নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশাহীন এই শহরে থেকে যাক কিছু খুচরো কথা...

পদ্মপুকুর

একজন শভেনিস্ট ও স্মৃতিকাতর মানুষ

পদ্মপুকুর › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টিনা বিশ্বকাপ না জিতলেই বা কি?

১০ ই জুন, ২০১৮ সকাল ৯:৫০


লাত্থি দেওয়া ছাড়া ফুটবলের যে আর কোন কাজ থাকতে পারে, সেটাই যখন বুঝতাম না ঠিকমত, সেরম এক সময়ে ম্যারাডোনার নামের সাথে আমার পরিচয়। নব্বুইয়ের এক অন্ধকার ভোরে ঢাকা থেকে বাড়ির পথে রওনা হওয়ার জন্য হোস্টেল থেকে বেরিয়ে গলির মুখে এক দোকানে দেখি মানুষের জটলা। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল সম্ভবত। ভাইয়ের সাথে আমিও জটলায় দাড়িয়ে গেলাম। সাদাকালো টিভিতে দেখলাম খাটো মত এক প্লেয়ার বল নিয়ে দৌড়াচ্ছে। জটলা থেকে গর্জন উঠলো, ম্যারাডোনা!!

হ্যাঁ, ইনিই ম্যারাডোনা; যিনি নিজ দেশের ঠিক উল্টো গোলার্ধে ছোট্ট এক দেশের তাবৎ মানুষকে এমনই আবেগে ভাসিয়েছিলেন যে, যেদিন ম্যারাডোনাকে কোকেন নেওয়ার অপরাধে বহিষ্কার করা হলো, সেদিন ময়মনসিংহের এক অজ-পাড়ায়ও বিশাল মিছিলে শ্লোগান উঠেছিল ‘ম্যারাডোনার কিছু হলে-জ্বলবে আগুন ঘরে ঘরে’.. .. (সম্ভবত ‘এলেবেলে’-হুমায়ুন আহমেদ)

আর্জেন্টিনার নাম জানতাম ওদের ডাকটিকেটের সৌজন্যে। ডাকটিকেট জমানোর শখ ছিলো তখন আমার। কিন্তু ম্যারাডোনা বোঝার বয়স তখনও হয়নি। তবুও মনের মধ্যে গেঁথে গেল ওই নাম। এরপর ঝিকরগাছায় পাড়ায় একদিন বড়দের ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল খেলায় গোলকিপারের অভাবে আমাকে ধরে আর্জেন্টিনা দলের গোলপোস্টে দাড়া করিয়ে দিল।

আর কোন কিছু আমার কিশোর মনে দাগ কেটেছিল কিনা আজ আর মনে নেই, কিন্তু তখন থেকেই আমিও আর্জেন্টিনার হয়ে গেলাম মনে প্রাণে। আকাশী নীল-সাদার প্রতি যে ভালোবাসা সেই কৈশোরে শুরু হয়েছিলো, আজ অব্দি তার কোন কমতি হয়নি।

যখন থেকে ফুটবল বুঝতে শিখলাম, তখন থেকে দেখছি আর্জেন্টিনা হারছে, বড় কোন টুর্নামেন্টই জিতলোই না এদ্দিনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই, প্রতিবার আর্জেন্টিনা হারার পর ভালোবাসাটা যেনো আরো জোরালো হয়। কেন হয়, নিজেও জানিনা।

চার বছর পরপর বিশ্বকাপ আসে, আর আমার স্বপ্নের সারথী হয়ে নতুন নতুন নায়ক সৃষ্টি হয়। কিন্তু প্রতিবারই সেই একই গল্প। চুরানব্বুইয়ে ম্যারাডোনার কোকেন কাহিনী শেষ করে দিলো আমার স্বপ্ন। এর পর একে একে বাতিস্তুতা, ওর্তেগা, ভেরন, ক্রেসপো, রিকুয়েমে (এই লোকটাকে আমার খুব পছন্দ), স্যাভিওলা, তেভেজ তারপর রোমেরো (এই গোলকিপারকেও আমার জোস লাগে), ডি মারিয়া, হিগুয়াইন, মাচোরানো এবং দ্য লিওনেল মেসি। প্রতিবারই হতাশাই আমরা পেয়েছি। তবুও কেন যেন আর্জেন্টিনা ছাড়া কিছুই ভালো লাগে না।

