নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের প্রত্যাশাহীন এই শহরে থেকে যাক কিছু খুচরো কথা...

পদ্মপুকুর

একজন শভেনিস্ট ও স্মৃতিকাতর মানুষ

পদ্মপুকুর › বিস্তারিত পোস্টঃ

প্রস্তাবনা পোস্ট: ব্লগ দিবসের গেট টুগেদারে পদাতিক চৌধুরীকে আমন্ত্রণ

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩২



ব্লগদিবসের গেট টুগেদার কনসেপ্টটা ভালো। ভার্চুয়াল চরিত্রগুলোেকে বাস্তবের আলোয় আনার একটা ব্যবস্থা। আগে যখন হয়েছে, আমি অবশ্য কখনোই জয়েন করতে পারিনি। যাই হোক, মাঝে কয়েকবছর বাদ রেখে আবার ব্লগদিবস নিয়ে আলোচনা হচ্ছে, একটা গেট টুগেদারের আয়োজন করারও কথা হচ্ছে। ব্লগার অগ্নি সারথিকে ধন্যবাদ।

এ ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত প্রস্তাবনা আছে। সেটা হলো, যদিও সামহোয়্যার ইন সম্পূর্ণরুপে বাংলাদেশী ভেঞ্চার এবং তার নিজের ট্রেডে প্রথম উদ্যোগ, তবুও এই প্লাটফর্মটি বাংলাদেশের ভৌগলিক সীমানা পেরিয়েছে প্রথম থেকেই। প্রথমদিকে এই ব্লগে উল্লেখযোগ্য সংখ্যক ব্লগার ছিলেন যারা ভারতীয় বাঙালী। কলকাতা এবং অন্যান্য রাজ্যের। ভালো লিখতেন। কিন্তু এখন শুধুমাত্র পদাতিক চৌধুরীকেই দেখি, একজন ভদ্র, ক্রিয়াশীল এবং অবশ্যই শক্তিমান ব্লগার। মিথস্ক্রিয়ায় খুবই উদার। তাই এবারের ব্লগদিবসের গেটটুগেদারে আমরা পদাতিক চৌধুরীকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারি।

এ ক্ষেত্রে যদি পদাতিক চৌধুরী সম্মতি দেন, তাহলে আমরা উনার এই ট্যুরটাকে স্পন্সর করতে পারি সম্মিলিতভাবে। আপনাদের মতামত কি?

মন্তব্য ৬৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

হাবিব বলেছেন: কন্সেপ্ট বিবেচনা করা যেতে পারে

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ স্যার।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

সমালোচক মন্তব্যকারী বলেছেন: invite চাদগাজী

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ কিন্তু মনে হয় সম্ভব না।
প্রথমত আমি বলেছে বাংলাদেশী না এমন ব্লগারের কথা,
দ্বিতীয়ত এবং গুরুত্বপূর্ণ হলো- সেক্ষেত্রে স্পন্সর ভ্যালু অনেক বেশি হবে।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

তারেক_মাহমুদ বলেছেন: আপনার প্রস্তাবটা ভাল, পদাতিক ভাইয়া সাদর আমন্ত্রণ।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

পদ্মপুকুর বলেছেন: আপনার বছরপুর্তির একটা পোস্ট দেখলাম... দেখে একটু অবাকই লাগলো, আপনাকে মনে হতো যে আরো বেশি সময় ধরে দেখছি...

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর প্রস্তাব :)

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ স্যার।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

মোস্তফা সোহেল বলেছেন: দাদাকে আমন্ত্রন জানালে তো খুবই ভাল হয়।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

পদ্মপুকুর বলেছেন: সেটা বোধ হয় কাভা অথবা ব্লগে যারা বেশি অ্যাক্টিভ তাঁদের কাউকে উদ্যোগ নিতে হবে। আপনিও সেই ক্যাটেগরিতে পড়েন। আমি জাস্ট প্রস্তাবটা দিলাম।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

