নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশাহীন এই শহরে থেকে যাক কিছু খুচরো কথা...

পদ্মপুকুর

একজন শভেনিস্ট ও স্মৃতিকাতর মানুষ

পদ্মপুকুর › বিস্তারিত পোস্টঃ

এ কালের কোটা’লপুত্ররা

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭


নানু দাদুদের মুখে কোটালপুত্রদের গল্প শুনে শুনে আমরা একদা আমাদের শৈশব পার করেছি। এই কোটালপুত্ররা রাজপ্রাসাদের আশেপাশেই থাকতো। রাজা-রাণী আর রাজপুত্র-রাজকন্যাদের গল্পে সেকালের কোটালপুত্রদেরও স্থান হতো।

সেকালের কোটালপুত্ররা বড় হয়ে সচারচর কোটালই হতো; তবুও তারা খুব সৎ থাকতো। কোন অন্যায় সুযোগ সুবিধা তারা পেতো না, নেয়ার চিন্তা করতেও পারতো না, তবে তারা খুবই পরিশ্রমী ছিলো। তাদের এই সততা, বুদ্ধিমত্তা আর পরিশ্রম দেখে রাজামশায় কখনো কখনো তাদেরকে মন্ত্রী পরিষদ সচিব বা পুলিশ প্রধান করে দিতেন। এ রকম পদ পেয়ে তারা আরো দায়িত্বশীল হতো। আরো মহান হতো।

এরকম কোটালপুত্ররাই যুগ যুগ ধরে আমাদের গল্পের অংশ হয়ে রয়েছে। কিন্তু আজকের কোটা’লপুত্ররা সেকালের কোটালপুত্রদের মত সৎও নয়, পরিশ্রমীতো নয়ই। এরা একেকজন প্রতিবন্ধী কিন্তু নবাবজাদা। তারা শুধু কোন না কোনভাবে পাওয়া মহামূল্যবান সনদটি ফটোকপির পর ফটোকপি করতে থাকে, প্রত্যেকদিন সকালে ধুপ-পুষ্প দিয়ে পুঁজো করে আর সরকার বাহাদুরের কৃপাদৃষ্টির দিকে ভিখিরির মত তাকিয়ে থাকে। তারা একেকজন ভিখিরি।

এই কোটা’লপুত্ররা সিঁধেল চোরের মত বাঁকা রাস্তায় পেছন দিক দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করার পর, যখন আমজনতার ন্যায্য আন্দোলন শুরু হয়, তখন ঠোটে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে মস্করা করে। কোটা রক্ষার আন্দোলনে নব্য কিছু কোটা’লপুত্রকে মাঠে নামিয়ে দেয়।

আগের দিনের কোটালপুত্ররা মন্ত্রী হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও রাজতন্ত্রের ফ্যাড়ায় পড়ে কোটালই হতো, কিন্তু এখনকার গণতন্ত্রের দিনে কোটা’লপুত্ররা চৌকিদার হওয়ার যোগ্যতা নিয়ে হয়ে বসে প্রধান সচিব!

সে সময়কার কোটালপুত্ররা পরিশ্রম করে নিজের যোগ্যতাবলে রাজপ্রাসাদের উচুঁ পদে যাওয়ার চেষ্টা করতো, আর আজকের কোটা’লপুত্ররা কেবলি রেয়াত নিয়ে বড় পদে যেতে উদগ্রীব থাকে। শুধু উদগ্রীব কেন, এটা তাদের অধিকার মনে করে।

আগেকার কোটালপুত্রদের কদাচিৎ রাজকন্যার সাথে প্রেম হয়ে যেতো। তারপর তারা ব্যাপক সংগ্রাম করে জীবনপণ রেখে রাজকন্যাকে জয় করতো, আর এখনকার দিনে রাজারাণীরাই কোটা’লপুত্রদেরকে তোঁয়াজ-তাজিম করে নিজেদের আখের ঠিক রাখতে চেষ্টা করে। কলিকাল আর কি!

ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনাই যেখানে ছিলো শোষণমুক্ত সমাজ গঠন, সেখানে সেই মুক্তিযোদ্ধাদের বংশধরেরাই মুক্তিযুদ্ধের প্রায় অর্ধশত বছর পরে এসেও সুবিধার নামে নাকি কান্না করে সামাজিক বৈষম্য সৃষ্টি করছে। আর মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী সেই বৈষম্যের আগুনে বাতাস দিয়ে যাচ্ছে। বাহ, কি সুন্দর দেখা গেল।

একটা জাতির পতনের আওয়াজ তখনই জোরালো হয়, যখন ন্যায়ের বিরুদ্ধে অন্যায় প্রকট হয়ে ওঠে। আজ বাংলাদেশে সেটাই হচ্ছে। একটা যৌক্তিক ন্যায্য আন্দোলনকে কোটা’লপুত্ররা গায়ের জোরে, বন্দুকের নল দিয়ে দাবিয়ে রাখতে চাচ্ছে। সেটা নিয়ে যাদের উচ্চকিত হওয়ার কথা, তারা কেউ কোন কথাও বলছে না।

সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন ‘কোন পরাশক্তিই দাবায়ে রাখতে পারবে না.. .. ..’। কিন্তু এতদিন পর এসে আমরা দেখছি, কোন পরাশক্তি নয়, আমাদের মুক্তিযুদ্ধের কাণ্ডারিরাই আমাদেরকে দাবায়ে রাখার সব আয়োজন পাকা করে ফেলেছে। আগেকার দিনের কোটালপুত্ররা তাই মাঝেমধ্যে নায়কের আসন পেলেও আজকের কোটা'লপুত্ররা ভবিষ্যতের গল্পে কেবলই বিভিষণ হয়ে থাকবে।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লিখেছেন ভাইয়া!
সব পরাশক্তিকে পরাজিত করে জনগন তার নায্য অধিকার ফিরে পাক এ কামনায় করি।
কোটাল পুত্রদের শুভবুদ্ধির উদয় হোক।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০

পদ্মপুকুর বলেছেন: মোস্তফা সোহেল বলেছেন: সব পরাশক্তিকে পরাজিত করে জনগন তার নায্য অধিকার ফিরে পাক এ কামনায় করি।
কোটাল পুত্রদের শুভবুদ্ধির উদয় হোক।

অট: আমি গুরুত্বপূর্ণ তেমন কিছু লিখিনা। তবুও আপনাকে আমার সব পোস্টেই দেখি, আপনি কি আমার পরিচিত কেউ বাই এনি চান্স?

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৬

টারজান০০০০৭ বলেছেন: ছবিটা সেইরাম হইছে ! :D

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০

পদ্মপুকুর বলেছেন: ও হো, ছবিটার ক্রেডিট দিতে ভুলে গেছি। এটা ফেইসবুক থেকে পাওয়া।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোটা বিপক্ষে বলছেন? তথাকথিত চেতনাধারীরা আপনাকে রাজাকার বানায়ে ছাড়বে!

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫

পদ্মপুকুর বলেছেন: ধুর্ভাই, আমিতো রাজাকারই, নতুন করে আর্কি রাজাকার হবো?

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: পোলাপানে মূলত বিসিএসকে সামনে রেখে এই আন্দোলন করছে। সঙ্গে কিছু নন ক্যাডার। সব মিলিয়ে বছরে চার থেকে পাঁচ হাজার চাকরি। দেশের বছরে চাকরির তুলনায় এই সংখ্যাটা নগণ্যই।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২০

পদ্মপুকুর বলেছেন: কিন্তু বছরের পর বছর যে অন্যায়টা হচ্ছে, তার নিরসন হওয়া দরকার নয় কি?