দুই হাজার ছয়ের বিশ্বকাপে যেদিন আর্জেন্টিনা হারলো, তারপর দিন হলে রুমের দরজায় বড় করে আর্জেন্টিনার পতাকা লাগিয়ে নিচে লিখে দিলাম, ‘তবুও আর্জেন্টিনার সাথেই আছি’.... বন্ধুরা খুব হাসলো, কিন্তু কি যেয়ে আসে তাতে! দু’হাজার দশে আর্জেন্টিনা হারার পরদিন জার্সি গায়ে দিয়ে অফিসে গেলাম প্রথমবারের মত, সবাই আড়চোখে তাকাতে লাগলো, তাকাক না, হু কেয়ার্স?

এ সবই পাগলামী, তবুও কেন যেন বয়স বাড়ে তবু আর্জেন্টিনা ছাড়ে না।

এবার যখন আরেকটি বিশ্বকাপ দোড়গোড়ায়, প্রথমবারের মত আর্জেন্টিনার পতাকা টানিয়ে দিয়েছি বাসার বারান্দায়। ক’দিন আগে সাম্পাওলি বলেছেন ‘ফুটবলের কাছে মেসির একটা বিশ্বকাপ পাওনা’। আসলেই এই ছেলেটা এতটাই ভালো খেলে যে বিশ্বকাপটা তার পাওনাই বলতে হবে।

তাই এবার হয়তো মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। অবশ্য চ্যাম্পিয়ন না হলেই বা কি আসে যায়, আর্জেন্টিনা আমাদের কাছে আর্জেন্টিনাই। জয় পরাজয়ের হিসাব মেনে তো আর ভালোবাসা আসে না। তাই যদি হতো, তবে তো আকাশে শুধুই সবুজ-হলুদ বা লাল-হলুদ-কালোই মেরুনই উড়তো।

শুভ কামনা আর্জেন্টিনার জন্য। ভামোস আর্খেনটিনা!!!

মন্তব্য ৫৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:১০

চাঁদগাজী বলেছেন:


রোহিংগার সংখ্যা ১ জন বাড়লো দেশে!

১০ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৯

পদ্মপুকুর বলেছেন: না হয় হলামই রোহিঙ্গা। সবাইতো আর রোহিঙ্গা হতে পারে না।

২| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:১৮

মোস্তফা সোহেল বলেছেন: শুভ সকাল ভাইয়া।আমিও আর্জেন্টিনার সাপোর্টার।এই দলটা হারলে কষ্ট লাগে তবে তাদের উপরে রাগ হয়না।
বরং ভালবাসা আরও বেড়ে যায়।
যোগ্য লোক সব সময় তার নায্য দাম পাই না।তাই মেসি বিশ্বকাপ না পেলেও দুঃখ করার কিছু নেই।
আশা আছে মনে আর্জেন্টিনা ভাল কিছু করবে।
একদম শেষে বানানটি ঠিক করে দিন।

১০ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৭

পদ্মপুকুর বলেছেন: সোহেল ভাই, দক্ষিণ আমেরিকান স্পানিশে 'জ' এর উচ্চারণ 'হ/খ' হয়। আপনার হয়তো মনে পড়বে, গতবার খুব ভালো খেলা হামেস রদ্রিগেজ এর জার্সিতে লেখা থাকতো 'জেমস'। ওরা ভামোস আর্খেনটিনাই বলে। এইটা আর্জেন্টিনার ফুটবলে খুবই জনপ্রিয় একটা শ্লোক। পুরোটা হলো:
Vamos, vamos Argentina,
vamos, vamos a ganar,
que esta barra quilombera,
no te deja, no te deja de alentar.