তারেক_মাহমুদ বলেছেন: গত একবছর অনেক বেশি দেখেছেন তাই মনে হচ্ছে অনেক বছর ধরে দেখছেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

পদ্মপুকুর বলেছেন: ঠিকই বলেছেন, ওইটা ফিল হচ্ছিলো।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমে কি বলে ধন্যবাদ জানাবো ভাষা খুজে পাচ্ছিনা। আমি অভিভূত আনন্দিত উচ্ছ্বসিতও। আমাদের 10 মাসের ব্লগিং জীবনের মাঝে মাঝে কিছু ফ্যান্টাসি পোস্ট দেখলেও বাস্তবে এরকম পরিকল্পনা নিঃসন্দেহ অভিবাদন যোগ্য। যদি এটা ফলপ্রসূ হয় তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব ।

তবে একটা জায়গায় আমরা বড্ড অসহায়। এই মুহূর্তে বাইরে আছি । কাজে হোম মিনিস্ট্রির সম্মতি না নিয়ে আমিও এখন সম্পূর্ণ সহমত দিতে পাচ্ছি না । হা হা হা হা।

অন্তরের অন্তস্থল থেকে শুভ কামনা ও ভালোবাসা রইলো ।





০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ স্যার, আপনার সম্মতি পেয়ে আমিও আভিভূত। তবে দ্বিতীয় প্যারাটা বুঝলাম না। আপনি কি সরকারি চাকুরিজীবি হিসেবে তৃতীয় কোনো দেশে কর্মরত?

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

ডার্ক ম্যান বলেছেন: নতুন প্রজন্মকে ব্লগিং এ আকৃষ্ট করার জন্য হলেও প্রতি বছর একটা স্পেশাল গেট টুগেদার আয়োজন করা উচিত

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

পদ্মপুকুর বলেছেন: ঠিক বলেছেন।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষ পর্যন্ত দিবসটি পালিত হবে কিনা তাই নিয়ে সন্দেহ রয়েছে।

প্রস্তাবনাটা দারুন।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২

পদ্মপুকুর বলেছেন: সন্দেহ কেনো মাইদুল ভাই?

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো প্রস্তাবনা। সমর্থণ রইল।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ। লোকাল বাসজার্নির বর্ণনা নিয়ে আপনার একটা পোস্ট ছিলো তোমার কাছে বিচার দিলাম...ওইটা খুব মনে থাকে আমার।
ভালো থাকবেন।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

কথার ফুলঝুরি! বলেছেন: গেট টুগেদারে আমি যাবো কিনা জানিনা, আমার প্রিয় সহব্লগারদের সামনা সামনি পেলে অবশ্যই খুব ভালো লাগবে তবে আমার কাছে কেন জানি ব্লগ টাই বেশী কমফরটেবল লাগে । যাই হোক, আমি একমত পোষণ করছি আপনার প্রস্তাবনার সাথে ।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

পদ্মপুকুর বলেছেন: আমারও ব্লগটা কমফোর্টেবল লাগে বেশি। সম্প্রতি একজন সেলিব্রেটি ব্লগারের সাথে বাস্তবে পরিচিত হয়ে গেছি (নাম বলবো না, বললে চাকরি থাকবে না) এর পর থেকে তাঁর পোস্টে মন্তব্য করতে গেলে একটু অস্বস্তি লাগে..

প্রস্তাবনা সমর্থন করায় ধন্যবাদ। এখন কর্তৃপক্ষ সমর্থন করলেই হয়!

