নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছা মানব, দানবদের ধ্বংস করি

পলাতক মুর্গ

পলাতক মুর্গ › বিস্তারিত পোস্টঃ

একটি নিউইয়র্কের গল্প

১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১২

ভাগ্যের চাকা ঘোরাতে স্বামী রতন চৌধুরী ও স্ত্রী সুজাতা চৌধুরী সন্তানসহ এসেছিলেন স্বপ্নের দেশ আমেরিকায়। ভালোই চলছিল তাঁদের সংসার। স্বামী-স্ত্রী কাজ করেন, দুই সন্তান স্কুলে যায়। করোনার বিপদসংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী ছুটি নিয়ে বাড়ি ঢুকলেন। সন্তানরাও বাড়িতে। সুজাতা চৌধুরী নিজের অজান্তেই ভাইরাস নিয়ে বাড়ি এলেন কর্মস্থল থেকে। স্ত্রী মারাত্মক অসুস্থ হওয়ার আগে স্বামী অসুস্থ হয়ে পড়লেন। দুই সন্তানও আক্রান্ত হলো ভাইরাসে। হাসপাতালে জায়গা না পাওয়ায় বাড়িতেই চিকিৎসা চলছিল। ডাক্তারের নির্দেশনায় তিন বেডরুমের বাড়িতে স্বামী-সন্তানদের আলাদা রুমগুলো ছেড়ে দিয়ে সুজাতা নিজে জায়গা করে নিলেন ড্রইং রুমে। মধ্যরাতে রুমে রুমে গিয়ে চেক করেন, কে কেমন আছে। ১১ এপ্রিল ভোরে স্বামীর রুমে ওষুধ দেওয়ার জন্য ঢুকে কোনো সাড়া পেলেন না স্ত্রী। যা বোঝার বুঝে নিলেন তিনি। বাইরে থেকে রুমের দরজা বন্ধ করে দিয়ে সন্তানদের ডেকে তুললেন। সন্তানদের বললেন সবকিছু।

সুজাতা নিজেই ৯১১ নম্বরে কল করলেন। উত্তর পেলেন তাদের আসতে দেরি হবে। সারা দিন তিনজন অসুস্থ মানুষ বসে রইলেন তাঁদের অতি প্রিয়জনের মৃতদেহ নিয়ে। বিকেল চারটায় তিনজন স্যোসাল ওয়ার্কার এলেন। সঙ্গে এল না মর্গের গাড়ি বা কোনো সরঞ্জাম। তাঁরা জানালেন, তাঁদের অসহায়ত্বের কথা। সরঞ্জামের ঘাটতি আছে। মর্গ বা অস্থায়ী ট্রেলারের মর্গে আছে জায়গার অভাব। কিছু মৃতদেহ মাটিচাপা দেওয়ার পর মর্গ কিছুটা খালি হলে তাঁরা নিয়ে যাবে মৃতদেহ।

প্লাস্টিকের ডাবল বডি ব্যাগে রতন চৌধুরীর দেহ ভরা হলো। স্ট্রেচারে বেঁধে স্প্রে করে রুমেই রেখে বন্ধ দরজায় 'নো এন্ট্রি' সাইন ঝুলিয়ে চলে গেলেন তিন স্যোসাল ওয়ার্কার। এক রুমে প্রিয় স্বামীর মৃতদেহ, আর অন্য রুমে একই রোগে আক্রান্ত তিনজন মানুষ বসে আছেন।
--------------------
এটাই শিক্ষা। পৃথিবীর অন্যতম সফিস্টিকেটেড চিকিৎসা ব্যবস্থা। মজবুত অর্থনীতি, উন্নত জীবনের আশায় জীবনের পরম আকাঙ্ক্ষার ধন ইউএস ভিসা প্রাপ্তি। অথচ মৃত্যু কত সাদামাটা, স্বাভাবিক। যেনো অজপাড়াগায়ের মৃত্যু। রোগী বহন করার গাড়ি নেই, কাছে কোনও হাসপাতাল নেই।
কোথাও কেউ, কোনও কিছু নেই।
অসহায় আত্মসমর্পণ।

@আবদুল হাই

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জলে, স্থলে, আকাশে, পাহাড়ে
উন্নত, অনউন্নত, ধনী-গরীব,
শিক্ষিত অশিক্ষিত সবা্ইকে
মৃত্যুর স্বাদ গ্রহণ কতেই হবে।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৩

পলাতক মুর্গ বলেছেন: মানুষের জীবন আসলে মনে হয় খুবই অনিশ্চিত। কখন কার ডাক এসে যায়........

২| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: প্রচন্ড দঃখজনক।

১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪

পলাতক মুর্গ বলেছেন: কঠিন বাস্তবতা

৩| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: :(( কিছুই বলার নাই, এমনকি সমবেদনা ই বা কীভাবে জানাবো, ভাষা পাচ্ছি না খুঁজে

৪| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৮

পলাতক মুর্গ বলেছেন: :(

৫| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৫

নেওয়াজ আলি বলেছেন: দোয়া। :((

৬| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: হায়রে এমেরিকান ড্রিম!!!

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:৫৫

পলাতক মুর্গ বলেছেন: এমেরিকান ড্রিম এভাবে শেষ হয়ে যাওয়াটা কষ্টের।

৭| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
অনুরুপ এক আমেরিকান প্রবাসি প্রায়ই বাংলাদেশকে নিয়ে গালাগালি করতো।
বলতো বেজন্মাদের দেশ! বালের সিষ্টেম! উনিও করোনাক্রান্ত হয়ে হাসপাতালে গেলে মারা যাওয়ার আগে তার আর কোন খোজ পাওয়া যায় নি। তখনও নিউইয়র্কে করোনার প্রকপ তত বেশি নয়।

এই সব ঘটনা বাংলাদেশে হলে বলতো - মন্ত্রী কোথায়, .. হাসিনা কোথায়? দেশটা ধ্বংশ করে ছাড়লো ...
কিন্তু এখানে কেউ বালের সিষ্টেম বলার সাহস হয় না।

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:৫৪

পলাতক মুর্গ বলেছেন: নিজের দেশের সমালোচনা অনেক লোকই করে, কেউ হয়তো দেশের জন্য লড়াই করতে গিয়ে স্বজাতির অসহযোগিতা এবং শত্রুতার কারনে করে, আবার কেউ নিজের স্বার্থ উদ্ধার করতে না পারার কারনে বলে। তবে আমেরিকা প্রবাসি এই টাইপের লোক ২য় ক্যাটাগরি হওয়ার সম্ভবনা বেশি।

৮| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২১

Rajibrpsoft বলেছেন: মৃত্যু ....কার কোথায় কিভাবে হবে এটা যদি মানুষ জানতো শেষ বিদায় বেলায় প্রিয় মানুষ গুলোর কপালে চুমু খেয়ে বলত বিদায়।

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:৫৬

পলাতক মুর্গ বলেছেন: মৃত্যুর ২ টা বিষয় খুব ভয়ংকর
১) মৃত্যু হবে
২) কখন হবে কেউ জানে না

৯| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:


প্রবাসী বাংগালীদের কষ্টের সময়ের সংবাদকে গল্পে পরিণত করার সময় এখনো হয়নি, ওকে, মগজহীন ব্লগার!

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:৪৮

পলাতক মুর্গ বলেছেন: আপনার তো মনে হয় চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরাটাই মগজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.