English translation:
Let's go, let's go Argentina,
We're going, we're going to win,
for these raucous supporters,
won't stop, won't stop cheering you.

ভালো থাকবেন।

৩| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মেসি ভদ্র ছেলে! তাকে আমার পছন্দ। আসলেই এই ছেলেটা এতটাই ভালো খেলে যে বিশ্বকাপটা তার পাওয়া উচিত!:(
তবে এটা মাথায় রাখতে হবে ফুটবল ১১জনের খেলা!

পুষ্কনি/পুকুর ভাই!
আপনার কোন ফরমেট পছন্দঃ
৪-৩-৩ না ৩-৪-৩ না ৩-২-৩-২ না ৩-৩-৩-১
নাকি অন্য কোন ফরমেট??

বি.দ্রঃ আমার পছন্দ ৪-৩-২-১...;)

১০ ই জুন, ২০১৮ সকাল ১১:১৭

পদ্মপুকুর বলেছেন: আমি ভাই খেলা অত বুঝি না। তবে সবাই বলছে আর্জেন্টিনার ফরম্যাট এ রকম হলে ভালো-

৪| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: হার জিত বড় নয় অংশগ্রহণ করাটাই বড় কথা।

১০ ই জুন, ২০১৮ সকাল ১১:২৯

পদ্মপুকুর বলেছেন: :P

৫| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৮

অঞ্জন চন্দ্র পাল বলেছেন: আমি ব্রাজিলের ভক্ত

১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৮

পদ্মপুকুর বলেছেন: মোস্ট ওয়েলকাম

৬| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এটা ৪-২-৩-১। ;)

@"বি.দ্রঃ আমার পছন্দ ৪-৩-২-১,
এটা মাঝমাঠের আগের প্ল্যান, আর ২-২-৩-৩(২+১) প্রতিপক্ষের দিকে যাবার সময়!

১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৪০

পদ্মপুকুর বলেছেন: আপনি তো দেখি ফুটবল বিশেষজ্ঞ!!

৭| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:২৫

মৌরি হক দোলা বলেছেন: প্রিয় দলকে নিয়ে সুন্দর একটি পোস্ট :)

১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৪০

পদ্মপুকুর বলেছেন: হু ধন্যবাদ। আপনার পছন্দের টিম কোনটি?

৮| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৩

হাসান রাজু বলেছেন: হারুক কিংবা জিতুক ছিলাম, আছি, থাকব।

১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৪১

পদ্মপুকুর বলেছেন: এই তো অরিজিনাল আর্জেন্টিনার সমর্থক। আসেন বুকে বুক মিলাই :P

৯| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৮

মোঃ ইকবাল ২৭ বলেছেন: আপনি যখন হতে ফুটবল বুঝতে শিখেছেন আমি ও তখন হতে ফুটবল বুঝতে শিখেছিলাম, মনে হয় আপনার আর আমার বয়স কাছাকাছি।আমি আর্জেন্টিনার সমর্থক, আর্জেন্টিনা ছাড়া অন্যকোন দলকে সমর্থন করার চেষ্টা করলেও পারিনা।যদি ও আর্জেন্টিনার চাইতে ও ভাল খেলে সেরকম দলও আছে। যেমন জার্মানি তার মধ্যে অন্যতম।যে যত ভালই খেলুক আর্জেন্টিনা জিতুক আমার মন সব সময় সেটাই কামনা করে।

১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৬

পদ্মপুকুর বলেছেন: ছিয়াশিতে ম্যারা ভা্ইয়ের কারিশমা, নব্বুইয়ে ফাইনালে হের তাঁর কান্না আর চুরানব্বুইয়ে কোকেন কেসের প্রভাবে আমাদের ওই প্রজন্মের অধিকাংশই আর্জেন্টিনা হয়ে গেছে। ভালো লাগলো আপনার কথা শুনে। আশা করি এবার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

১০| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৯

ভুয়া মফিজ বলেছেন: যেদিন থেকে ফুটবল বুঝতে শুরু করলাম, সেদিন থেকে আমিও আর্জেন্টিনার সাপোর্টার! :)

মেসি এইবার কাপটা নিজের না করতে পারলে খুবই দুঃখ পাবো। তারপরও, দিন শেষে তো এটা একটা খেলাই!

