![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে দুবাই য়ে আছি।সবাই আমার জন্য আর্শীবাদ করবেন ।
আমরা নিজেরা নিজেদেরকে অপমান করতে ছাড়ি না।
১৫ ই মে, ২০১৪ রাত ১০:৩৮
টুন্টু কুমার নাথ বলেছেন: সে সৌদি প্রবাসিদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছে।
২| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:৫১
রিফাত ২০১০ বলেছেন: মোশারফ করিমের দোষ কি ? আসল দোষ তো এ টি এন বাংলার ও ঐ নাটকের প্রযোজক এবং পরিচালকের।
যাই হোক মিডল ইস্টের প্রবাসী বাঙ্গালিরা দেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম। দেশের জন্য তারা যে অমানবিক কষ্ট করে সে কষ্টকে সম্মান করে তাদের অপমান হয় এরকম কোন নাটক টেলিভিশনে প্রচার করা উচিৎ না ।
৩| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:২৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি হয়েছে?
৪| ১৬ ই মে, ২০১৪ রাত ১:০৩
আমি ব্লগার হইছি! বলেছেন: লে হালুয়া !
৫| ১৬ ই মে, ২০১৪ রাত ১:২১
ভুয়া প্রেমিক বলেছেন: ্বাংগালী চামচামি করবে ভারতীয় দাদাগিরির, সিদ্ধু পাজির, স্টার জলসা দেখবে, অথচ যাদের রক্ত পানি করা টাকায় দেশ খুড়িয়ে খুড়িয়ে এগিয়ে চলে তাদের অপমান করবে, আনস্মার্ট সাজাবে।
নিজেদের মানুষদের অপমান করে বিদেশীদের প্রতি ভৃত্যসুলভ আচরন বাংগালীর আজন্ম স্বভাব
৬| ১৬ ই মে, ২০১৪ রাত ২:৫৫
অরণ্যতা বলেছেন: নিজেদের মানুষদের অপমান করে বিদেশীদের প্রতি ভৃত্যসুলভ আচরন বাংগালীর আজন্ম স্বভাব
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৪ রাত ১০:৩২
হাসান মাহবুব বলেছেন: কী করেছে সে?