নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছা মানব, দানবদের ধ্বংস করি

পলাতক মুর্গ

পলাতক মুর্গ › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তি ভাইরাস ছড়ায়না

১৩ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩০



১। আজকের দিন পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে , মৃত ব্যক্তির কাছ হতে অন্য কোন ব্যক্তির দেহে ভাইরাসটি ছড়িয়েছে

২। মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী জানাজা,দাফন বা সৎকার করা যাবে

৩। মৃতদেহ পরিবহনের জন্য আলাদা বিশেষ কোন পরিবহনের দরকার নেই

৪। মৃতদেহের গায়ে কোন প্রকার ক্যামিকেল ছিটানোর ও দরকার নেই

৫। মৃতদেহ যিনি গোসল করবেন তিনি একটি মাস্ক, একজোড়া গ্লাভস এবং একটি ডিসপোজেবল গাউন পরিধান করবেন

৬। মৃতদেহের কাছে যেতে পারবেন তবে স্পর্শ করা যাবেনা আর যদি কোন কারণে টচ্ হয়ে যায় তাহলে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন

৭। কবর দেওয়ার ক্ষেত্রেও বিশেষ কোন সতর্কতা নেই

আসুন মৃতব্যক্তিদের সম্মান দিই। আতংকিত না হই। করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছেন তারাতো আমাদেরই কেউ।
শেষ বিদায়টুকু সম্মানের সাথে নির্বিগ্নে দিন।

রেফারেন্স: ২৪ মার্চ ২০২০ বিশ্ব স্বাস্থ্য থেকে প্রকাশিত Infection Prevention and Control for the safe management of a dead body in the context of COVID-19

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
দলবেধে লুকিয়ে জামাতে নামাজ পরতে পারে কিন্তু জানাজা দিতে মরনের ভয়।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৩

পলাতক মুর্গ বলেছেন: বিভিন্ন এলাকার কিছু সাহসি লোকজন অবশ্য জানাজা দাফন কাফনের জন্য স্বেচ্ছাসেবীর ভুমিকায় নেমেছে।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৫

একাল-সেকাল বলেছেন: মৃত ব্যক্তি হাঁচি কাশি দেয়না। তাই জীবাণু ও ত্যাগ করেনা।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৩

পলাতক মুর্গ বলেছেন: তবে লাশ স্পর্শ করার ব্যপারে সতর্কতা আছে।

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৪

নেওয়াজ আলি বলেছেন: গ্রামে ঠিকভাবে করোনা পরীক্ষা করা হচ্ছে না

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৫

পলাতক মুর্গ বলেছেন: শহরেও তো মনেহয় ঠিকভাবে পরীক্ষা হচ্ছে না। গরীব দেশের সরকারের অনেক সীমাবদ্ধতা থাকে, আর আমরা হলাম বংগবন্ধুর ভাষায় "চোরের খনি"।

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯

সুপারডুপার বলেছেন: দেশের মানুষরা আজব প্রকৃতির। বেঁচে থাকতে সর্দি, কাশি, হাঁচি থেকে সোশ্যাল ডিস্ট্যান্সের ধার ধারে না, কিন্তু মরে গেলে অতি বেশি মাত্রায় সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলে অথচ মৃত মানুষ কোনো হাঁচি কাশি দেয় না।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৫

পলাতক মুর্গ বলেছেন: সহমত

৫| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: এযুগের বাঙ্গালীরা নিষ্ঠুর ও হৃদয়হীন।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৬

পলাতক মুর্গ বলেছেন: সবাই না, তবে অনেকেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.