নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছা মানব, দানবদের ধ্বংস করি

পলাতক মুর্গ

পলাতক মুর্গ › বিস্তারিত পোস্টঃ

একটা করোনা ভাইরাসের ওজন কত?

০১ লা মে, ২০২০ বিকাল ৪:৫৪

১ টা ভাইরাসের ওজন ০.৮৫ এট্টোগ্রাম।
১ এট্টোগ্রাম = ০.৮৫ x ১০ টু দ্য পাওয়ার - ১৮ গ্রাম (মাইনাস ১৮)
সহজ করে বললে - ১ টা ভাইরাসের ওজন হল ১ গ্রামের এক ট্রিলিয়ন ভাগের এক ভাগের দশ লক্ষ ভাগের এক ভাগ।

একজন মানুষকে অসুস্থ করতে ৭০ বিলিয়ন ভাইরাসের প্রয়োজন।

৭০ বিলিয়ন ভাইরাসের ওজন ০.০০০০০০৫ গ্রাম। বর্তমানে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০,০০,০০০ এর মত।
তাহলে বিশ্বের সমস্ত আক্রান্তদের দেহে সমস্ত ভাইরাসের মোট ওজন প্রায় ১ গ্রাম।

১ ফোঁটা বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম।

এত উন্নত মানব সভ্যতা মাত্র ১ ফোঁটা ভাইরাসের কারণে হাঁটু ভেঙ্গে পড়ে গেছে!!

এরপরেও কি আমরা নিজেদের অনেক বুদ্ধিমান, ক্ষমতাবান মনে করতে পারি? নিজেদের বুদ্ধিমত্তা, জ্ঞান, অর্থ-সম্পদ, সৌন্দর্য কোনো কিছু নিয়েই কি অহংকার করতে পারি???

অহংকারের ১ জনই মালিক, আল্লাহ্।

@Engr Mohibur Rahman

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


মানুষ আল্লাহের দেয়া কলেরা, বসন্ত, টাইপয়েড থামায়ে আল্লাহকে পরাজিত করেছেন; এবার আরো সহজেই আল্লাহকে পরাজিত করবে, ভেকসিন বানাবে ২/১ বছরের মাঝেই। সামনের দিনগুলোতে আল্লাহকে অনেক ভেবেচিন্তে বাংলাদেশের ল্যাবে বসে ভাইরাস বানাতে হবে, না হয়, বারবার পরাজিত হবেন উনি।

০১ লা মে, ২০২০ রাত ৮:০০

পলাতক মুর্গ বলেছেন: কথা শুনে মনে হয় মরবেন না কোনদিন? মরার পরে হিসাব বুঝে আসবে, এখন যা তাফালিং করার করে নেন, সময় কিন্তু খুব বেশি বাকি নাই। আপনার মত বহু অহংকারী লোক জমিনের উপরে তাংফাং করেছে। আজকে তারা কোথায়?

২| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: ভাইরাসের ওজোন নেই।

০১ লা মে, ২০২০ রাত ৮:০১

পলাতক মুর্গ বলেছেন: আপনি বললেই ওজন নাই? না আসলেই ওজন নাই?

৩| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৬:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভাইরাস এর ওজন কি আপনি নিজে মেপেছেন?
দাঁড়িপাল্লাও বাটখারা কোথায় পেলেন?

০১ লা মে, ২০২০ রাত ৮:৩৮

পলাতক মুর্গ বলেছেন: সবকিছু কি দাড়িপাল্লা দিয়ে মাপা হয়?

৪| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:০৭

পুকু বলেছেন: ভগবান কত ভালো!!!
অপরের চোখ অন্ধ করেও
আমাকে দিলেন আলো।
ভগবান কত মিষ্টি
অন্য খামারে আগুন জ্বেলেও
আমাকে দিলেন বৃষ্টি।
ভগবান কত ফরশা
কালো মানুষকে মারবেন বলে
সাদাকে দিলেন বর্ষা
ভগবান কত কালো
কালো মানুষের ছুরিটা
কালোরই তলপেটে চমকালো।
ভগবান কত লক্ষী
মরছে মানুষ এ খবরটের
পেলো নাতো কাক-পক্ষী।

০১ লা মে, ২০২০ রাত ৮:৩৯

পলাতক মুর্গ বলেছেন: সুখে থাকতে ভূতে কিলায় আরকি..........

