নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছা মানব, দানবদের ধ্বংস করি

পলাতক মুর্গ

পলাতক মুর্গ › বিস্তারিত পোস্টঃ

সিপিডির নগদ প্রস্তাব এবং ম্যাংগো পাবলিকের করোনোত্তর (post corona era) চিন্তা

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৫

২ কোটি পরিবারকে ৩০ হাজার কোটি টাকা নগদ প্রণোদনার প্রস্তাব সিপিডির
--------------------------------------------------------------------

১) নগদ টাকা দিলে সেই টাকা কার হাতে যাবে এবং কিভাবে খরচ হবে - এই বিষয়ে কিছু অনিশ্চয়তা আছে। দেখাগেল পরিবারের কর্তা গান্জাখোর, টাকা পেয়ে গান্জা খেয়ে নষ্ট করবে, বাচ্চারা না খেয়ে থাকবে। এর থেকে নগদ রেশন দেয়া যেতে পারে, ফলে গান্জা খাওয়ার চান্স কম থাকবে।
২) নগদ টাকা বিতরণের খবর শুনে আমাদের সুযোগ সন্ধানী ব্যবসায়িরা খাবারের দাম বাড়িয়ে দিতে পারে, ফলে নগদ টাকার অধিকাংশ সুবিধা ভোগী হয়ে যাবে ব্যবসায়ি সিন্ডিকেট। রেশন দিলে বাজারে খাবারের চাহিদা কমে যাবে, ফলে আলগা দাম কমবে এবং ওভারঅল মানুষ উপকৃত হবে।
৩) ফ্রি-চিকিৎসা সেবা এবং ঔষধের আওতা অনেক বৃদ্ধি করা যেতে পারে, এতে গলাকাটা ক্লিনিকের দৌরাত্ম কমবে।
৪) নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম রেখে বিলাস দ্রব্যের উপর অতিরিক্ত ট্যাক্স বসানো যেতে পারে (বিড়ি এবং পাগলা পানি খোরদের দুঃসময় আরম্ভ হবে)
৫) লঘু অপরাধের শাস্তি হিসাবে সামাজিক সার্ভিস বাধ্যতা মূলক করা যেতে পারে, এতে খুচরা অপরাধ এবং আইন না মানার প্রবনতা কমবে। সুফল পারে সবাই।
৬) পরিক্ষা বিহীন শিক্ষা পদ্ধতি চালু করা যেতে পারে। এতে স্কুলের চিটাররা.... থুক্কু টিচাররা প্রাইভেট টিউশনির নামে গলা কাটার সুযোগ পাবে না।
৭) প্রত্যেক বাড়ির ছাদে এবং পতিত জমিতে ফসল+ শাক সবজী + ফল/ফুল উৎপাদন বাধ্যতামূলক করা যেতে পারে।

এবং

৮) চাঁদগাজী সাহেবকে আহবায়ক করে PCESRC (পোষ্ট করোনা ইকনমিক এন্ড সোস্যাল রিফর্ম কমিটি) গঠন করা যেতে পারে, এতে দেশ ও জাতির দুইটা লাভ হবে:
ক) চাঁদগাজী সাহেবের যেসব আইডিয়া এতদিন ব্লগের পাতায় পাতায় বন্দি ছিল, ব্লগবাসি... থুক্কু দেশবাসি তার বাস্তবায়ন দেখতে পারবে
খ) চাঁদগাজী সাহেব আসলে কি জিনিস তা সামুর বাইরেও দেশের সবাই...........হে হে হে...

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৬

পলাতক মুর্গ বলেছেন: ভয়ে আছি ভাউ, চাঁদগাজী সাহেব আবার কি কান্ড করে ... :|

২| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২০

নেওয়াজ আলি বলেছেন:
আপনার প্রস্তাব মানলে আমরা নগদ এবং বাকী কিছুই পাবো না এইটা সিউর। :-P

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৪

পলাতক মুর্গ বলেছেন: কথা সত্য, আসলে অধিকাংশই লুট হয়ে যাবে। আমরা মানুষ খারাপ।

৩| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১:৫৪

রাজীব নুর বলেছেন: চাঁদগাজীকে আবার ডেকে আনলেন কেন??

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৪

পলাতক মুর্গ বলেছেন: চাঁদগাজীকে ডাকা নিষেধ নাকি?

৪| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৩:২০

চাঁদগাজী বলেছেন:


কোন কলকারখানা পোড়েনি, ভুমিকম্পে ধ্বংস হয়নি, প্রোডাকশান বন্ধ আছে; ওদেরকে ১ পয়সা দেয়াটা অন্যায় হবে; মানুষের খাদ্য, টিকা, জ্বালানী তেল ও চাষাবাদের জন্য ক্যাশ ধরে রাখার দরকার।

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৮

পলাতক মুর্গ বলেছেন: কাদের কথা বললেন? আর ক্যাশ কোথায় ধরে রাখবেন?

৫| ২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১০০ কোটি থেকে ১০০০ কোটি টাকার মালিক ব্যবসায়ীর সংখ্যা কয়েক হাজার হবে। তারা সেই টাকা ব্যবসাতে খাটাতে চাচ্ছে না কেন? কোথায় রেখেছে সেই টাকা? হাজার হাজার একর জমি কিনে ফেলে রেখেছে অথবা বিদেশে পাঠিয়ে দিয়েছে। অনেকে এফ ডি আর করে রেখেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.