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৪

পদ্মপুকুর বলেছেন: ভুয়া মফিজ হইলেও আপনি সাপোর্টার হিসেবে একদম জেনুইন :-B

সামপাওলি বলেছেন- ফুটবলের কাছেই মেসির একটা বিশ্বকাপ পাওনা। আশা করি এবার সেটা শোধ হবে।

ভালো থাকবেন।

১১| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:১০

হাসান রাজু বলেছেন: @মোঃ ইকবাল ২৭ , জার্মানি ট্রফি জিতে, ফাইনাল পর্যন্ত দৌড়ায় । কিন্তু খেলা কখনই সুন্দর ছিল না । অতিমাত্রায় রক্ষণাত্মক । সত্যি বলতে আর্জেন্টিনা ছাড়া সবাই এখন এইভাবেই খেলে । যে কারনে ম্যারাডোনা ও কয়দিন আগে বলেছেন এই ফরম্যাটে খেললে আর্জেন্টিনা কে নিয়ে তার কোন আশা নাই ।

২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৬

পদ্মপুকুর বলেছেন: বৃটিশ লেজেন্ড গ্যারি লিনেকার বলেছিলেন, ফুটবল হলো এমন একটা খেলা, যেখানে ২২জন প্লেয়ার ৯০ মিনিট ধরে একটা বলের পেছনে দৌঁড়ায় এবং শেষ পর্যন্ত জার্মানী জেতে....
তো জার্মানী জেতে ঠিকই, কিন্তু কারো মন জয় করতে পারে না, বিশেষ করে আবেগী বাাঙালিরতো নয়ই।

মন্তব্যর জন্য ধন্যবাদ হাসান ভাই।

১২| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভামোস আর্জেন্টিনা। :)

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩১

পদ্মপুকুর বলেছেন: ভামোস ভামোস।

আপনি এখন এত অনিয়মিত কেন?

১৩| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৮

মিথী_মারজান বলেছেন: আমিও ফুটবল খেলা বুঝিনা।
তবুও না বুঝেই কেনো যেন ব্রাজিলের সাপোর্ট করি।
তাই বলে অন্যদের পছন্দের দলের প্রতিও কোন বিদ্বেষ নেই আমার।
আপনার প্রিয় দলের জন্যও শুভকামনা রইলো।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:১০

পদ্মপুকুর বলেছেন: আপনার প্রিয় দলের প্রতিও শুভ কামনা। তবে মিলাদ দিমু আর্জেন্টিার লাইগ্যা =p~

১৪| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:২৭

একাল-সেকাল বলেছেন: মেসি পছন্দের হলেও দল হিসেবে ব্রাজিল, ঠিক সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর পছন্দ। আর কি ! :) একসময় বিশ্বকাপটা শচিনের হাতে হোক ভাবতাম, যদিও ভারত অপছন্দের তালিকার শীর্য়ে। X( চ্যাম্পিয়ন যোগ্যতা দিয়েই হোক। দর্শক হিসেবে দর্শনীয় খেলা দেখতে চাই। আফগানের কাছে বাংলাওয়াশ হওয়ার পরও যেহেতু টিভি ভাঙ্গি নাই, ব্রাজিলের জন্যও মাথার চুল ছিঁড়বনা। তবে ভাল খেললে হাততালি,! জিতলে খুশি,!! হারলে গালি !!!

