নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছা মানব, দানবদের ধ্বংস করি

পলাতক মুর্গ

পলাতক মুর্গ › বিস্তারিত পোস্টঃ

লে হালুয়া

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১৬

আইইডিসিআর’র ৪ কর্মী করোনা আক্রান্ত, ‘সব কর্মকর্তা কোয়ারেন্টিনে’

রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এই চারজনই ল্যাব টেকনোলজিস্ট। এ তথ্য মানবজমিনকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আলমগীর। তিনি জানান, চারজনের করোনা ধরা পড়ার পর অন্যদের পরীক্ষা করা হয়েছে। আর কারও ধরা পড়েনি। তবে আমরা সবাই সেলফ কোয়ারেন্টিনে আছি। অন্য ভবন থেকে কাজ চালিয়ে নিচ্ছি। আক্রান্ত চারজনকে মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দেশের করোনা আক্রান্ত রোগীদের নমুনা শুরুতে শুধু আইইডিসিআরেই পরীক্ষা হতো। শুরুর দিকে অনেকে সশরীরে হাজির হয়ে সেখানে নমুনা দিয়ে যান। পরে অবশ্য সারা দেশে পরীক্ষাগার স্থাপন করা হয়েছে।

@মানব জমিন

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: মানব জমিন পড়ে অস্থির হওয়ার কিছু নাই।

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৭

পলাতক মুর্গ বলেছেন: অস্থির লাগতেছে নাকি আপনার?

২| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৬

নেওয়াজ আলি বলেছেন: তবুও মানুষ বুঝতেছে না ঘরে থাকলে ভালো হয়।

৩| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩০

সুপারডুপার বলেছেন: এটা ঠিক হলে কর্মকর্তাদের অদক্ষতায় প্রমান করে। করোনা ভাইরাস কিভাবে হ্যান্ডেল করতে হয়, এটা সঠিক ভাবে না জেনে ল্যাব টেকনোলজিষ্টের টেস্টিংয়ে যাওয়া উচিত না। ল্যাব টেকনোলজিষ্টেদের ভালো ট্রেনিংয়ের প্রয়োজন।

সবাই কোয়ারেন্টিনে গেলে ল্যাব টেকনোলজিষ্টের শূন্যতা তৈরী হতে পারে। তখন দেশে টেস্টের দায়িত্ব ইন্ডিয়া চায়নাকে দেওয়া লাগতে পারে।

৪| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অস্থির লাগতেছে নাকি আপনার?

না ইস্থির না। কিছুটা চিন্তায় আছি।

৫| ১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শরিষার মাঝেই ভূত
নাকি ভূতের ভিতর শরিষা !!

১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৮

পলাতক মুর্গ বলেছেন: আই ই সি ডি আর এর যদি এই অবস্থা হয়.............আল্লাহ ভরসা।

৬| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০২

সাইন বোর্ড বলেছেন: এতে করে অবশ্য ওদের কিছুদিন নিরাপদে থাকার সুযোগ হলো, তবু সবাই সুস্থ্য থাকুক ।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৪

পলাতক মুর্গ বলেছেন: সেই হিসাবে একদিক দিয়ে ভালই

৭| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৮

মা.হাসান বলেছেন: ফোলোরা আপা নাকি সেল্ফ আইসোলেশন এ। এখন জাতির কি হইবে?

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৩

পলাতক মুর্গ বলেছেন: কন কি ! :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.