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ! চমৎকার প্রস্তাব। পদাতিক চৌধুরী শুধু একজন ভাল লেখক/ব্লগার নয়; তিনি একজন সজ্জন মানুষ। উনার কমেন্ট আর কমেন্টের প্রতি উত্তর দেখলেই তা সহজে বুঝা যায়। তিনি সামুর নতুন নক্ষত্র। সবার অতি আপনজন। ব্লগ দিবসে প্রিয় 'পদাতিক ভাইকে' আমন্ত্রণ জানালে দারুন একটি ব্যাপার হবে। এতে দুই বাংলার আত্মার সম্পর্কটা আরো সুদৃঢ় হবে। পদাতিক ভাই আশা করি সম্মত হবেন এমন আয়োজনে। আমি উনার সম্মানে এ যাত্রাটাকে সানন্দে স্পনসরের প্রস্তবে একমত।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ স্যার। আপনি এবং আপনার পরেই যিনি মন্তব্য করেছেন, তাঁরা হলেন এই ব্লগের ভিত্তি ব্লগার ধরণের (ওই যে আইপিএল, মাইপিএল [গাজী সাহেবের মত বল্লাম আর কি]। আপনারা সমর্থন দিলেই হয়ে যাবে আশা করি। অবশ্য উপরে একজন সন্দেহ প্রকাশ করেছেন গেট টুগেদারটাই হবে কি না!

তবে যদি এটা সত্যি হয়, আসলেই দারুন ব্যাপার হবে। পদাতিক চৌধুরী নিজগুণেই ব্লগে জনপ্রিয়।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার প্রস্তাবনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ ম্যাডাম। আপনার জন্য উত্তরটা অবশ্য উপরেই দিয়েছি।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: এটা অতন্ত একটা ভালো উদ্ধেগ।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

পদ্মপুকুর বলেছেন: ভাই আর দুই মাস পরেই ফেব্রুয়ািরি... একটু সাবধান হোন :D

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর প্রস্তাবনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

অন্তরন্তর বলেছেন: চমৎকার প্রস্তাবনা। উনাকে স্বাদর আমন্ত্রণ। আপনাকেও ধন্যবাদ।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

পদ্মপুকুর বলেছেন: যে ভাবে সমর্থন পাচ্ছি, নির্বাচনে দাড়িয়ে গেলেই ভালো হতো।

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

হাবিব বলেছেন: তবে দ্বিতীয় প্যারাটা বুঝলাম না। আপনি কি সরকারি চাকুরিজীবি হিসেবে তৃতীয় কোনো দেশে কর্মরত? হোম মিনিস্টার মানে পদাতিক ভাইয়ের মিসেস.......... বুঝছেন? B-)

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

পদ্মপুকুর বলেছেন: ওহো হো! :-P :-P

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা ! প্রতিমন্তব্যে আবার আসা। প্রিয় পদ্মপুকুর ভাই,প্লিজ দাদা বা ভাই বলে সম্বোধন করুন।' স্যার' বললে বড্ড বিব্রত বোধ করি আরকি। আমার দ্বিতীয় প্যারার যে উত্তরটি আপনি ধরতে পারেন নি ; সেটা কিন্তু হাবিব স্যার বলে দিয়েছেন। ধন্যবাদ হাবিব ভাইকে ।

পরিকল্পনা , উদ্যোগ বাস্তবে কতটা ফলপ্রসূ হবে জানিনা, কিন্তু পোস্টের মাধ্যমে যে মিথস্ক্রিয়া গড়ে উঠছে তাতে রীতিমত উপভোগ করলাম ।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: ওহ, দিস ইজ নট সিরিয়াস অ্যাট অল। আসলে আমাদের দেশে এক ধরণের ট্যাবু আছে 'হামবড়া' টাইপের না হলে কাউকে স্যার বলা যাবে না, অথবা কাউকে স্যার বলা মানেই সে হামবড়া টাইপের কেউ। আবার কাউকে স্যার ডেকে অনেকে নিজেই কুণ্ঠিত হয়ে যায়, নিজের মর্যাদা কমে গেলো ভেবে। কিন্তু বাস্তবে তো সেটা নয়, বরং সম্মানীয় যে কাউকেই স্যার বলা যায়। আমি আপনার দেশে গিয়েই এটা শিখেছি। এখন আমি কাউকে স্যার বলতে কুন্ঠিত হই না।

যাগ্গে বাদ্দেন। আপনি দাদা হিসেবেই থাকুন না হয়। আর দ্বিতীয় প্যারাটা আসলেই আমি বুঝিনি প্রথমে। হাবিব স্যারতো 'স্যার'ই। এইজন্য উনি দেখেই বুঝে ফেলেছেন। :-B