১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩০

পদ্মপুকুর বলেছেন: খুবই সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ। আমিও আপনার মত ভারতীয় ক্রিকেট টিমকে সমর্থন করি না। তবে রাহুল দ্রাবিড় আমার সব সময়ের পছন্দের খেলোয়াড়। এত ভদ্র আর বিনয়ী এবং ঠাণ্ডা মাথার খেলোয়াড় একেবারেই কম।

তবে আপনার মত উদার হয়ে ব্রাজিল চ্যাম্পিয়ন হোক এটা চাইতে পারিনি কখনও। অবশ্য আমি চাওয়ার আগেই ব্রাজিল কয়েকবার চ্যাম্পিয়ন হয়ে গেল।

ভালো থাকবেন।

১৫| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩২

সাহসী সন্তান বলেছেন: আমি ব্রাজিলের সাপোর্টার। সেই হিসাবে আর্জেন্টিনা যত তাড়াতাড়ি বিদায় হবে, তত তাড়াতাড়িই ব্যাপারটা আমার জন্য ভাল। অন্তত একটা প্রতিদ্বন্দী কমলো সেই হিসাবেও তো খানিকটা স্বস্তি পাওয়া যাবে... ;)

তারপরেও আপনার দলের জন্য শুভ কামনা! আর্জেন্টিনাকে সাপোর্ট না করলেও মেসির খেলাকে খারাপ বলার মত ব্রাজিল হেটার্স আমি নই।

ভাল থাকবেন!

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:০১

পদ্মপুকুর বলেছেন: বাংলাদেশের মানুষজন দিনকে দিন এত সহনশীল হয়ে যাচ্ছে জানতে পারলে আমাদের রাজনীতিবিদরা মুর্ছা যাবে :-P
ঘৃণার মধ্য দিয়েই তো এদেশের রাজনীতি টিকে রয়েছে।

আমিও নেইমারের খেলা পছন্দ করি। তবে বার্সা ছেড়ে না গেলেই বোধ হয় ভালো হতো।
ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।

১৬| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৩

কাওসার চৌধুরী বলেছেন: আমি এবার উরুগুয়ে। B-)

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:১২

পদ্মপুকুর বলেছেন: এবার উরুগুয়ে মানে কি? আগে কি অন্য কোন টিমের সাপোর্টার ছিলেন? সাপোর্ট কি বদলানো যায়?

১৭| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৬

সামিয়া বলেছেন: আই লাআআআআআআআআআভ আর্জেন্টিনা ---------------

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

পদ্মপুকুর বলেছেন: থ্যাংকককককককু

১৮| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: আমি মনে প্রানে চাই আর্জেন্টিনা জিতুক।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৮

পদ্মপুকুর বলেছেন: আপনার আমার মত অসংখ্য বাংলাদেশিই তাই চায়, কিন্তু কাজের কাজটা হচ্ছে কই...

১৯| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:২২

কুঁড়ের_বাদশা বলেছেন:

এবার ফুটবল বিশ্বকাপে কী নোয়াখাইল্লা দল অংশ গ্রহন করবে?
যদি করে তাহলে আমি নোয়াখাইল্লা দলের সার্পোটার। =p~

১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৮

পদ্মপুকুর বলেছেন: নোয়াখালী বিভাগ না হওয়া পর্যন্ত নোয়াখাইল্লারা বিশ্বকাপ বর্জন করেছে :-P

২০| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৩

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা!

১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৭

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ

২১| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫১

আখেনাটেন বলেছেন: বেরাজিলের শতত্তুর সাথে কুন কথা নেই। তাই মন্তব্য করা থেকে বিরত থাকলাম। :P


ব্রাসিলিওর অপারফেকতেরিওরিস ফুতবলারিও.... :-P

১০ ই জুন, ২০১৮ রাত ৮:৩৭

পদ্মপুকুর বলেছেন: কিছু কথা বলেও মন্তব্য থেকে বিরত থাকার জন্য ধন্যবাদ :D আর বেরাজিলের শত্তুর হইলে আপ্নের লাগে ক্যা? আপ্নের তো লাগার কথা মিশরের শত্তুর হইলে... :-B

