নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছা মানব, দানবদের ধ্বংস করি

পলাতক মুর্গ

পলাতক মুর্গ › বিস্তারিত পোস্টঃ

ইন্দোনেশীয় উপকূলে ৫০ ফুট লম্বা দানব

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩

ইন্দোনেশীয় উপকূলে শত শত মানুষের কৌতুহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক অজানা ‘দানবের’ মরদেহ। সাগরের কূলের কাছে ভাসছে অজ্ঞাত একটি প্রাণীর লাশ। প্রায় ৫০ ফুট লম্বা দানবাকৃতি এই লাশটি কোন প্রাণীর তা অনুমান করতে পারছে না কেউ। ইউটিউব এবং ফেসবুকে এই মরদেহের ছবি প্রকাশ হলে সাড়া পড়ে যায়। এটি দেখার জন্য অগণিত মানুষ সেখানে যাচ্ছে। অনেকে পানিতে নেমে একেবারে কাছে গিয়েও দেখার চেষ্টা করছে জিনিসটা কি। কিন্তু এখনো পর্যন্ত কেউ কিনারা করতে পারেনি। তিমির চেয়েও আকারে বড় এই প্রাণীটির গোটা দেহ লম্বা লোমে ঢাকা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

শুভকামনা রইল।
শুভব্লগিং।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: শেষবার দেখেছিলাম বায়াত্তর ফিট দুৃজন মানুষের কঙ্কাল পাওয়া গিয়াছে। বহু ধর্মান্ধ ইহা লইয়া নাচানাচি লাগাইয়া দিয়াছিলেন। শেষমেষ ফটোশপ এডিট বের হইলো।
আপনার সেই দানবটির ছবিও একটি এডিট। কয়েকবছর আগে একটা সাধারণ প্রাণী সমুদ্রে পঁচে ডাঙ্গায় ঠেকে। আকার বেশী ছিলো না অবশ্য। প্রাণীটি আসলে একটা সাধারণ শ্লথ। পানিতে এ অবস্থা হয়। ওটাকেই একটু এডিট করে বসিয়ে দেয়া এবার।
এগুলো ট্যুরিষ্ট আকর্ষণ বৃদ্ধি করার একটা বুদ্ধি। মাথা খাটাতে শিখুন।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই তো আজব তাহলে!! দারুণ খবর শুনাইলেন ভাই!!

শুভকামনা আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.