| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালোজিরা মধু
করোনা মারার জাদু ।
গরম জলে লেবু
কোভিট হবে কাবু।
কাঁচা রসুন খেলে
ভাইরাস যাবে চলে।
নিম পাতার চা
গরম গরম খা।
সব ওষুধের দাদা
নামটি তার আদা।
তুলসিপাতা মেথি
বিশ্বজোড়া খ্যাতি ।
লবঙ্গ তেজপাতা
ফুসফুস হলে ব্যথা।
এলাচি দারচিনি
খাবে প্রতিদিনই।
বাষ্প পানির ভাপ
শুকনো কাশি মাফ।
করলে বেশি দান
শান্তি পাবে প্রাণ।
By. Dr.Zahirul Islam
২|
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: আমি মনে করেছিলাম এটা যাদুশিল্পী জুয়েল আইচ লিখেছেন।
৩|
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৬
নেওয়াজ আলি বলেছেন: Good
৪|
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭
চির চেনা বলেছেন: ইমিউন সিস্টেম বৃদ্ধির জন্য এগুলো পরীক্ষিত । যদিও এটাকে প্রভেন চিকিৎসা বলে নি। তবে এটা কার্যকরী প্রতিরোধক ।
ধন্যবাদ।
৫|
২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:২৩
জাফরুল মবীন বলেছেন: হা হা হা... ছন্দায়িত হার্বাল প্রেসক্রিপসন!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Okay