আর নিচের লাইনডাই কি কইলেন বুঝ্বার পার্লাম্না।

২২| ১০ ই জুন, ২০১৮ রাত ১০:০৫

মনিরা সুলতানা বলেছেন: আখেনাটেন বলেছেন: বেরাজিলের শতত্তুর সাথে কুন কথা নেই। তাই মন্তব্য করা থেকে বিরত থাকলাম। :P
ব্রাসিলিওর অপারফেকতেরিওরিস ফুতবলারিও.... :-P

ভাই এর সাথে আমি ও একমত ;)
কিন্তু আমরা সব সময় সেই মাপের ভদ্রলোক কিনা তাই শুভ কামনা জানাতে ভুলি না।

১১ ই জুন, ২০১৮ সকাল ৯:১০

পদ্মপুকুর বলেছেন: মনিরা সুলতানা, আপ্নেরে আমি ভালা পাই। ক্যান আপ্নে হুদাই অন্য দলে যাইতাছেন :#)
আর আমি কখন কইলাম যে ব্রাজিল ধ্বংস হোক!!

আমিতো চাই যে ফাইনালে আর্জেন্টিনার লগে ব্রাজিল আহুক আর মেসি কাপটা উঁচাইয়া ধরুক... =p~

২৩| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:৩২

শামচুল হক বলেছেন: কানাডার জঙ্গলে এক রাত দ্বিতীয় পর্ব দেয়া আছে সময় করে পড়বেন।

১১ ই জুন, ২০১৮ সকাল ৯:১২

পদ্মপুকুর বলেছেন: পড়বো নিশ্চয়।

২৪| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৩

রাজীব নুর বলেছেন: আল্লাহ ভরসা দেখি কি হয়!!

১১ ই জুন, ২০১৮ সকাল ৯:১৪

পদ্মপুকুর বলেছেন: ফার্স্ট রাউন্ড পার হলেই বোঝা যাবে কে কেমন করবে..

২৫| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি ব্রাজিল সার্পোট করি।

তবু মেসি একটু ভাল করুক।

২৬| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:১৬

পদ্মপুকুর বলেছেন: আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই, কাপ ছাড়া উপায় নাই

২৭| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৩০

মৌরি হক দোলা বলেছেন: আমার কোনো পছন্দের টিম নেই, ভাইয়া :)


খেলাধুলা থেকে আমি দশ হাত দূরে :P

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৫১

পদ্মপুকুর বলেছেন: ছোট্টবেলায় কি লূডু বা পলানটুকও খেলেননি :)

২৮| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

মৌরি হক দোলা বলেছেন: টুকটাক খেলতাম :) কিন্তু আমি যে হারব সেটা পুরো নিশ্চিত থাকত :P


হা...হা..... :) :)

২৯| ২১ শে জুন, ২০১৮ রাত ১১:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবেনা।

৩০| ২১ শে জুন, ২০১৮ রাত ১১:৫৭

কেএসরথি বলেছেন: আপনার লেখা পড়ে পুরোনো কথা মনে পড়ে গেল। মামারা দেখতাম খালি ম্যারাডোনা ম্যারাডোনা করে, আমার খুব শখ এই ম্যারাডোনাকে টিভিতে দেখার। মজার ব্যাপার হলো ম্যারাডোনা টিভিতে আসলেও হয়ত অতটুকু বোঝার ক্ষমতা তখন ছিলনা।

তারপর জার্মানী চিটিং করে পেনাল্টি নিয়ে জিতল। ওটা মনে আছে। ম্যারাডোনা শার্ট কামড় দিয়ে কাদছে, সে কথাও মনে আছে। আজ মেসির সময়! কিন্তু সে দুর্ভাগার মত বিশ্বকাপ ছুতে পারছেনা।

আইসল্যান্ডের সাথে যে খেলা খেলেছে আর্জেন্টিনা, তাতে মনে হয় না এবার বেশি দূর যেতে পারবে।