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোটাকে কেটেকুটে একটা
শেফ এ নিয়ে আসতে না পারলে
রত্নটির মূল্যায়ন হবেনা

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৮

পদ্মপুকুর বলেছেন: সেটাই তো চাচ্ছে আন্দোলনকারীরা।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! লেখাটির সঙ্গে ছবিটি ভীষণ মানানসই হয়েছে।বেশ ভাল লাগলো।কিন্তি এহেন শাঁখের করাত কী সহজে যাবে?
শুভেচ্ছা রইল।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭

পদ্মপুকুর বলেছেন: ছবিটি ফেইসবুকে পেয়েছি। এই ছবিটাও দেখুন, কত ক্রিয়েটিভ। কিন্তু এই শিল্পিও হয়তো কোটার খাড়ায় কাটা পড়বে।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

সৈয়দ তাজুল বলেছেন: ছবিতেই মূল কষ্টগুলো প্রকাশ পেয়েছে।

আন্দোলন সফল হোক।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

করুণাধারা বলেছেন: ছবি আর লেখা, দুইই অতি চমৎকার! খুব ভালো লাগলো।

কিন্তু খুব খারাপ লাগছে আন্দোলনের ফলাফল। দেখে কিছুক্ষণ আগে টিভিতে দেখলাম।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কোটা ব্যবস্হার সংস্কার হওয়া জরুরি। তা না হলে সাধারণের মনে যে ক্ষোভ জন্মেছে তাতে যে কোন সময় মহা বিস্ফারণ ঘটতে পারে।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪

পদ্মপুকুর বলেছেন: ভেতরে ভেতরে বিষ্ফোরণ তো ঘটেই চলেছে। কিছু ট্যাবুর কারণে এই বিষ্ফোরণ সফল হচ্ছে না। তবুও একদিন এই অন্যায়ের শেষ হবেই হবে।

১০| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০২

মোস্তফা সোহেল বলেছেন: করুনা ধারা আপুও কিন্তু লেখাটির প্রশংসা করেছেন!

আমি আপনাকে সরাসরি চিনিনা যেটুকু চিনি তা এই সামু থেকেই।
আপনি আমার অনুসারিতদের মধ্যে একজন তাই আপনার সব লেখা আমার চোঁখে পড়ে।আর আমি যাদের অনুসরন করি চেষ্টা করি তাদের সব লেখাতে কমেন্ট করতে।
তাছাড়া আপনি আমার এলাকার বড় ভাই কিনা ;)

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২১

পদ্মপুকুর বলেছেন: :-B =p~

১১| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫১

সজিব ইসলাম বলেছেন: কোটা সংস্কার সময়ের বাস্তব দাবী, ছেলে মেয়েরা মনে হয় দবীটি আদায় করেই চাড়বে, তোমাদের জন্য সুভকামনা রইল। যারা বলে সংস্কার হলে আর কয়জনই বা চাকুরি পাবে? এরা হলো চক্রান্তকারি আদের ব্যাপারে সাবধান থাকবা।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৫

পদ্মপুকুর বলেছেন: সংস্কার হলেই চাকুরি পাক বা না পাক, দুর্নীতি সব শেষ হয়ে যাক বা না পাক, বা আরো হ্যান ত্যান হোক বা না হোক, বিদ্যমান কোটাব্যবস্থা একটা অন্যায়। সেটা মেনে নিয়ে আগে শুধরানো হোক তো।

১২| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮

যাযাবর চখা বলেছেন: যেমন ছবিটা, তেমনই হইছে লেখাটা।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৩

পদ্মপুকুর বলেছেন: লেখার চেয়ে ছবিটাই বেশি উপযুক্ত। ফেসবুক থেকে পেয়েছি।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব কি বলতেন, উনি নিজেই হয়তো বুঝতেন না।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


কোটাহীনদের 'মেধাবী" বলা ঠিক হয়নি

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯

পদ্মপুকুর বলেছেন: হয়তো আপনার মানদণ্ডে মেধাবী নয়, কিন্তু বাংলাদেশের পার্সপেকটিভে তাঁরা মেধাবী।
একটা বিষয় এখানে পরিষ্কার হওয়া দরকার, বিদ্যমান কোটা পুনর্বিন্যাস হলেই দেশ স্বর্গ হয়ে যাবে, এমন ভাবার কোন কারণ নেই।
কিন্তু এটা একটা অন্যায়, যার পরিসমাপ্তি হওয়াটা জরুরী।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.