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

ডার্ক ম্যান বলেছেন: ব্লগারদের নিয়ে ভারতে একটা ট্যুর আয়োজন করুন। সেখানে নিশ্চয়ই পদাতিক দাদাকে পাওয়া যাবে

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

পদ্মপুকুর বলেছেন: এইটাও ভালো প্রস্তাব। আমার ভিসা আছে।

২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ডার্ক ম্যান ভাইয়ের কমেন্টের পরিপেক্ষিতে আসা । হ্যাঁ ইন্ডিয়াতে বা পশ্চিমবঙ্গের যে কোন জায়গায় হলে আমি যে কোন অবস্থায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। আর কলকাতা হলে তো কথাই নেই।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

পদ্মপুকুর বলেছেন:

ভেঙে ফেলো আজ খাকের মমতা আকাশে উঠেছে চাঁদ,
দরিয়ার বুকে দামাল জোয়ার ভাঙছে বালুর বাঁধ,
ছিঁড়ে ফেলে আজ আয়েশি রাতের মখমল-অবসাদ
নতুন পানিতে হাল খুলে দাও, হে মাঝি সিন্দাবাদ!


তবে হোক শুরু শুভেচ্চা সফর বিনিময়ের দাদা। ভালো লাগছে বেশ এই আন্তরিক পরিবেশ।

২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

করুণাধারা বলেছেন: চমৎকার প্রস্তাব। সমর্থন করছি।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ আপনাকে

২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

মা.হাসান বলেছেন: আসলে ব্লগ দিবসটাই হয় কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। কারন ১৫-২০ তারিখের মধ্যে করতে হলে সময় খুব কম। পদাতিক চৌধুরি আসলে বড় ভাল লাগবে।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

পদ্মপুকুর বলেছেন: ২১ তারিখে হবে শুনছিলাম...

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

নজসু বলেছেন:



আমার খুব প্রিয় একজন পদাতিক চৌধুরি।
যদি উনাকে আমন্ত্রণ জানিয়ে আনতে পারেন
তাহলে তো উনাকে প্রাপ্য মর্যাদা দেয়া হবে।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

পদ্মপুকুর বলেছেন: দাদাতো রাজিই, এখন মনে হচ্ছে হোমমিনিস্ট্রিকেও ইনভাইট করতে হবে ;)

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

আরোগ্য বলেছেন: প্রিয় ভাইটিকে আন্তরিক আমন্ত্রণ জানাই।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ স্যার।

২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: ১০০% সহমত।

২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: এবং চমৎকার আইডিয়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ পদ্মপুকুর।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

পদ্মপুকুর বলেছেন: আপনাকেও ধন্যবাদ। যদি ঘটনাটা সত্যি হয়, তাহলে উনার কিছু সুন্দর সুন্দর পোট্রেট ছবি তুলে দিবেন