২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:১৬

পদ্মপুকুর বলেছেন: আইসল্যান্ডের সাথে যে খেলা খেলেছে আর্জেন্টিনা, তাতে মনে হয় না এবার বেশি দূর যেতে পারবে..... কথা ঠিক, তবে এই দলে একজন মেসি আছে বলেই সব অসম্ভবকে অগ্রাহ্য করতে ইচ্ছে হয়।

ঠিক প্রয়োজনের মুহুর্তে প্রবল বিক্রমে ঘুরে দাঁড়ানোর একটা জেদ মেসির মধ্যে আছে। কোয়ালিফাইং রাউন্ডে ইকুয়েডরের সাথে শেষ ম্যাচের কথা মনে করুন, দলের জেরবার অবস্থা, সমুদ্রপৃষ্ঠ থেকে মাঠের উচ্চতা, হারলে দল বাদ-এই হিমালয়সম চাপ, সব কিছুকে অতিমানবীয় এক ভূমিকায় নিমিষেই পেছনে ফেলে দলকে বিশ্বকাপে নিয়ে এলেন। গতকালকের নাইজেরিয়ার বিপক্ষের ম্যাচটিতেও কি একই রকম পরিস্থিতি ছিল না?

অনেকে অবুঝের মত বলে- মেসি শুধুই বার্সাতেই পারে। আহা হা! কি কত্তবড় আহাম্মকি!
সত্য কথাটা হলো- কিছুদিন আগে ছিয়াশির বিজয়ী আর্জেন্টাইন টিমের এক সদস্য (নাম মনে পড়ছে না) একটা কলামে লিখেছেন, 'গত কয়েক বছর ধরেই আর্জেন্টাইন টিমটা নিতান্তই সাধারণ একটা দলে পরিণত হয়েছে, কিন্ত এই টিমে মেসি আছে বলেই আমরা সেই ভঙ্গুর অবস্থাকে দেখতে পাচ্ছি না'। এইটাই চরম সত্য। পাড়ার দল আর বিশ্বকাপজয়ী দলের মধ্যে পার্থক্য ওই মেসিই। শুধু মেসি আছে বলেই আর্জেন্টিনা রাউন্ড সিক্সটিনে ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে। তবে ফুটবল তো আর একজনের খেলা নয়, দলীয় খেলা। তাই আমিও জানি এই টিম খুব বেশি দূর যেতে পারবে না। তবে প্রেমিকার মুখ ঝলসে গেলেই যে ভালোবাসা শেষ হয় না, এমন উদাহরণ অহরহ।

লম্বা প্রতিমন্তব্য করলাম। ভালো থাকবেন।

৩১| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০০

মেহবুবা বলেছেন: শিরোনামে সহমত ।
এবার আগে ভাগে আর্জেন্টিনা বিদায় হবার কারনে সময় বেঁচে গেল। খেলা দেখতে হয়নি ।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

পদ্মপুকুর বলেছেন: হ্যোয়াট অ্য সারপ্রাইজ!!!
আপনি তো ব্লগ থেকে বিদায় নিয়েছিলেন... আবার ফেরত আসছেন জানি না তো। শুভ ব্লগ প্রত্যাবর্তন। ক্ষমতা থাকলে সোহরাওয়ার্দীতে একটা ব্লগার সমাবেশ করতাম... :P

মজা করলাম। আসলে বহুদ্দিন বাদে আপনাকে দেখলাম, খুব ভালো লাগলো। পুরোনো ব্লগারদের দেখলে একটু আপন আপন মনে হয়। আবার নিয়মিত হয়ে পড়ুন না... অনেকেই কিন্তু এখনও আছে।

ভালো থাকবেন

৩২| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৫

মেহবুবা বলেছেন: সময় এর বড় অভাব তা না হলে ব্লগ এ আরো সময় দিতাম ।সবাইকে মনে আছে ঈদের অবসরে সাড়া দিতে চাইছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.