রুত খুড়ে ফেলা যাবে, খরচ কম হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আরো বাড়বে। পাশাপাশি মৌসুমী ধুলা খাওয়ার চেয়ে স্থায়ীভাবে ধুলা খেতে অভ্যস্ত হয়ে যাব আমরা।
এই তো শুরু...

সবচেয়ে ভাল হয় যদি ঢাকার রাস্তাগুলোকে সব খাল বানিয়ে জলপথ করে দেওয়া যায়! আমরা তখন জলপথে উন্নয়নের নৌকায় করে যাতায়াত করব। পুরো পরিবেশবান্ধব একটা শহর হবে, কি বলেন?

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪১

মোস্তফা সোহেল বলেছেন: এত রাগলে হবে । এ সব খুড়া খুড়ি না করলে দেশে যে উন্নয়ন হচ্ছে তা জনগন বুঝবে কেমন করে?

২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৯

পদ্মপুকুর বলেছেন: ভাই, নাকের ভিতর স্থায়ীভাবে ক্ষত হয়ে গেছে। বুকের ভেতর কি হইছে এইডা তো দেখতে পারতাছি না

২| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭

করুণাধারা বলেছেন:

ঢাকার রাস্তাগুলোকে গ্রামের মত কাঁচা রাস্তা বানিয়ে দেয়া হোক বা রাস্তাগুলোকে সব খাল বানিয়ে দেয়া হোক- দুটোই খুব ভাল প্রস্তাব। এই কাটা রাস্তার যন্ত্রণা আর সহ্য হয় না।

মাসের পর মাস ল্যান্ডফোন লাইন কাটা থাকছে। অভিযোগের উত্তর একটাই- রাস্তা ঠিক হলে সব ঠিক হবে! কবে সব ঠিক হবে আল্লাহ জানেন।++++

২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৭

পদ্মপুকুর বলেছেন: জীবনেও রাস্তা ঠিক হবে না আর আপনার ল্যান্ডফোনও ঠিক হবে না আর ইহজনমে...

৩| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভাবে শহরের মানুষদের রাস্তা বিরম্ভনার কথা তুলে ধরেছেন।

৪| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:০০

সুমন কর বলেছেন: কয় দিন পর পরই খুড়াখুড়ি করে, এটাই তো ভালো লাগে না। X(( পরিকল্পনা করে, একবারেই সমাধান করতে পারে। তা করবে না.....না হলে আবার টুপাইস ইনকাম বন্ধ হয়ে যাবে !! X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.