২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

খায়রুল আহসান বলেছেন: পদাতিক চৌধুরী মাত্র দশ মাসেই এ ব্লগ পাড়ায় নিজেকে একজন খুবই Like-able person হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। কেউ তার ব্লগ পড়ুক বা না পড়ুক, পড়লেও সেখানে মন্তব্য করুক বা নাই করুক, উনি সেসব বিবেচনায় না নিয়ে এই ব্লগের (যতটা সম্ভব) অধিক সংখ্যক ব্লগারের পোস্টে যান, সেগুলো মন দিয়ে পড়ে বিচক্ষণ মন্তব্য করে আসেন এবং ব্লগারদের সাথে মিথস্ক্রিয়ায় নিজের মনোরম ব্যক্তিত্ব দিয়ে খুব সহজেই নিজেকে গ্রহণযোগ্য করে তোলেন। দশ মাসে তার ব্লগ পরিসংখ্যানই বলে দেয় তিনি এ ব্লগে কতটা active and acceptable; পোস্ট করেছেন ৬০টি অর্থাৎ প্রতিমাসে ৬ টি অর্থাৎ গড়ে প্রতি সপ্তাহে একটির সামান্য বেশী, যা আমি মনে করি একজন সক্রিয় ব্লগারের জন্য একটি আদর্শ পরিসংখ্যান। এর বেশী লিখলে পাঠকের কাছে একঘেঁয়েমি মনে হতে পারে, এর চেয়ে বেশী কম লিখলে পাঠক তাকে ধীরে ধীরে ভুলে যেতে পারে। তিনি তার প্রতিটি পোস্টে গড়ে ৫৫টি করে মন্তব্য পেয়েছেন, যা যে কোন ব্লগারের জন্য এক কথায় একটি ঈর্ষণীয় অর্জন, তবে তিনি নিজে যতগুলো মন্তব্য পেয়েছেন, অন্যের লেখায় মন্তব্য করেছেন তার চেয়েও প্রায় দুই তৃতীয়াংশ বেশী। এতেই বোঝা যায় উনি অন্যের লেখা কত বেশী পড়েন এবং মন্তব্য করেন। তবে শুধু সংখ্যাটাই এখানে বিবেচ্য নয়, ওনার লেখার এবং মন্তব্যের গুণগত মানও বেশ উন্নত।
একজন গুণীজনকে সম্মান জানানোর জন্য আপনার এ প্রস্তাবনা আমার ভাল লেগেছে। এটা যদি বাস্তবায়ন করা গেলে খুবই ভাল হয়। তবে অনেকের সাথে আমিও একমত যে দৃশ্যমান মিথস্ক্রিয়ার চেয়ে ভার্চুয়াল মিথস্ক্রিয়া অনেক বেশী সহজ ও স্বস্তিদায়ক।
কাওসার চৌধুরী কে তার সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

পদ্মপুকুর বলেছেন: আপনার মন্তব্যে ৫টি লাইক দেখে বুঝতে পারছি আপনি কি পরিমাণ জনপ্রিয় এই ব্লগে। কারো মন্তব্যে ১-২টার বেশি লাইক হয়, সেটাই জানা ছিলো না। অবশ্য উপরে গিয়ে দেখলাম কাউসার চৌধুরীর সাথে আপনার হাড্ডাহাড্ডি কম্পিটিশন চলছে.... আপনাদের দুজনের জন্য এই ভালোবাসাটা ব্লগের প্রতি আপনাদের নিষ্ঠা আর গ্রহণযোগ্যতাকেই প্রমাণ করে। ব্যাপারটা স্বাস্থ্যকর নিশ্চয়।

যাক, অনেকদিন পর পোস্ট দিলাম, সেখানে আপনার উপস্থিতিতে আমি আনন্দিত। আপনারা যারা এখানে বেশি ক্রিয়াশীল, তাঁরা যদি উনাকে আনার পদক্ষেপটা নেন, তাহলে সত্যিই একটা ভালো ব্যাপার হবে। আমি নিশ্চয় সংযুক্ত থাকবো। কয়েকজন সন্দেহ প্রকাশ করেছেন যে এত কম সময়ের ভেতরে চাইলেও এটা করা সম্ভব কি না। আমার মনে হয়, আপনারা যদি দ্রুত একটা সিদ্ধান্ত দেন, তাহলে সম্ভব।

ধন্যবাদ, ভালো থাকবেন।

২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮

রাকু হাসান বলেছেন:


প্রথমে অভিনন্দন এমন পোস্ট করা এবং পদাতিক ভাইকে আমন্ত্রণ জানানোর জন্য । হাহাহাহা পদাতিক ভাইয়ার রসাত্নক মন্তব্যে হাসলাম । বিষয়টা আমিও প্রথমে বুঝছিলাম না ,পরে হাবিব ভাইয়ের মন্তব্যে বুঝতে পারলাম । এবং আপনি যা ভেবে ছিলেন তাই মনে করেছিলাম । খুব সুন্দর মন্তব্য রেখেছেন শ্রদ্ধাভাজন কাওসার ভাইয়া, শেষে শ্রদ্ধেয় খাইরুল স্যারের মন্তব্যই যেন পদাতিক ভাইয়ার প্রতি আমার মনের কথা ।
আমাকে কেউ যদি বলে নতুনদের মধ্যে ,কাকে অনুসরণ ,অনুকরণ করবে ব্লগীয় যাত্রায় তখন একটি কথাই বলবো পদাতিক ভাইয়ার মতো ব্লগারদের কর্মকাণ্ড অনুসরণ করতে । ব্লগের প্রতি এত ভালোবাসা খুব মুগ্ধ করে আমাকে । আপনার পোস্টও সে সবেরই উল্লেখ । ডার্কম্যানে মন্তব্যে একটু বলতে চাই .ভারতে ট্যুর দিলে নিশ্চয় পদাতিক ভাইয়া সেখানে আমাদের সাথে যোগ হবেন । এবং ভালোও হবে আমাদের জন্য । ভালো সময়ও কাটবে কিন্তু ট্যুরে অনেকেই যেতে পারবে না ,সংখ্যাটা খুব কম হবে । কিছু ব্লগার দায়িত্ব নিয়ে কার্যকর করা উচিত । তা না হলে পোস্ট আর কমেন্ট করতে করতেই দেখা যাবে আগ্রহবোধ কমে যাবে । অনেক ভালোবাসা ও শ্রদ্ধা আপনার প্রতি আমার । শুভকামনা রইলো ।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

পদ্মপুকুর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
এ সময়ে যারা ব্লগে তর্কাতীতভাবে গ্রহণযোগ্য, তাঁদের মধ্যে পদাতিক চৌধুরী অন্যতম। সবার মন্তব্যে সেটাই বোঝা যাচ্ছে। আসলেই অনুকরণীয় একজন। এখন উনাকে আনতে পারলে বিষয়টা দুর্দান্তই হবে বলে মনে হচ্ছে।

একদিক দিয়ে ব্যাপারটা এমন যে, যখন বাইরের দেশ থেকে কোনো হিরো-হিরোইন আসেন, উনারা এখানকার হিরো হিরোইনের সাথেই ইন্টারাক্ট করেন, কোনো কবি-সাহিত্যিক বা গায়ক-খেলোয়াড় আসলে এখানকার কবি-সাহিত্যিক-গায়ক-খেলোয়াড়ের সাথেই যোগাযোগ করেন, তেমনি, বাংলা ব্লগের একজন ভিনদেশি ব্লগার আসলে আমাদের সাথেই যুক্ত হবেন....

২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

সোহানী বলেছেন: চমৎকার প্রস্তাব। সাথে আছি সবসময়ই।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

পদ্মপুকুর বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

নীল আকাশ বলেছেন: কাওসার চৌধুরী বলেছেন: বাহ! চমৎকার প্রস্তাব। পদাতিক চৌধুরী শুধু একজন ভাল লেখক/ব্লগার নয়; তিনি একজন সজ্জন মানুষ। উনার কমেন্ট আর কমেন্টের প্রতি উত্তর দেখলেই তা সহজে বুঝা যায়। তিনি সামুর নতুন নক্ষত্র। সবার অতি আপনজন। ব্লগ দিবসে প্রিয় 'পদাতিক ভাইকে' আমন্ত্রণ জানালে দারুন একটি ব্যাপার হবে। এতে দুই বাংলার আত্মার সম্পর্কটা আরো সুদৃঢ় হবে। পদাতিক ভাই আশা করি সম্মত হবেন এমন আয়োজনে। আমি উনার সম্মানে এ যাত্রাটাকে সানন্দে স্পনসরের প্রস্তাবে একমত।
কাওসার ভাইয়ের প্রস্তাবে ১০০% রাজি। দাদা আমার খুবই পছন্দের একজন মানুষ। এজন্য কি সাহায্য লাগবে বলুন আমাকে........
চমৎকার এই প্রস্তাব দেয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনার প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা আর শুভ কামনা রইলো ।

৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

মাহের ইসলাম বলেছেন: প্রস্তাবটিকে শতভাগ সমরথন করছি।

বই মেলাকে সামনে রেখে পদাতিক দাদাকে আমন্ত্রন জানানো যেতে পারে।

৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

হাসান রাজু বলেছেন: চমৎকার প্রস্তাবনা। মনে হয়না কারো দ্বিমত থাকতে পারে। আমার সমর্থন জানবেন।

৩৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



জ্বী ভাই আমিও তাকে চাই ।

আশা করি বিষয়টি বিবেচনা করে দেখবেন আমাদের প্রিয় পদাতিক ভাই ।

৩৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: সাথে আছি.......

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভায়া,


ব্লগ দিবস চলে গেছে, প্লান এখন পরিস্কার।

ডার্ক ম্যান বলেছেন: "ব্লগারদের নিয়ে ভারতে একটা ট্যুর আয়োজন করুন। সেখানে নিশ্চয়ই পদাতিক দাদাকে পাওয়া যাবে"


লেখক বলেছেন: ”এইটাও ভালো প্রস্তাব। আমার ভিসা আছে।"


পদাতিক চৌধুরি বলেছেন: "প্রিয় ডার্ক ম্যান ভাইয়ের কমেন্টের পরিপেক্ষিতে আসা । হ্যাঁ ইন্ডিয়াতে বা পশ্চিমবঙ্গের যে কোন জায়গায় হলে আমি যে কোন অবস্থায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। আর কলকাতা হলে তো কথাই নেই।"


লেখক বলেছেন: 
"ভেঙে ফেলো আজ খাকের মমতা আকাশে উঠেছে চাঁদ,
দরিয়ার বুকে দামাল জোয়ার ভাঙছে বালুর বাঁধ,
ছিঁড়ে ফেলে আজ আয়েশি রাতের মখমল-অবসাদ
নতুন পানিতে হাল খুলে দাও, হে মাঝি সিন্দাবাদ!"




;)

;)

;)

৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯

পদ্মপুকুর বলেছেন: ????

৩৭| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরেকটা ব্লগ ডে চলে আসছে !! সামু মুক্ত উপলক্ষে কি আলাদা কিছু হতে পারে না ?

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২

পদ্মপুকুর বলেছেন: সৌরভ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে....
একটা ভিড্যু দেখলাম, বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর মোটরকেড যাচ্ছে, আর রাস্তায় ছাত্রলীগ শ্লোগান দিচ্ছে 'ঝড়-বৃষ্টি-আধার রাতে, আমরা আছি রাজপথে'....

৩৮| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮

নতুন নকিব বলেছেন:



পদাতিক চৌধুরি ভাই আমাদের সকলেরই কাছের মানুষ। প্রত্যেককেই দেখেছি, হৃদ্যতা দিয়ে বরণ করে নেয়ার দারুন একটি সম্মোহনি শক্তি রয়েছে তার। তার ব্যক্তিগত এবং পারিবারিক সকল দিক ম্যানেজ করে, সময় সুযোগ বের করে তিনি যদি বাংলাদেশে আসার কষ্ট স্বীকার করতে রাজি হন, তাকে আগাম স্বাগত।

এমন একজন সুন্দর এই প্রস্তাবনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পোস্টে +++

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১০

পদ্মপুকুর বলেছেন: এই প্রস্তাবনা গত বছরের ব্লগদবিস উপলক্ষে ছিলো নকিব ভাই। আরেকটা ব্লগদিবস দোরগোড়ায়, আপনি হয়তো এ বছরের জন্য মনে করেছেন। যাই হোক, এবারও হতে পারে, আমরা চাইলে।

৩৯| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি একটা প্রস্তাবনা রেখেছি।
আরেকটা ব্লগ ডে চলে আসছে !! সামু মুক্ত উপলক্ষে কি আলাদা কিছু হতে পারে না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.