নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদ্দেশ্য রাখিও সৎ, চেষ্টা রাখিও মহৎ। এগিয়ে যাও..............

ভালো লাগে নীল আকাশ,পূর্ণিমার চাঁদ । ভালো লাগে বন্ধু আর বন্ধুত্বের হাত ।।

টুন্টু কুমার নাথ

আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে দুবাই য়ে আছি।সবাই আমার জন্য আর্শীবাদ করবেন ।

টুন্টু কুমার নাথ › বিস্তারিত পোস্টঃ

মোশারফ করিম'' একজন ভাল অভিনেতা,আর নাটকের স্বার্থে অভিনেতা-অভিনেত্রীদের কত কথাই না বলতে হয়অ

১৫ ই মে, ২০১৪ রাত ১০:১১

নাটক হচ্ছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আমিও একজন প্রবাসী । মাইক নাটকটি দেখে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দ পেয়েছিলাম যা বলার অপেক্ষা রাখে না। "প্রতিটি ক্রিয়ারই একটি পার্শ্ব প্রতিক্রিয়া্ আছে । সৌদি প্রবাসি ভাইদের বলছি যারা নাট্যশিল্পী আছেন তারা আমাদের মনকে আনন্দ দেওয়ার প্রয়োজনেই বিভিন্ন সংলাপ বলতে হয়। আর মাইক নাটক থেকে শুধু ঐ সংলাপটি বাদ দিয়ে বাকি মজাগুলো নেওয়ার চেষ্টা করেন।আর বড় ভাইয়ের মৃত্যুর পর ভাবীকে যথাযথ মর্যাদায় নিজের পত্নী করাটাও একটা শিক্ষনীয় ব্যাপার। আর সাধারণ একটা সংলাপ নিয়ে এত চেঁচামেচি না করে ওনাদের কে ওনাদের মত থাকতে দেন।

আর একটা কথা আমরা এত্ত ভাল হলে বিশ্ববাজারে আমাদের এত দুর্নাম কেন?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৩৯

মোঃমোজাম হক বলেছেন: একটা গোষ্টি নিয়ে গাল দিলে গায়ে লাগবেই।

আপনাকে নাটকে যদি মালাউনের পোলা বলা হতো সেটা কি ভাল লাগতো?

২| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৫৬

একজন ঘূণপোকা বলেছেন:

প্রথম মন্তব্যে প্লাস।


ছোট থেকে প্রতিবাদ হয়েছে, জিনিসটা আর বাড়বে না। না হলে এক সময় এটা মাত্রা ছাড়িয়ে যেতো।

আরেকটা কথা মোশারফ অনেক জনপ্রিয় অভিনেতা, সমাজের উপর তার অভিনয়ের একটা প্রভাব আছে। সো ভাঁড়ামি করা তার পক্ষে সাজে না।

:)

৩| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:২৮

“অন্ধ নিরাঙ্গম” বলেছেন: আর একটা কথা আমরা এত্ত ভাল হলে বিশ্ববাজারে আমাদের এত দুর্নাম কেন? X(( X(( X((

৪| ১৬ ই মে, ২০১৪ রাত ১:২৪

ভুয়া প্রেমিক বলেছেন: মোঃমোজাম হক বলেছেন: একটা গোষ্টি নিয়ে গাল দিলে গায়ে লাগবেই।

আপনাকে নাটকে যদি মালাউনের পোলা বলা হতো সেটা কি ভাল লাগতো?

৫| ১৬ ই মে, ২০১৪ রাত ১:৩৬

জেনারেশন সুপারস্টার বলেছেন: এটায় আসল কথা "আর একটা কথা আমরা এত্ত ভাল হলে বিশ্ববাজারে আমাদের এত দুর্নাম কেন?"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.