৫| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

রাশিয়া বলেছেন: এই চাদ্গাজী নামের বেয়াদবটাকে সামুর ব্লগাররা সহ্য করছে কিভাবে? মডুরা এই আপদ লাত্থি মেরে বিদায় করেনা কেন? কথার কি ছিরি! আল্লাহকে পরাজিত করবে? আল্লাহ কি তোর মত পাছার ময়লার সাথে যুদ্ধ করতে গেছে?

০১ লা মে, ২০২০ রাত ৮:৫৪

পলাতক মুর্গ বলেছেন: আর বইলেন না ভাই..........লম্বা ইতিহাস।

৬| ০১ লা মে, ২০২০ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:



@রাশিয়া,

আপনি বলেছেন, " এই চাদ্গাজী নামের বেয়াদবটাকে সামুর ব্লগাররা সহ্য করছে কিভাবে? "

-আপনার মতো লোকেরা বলেন, রোগ দেন আল্লাহ; আল্লাহ রোগ দেন, মানুষ ভালো করেন; কে পরাজিত হয়?

০১ লা মে, ২০২০ রাত ৮:৫২

পলাতক মুর্গ বলেছেন: ঔষধ খেয়ে সব লোক কিন্তু সুস্থ হয় না। কেউ কেউ মারা যায়। মৃত্যুকে ঠেকানোর কোন ঔষধ নাই।

৭| ০১ লা মে, ২০২০ রাত ৮:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তায়ালা বলেন, ‘ইজ্জত-সম্মান
হচ্ছে আমারই পোশাক এবং গর্ব-অহঙ্কার হচ্ছে আমারই চাদর।
তাই যে ব্যক্তি এ দুয়ের কোনোটি নিয়ে টানাটানি করবে, তাকে
আমি কঠোর শাস্তি দেবো।’
(সহিহ মুসলিম)।

কারণ অহঙ্কার থেকেই নানাবিধ পাপ-অবাধ্যতার জন্ম হয়ে থাকে।

০১ লা মে, ২০২০ রাত ৮:৫৮

পলাতক মুর্গ বলেছেন: অহংকারের কারনে ইবলিশ শয়তান বিতাড়িত হইল। খুব খারাপ জিনিস। আল্লাহ তায়ালা আপনাকে আমাকে অহংকার থেকে রক্ষা করুন।

৮| ০১ লা মে, ২০২০ রাত ৮:৩৫

মেহবুবা বলেছেন: মনে তো হচ্ছে পৃথিবীর ভর এর চেয়ে বেশী ! সবাই সব ক্ষমতা নিয়ে সোজা থাকতে পারছে না !

০১ লা মে, ২০২০ রাত ৮:৫৩

পলাতক মুর্গ বলেছেন: সত্য

৯| ০১ লা মে, ২০২০ রাত ১০:৩৪

নূর আলম হিরণ বলেছেন: করোনা আল্লার সৈনিক। বলেছেন মিজানুর রহমান আজহারী।
ভাইরাসের এই ওজন কি ইঞ্জিনিয়ার সাহেব করেছেন নাকি কোন বৈজ্ঞানিক রিচার্সের থেকে নিয়েছেন?

০২ রা মে, ২০২০ বিকাল ৪:২২

পলাতক মুর্গ বলেছেন: ইঞ্জিনিয়ার নিজেও মনে হয় মূল থিমটা কপি করছে।

১০| ০১ লা মে, ২০২০ রাত ১১:১৯

সুপারডুপার বলেছেন:
মানুষের মনের মধ্যে থাকা গড নামক কাল্পনিক মূর্তির শক্তির সাথে মানুষের জ্ঞানার্জনের সম্পর্ক বোঝানোর আনুমানিক কার্ভ উপরে দেখেন। চাঁদগাজী সাহেব মনে হয় এইরকম কনসেপ্ট-ই বোঝাতে চাচ্ছেন।

এরপরেও আছে গড নিয়েই মারামারি। ধরা যাক আপনি বলছেন , আমাদের প্রভু আল্লাহ। অন্য ধর্মের লোকেরা বলবে তাদের প্রভু অন্য আরেকজন, যা তারা পেয়েছে জন্মগত বা পারিবারিক সূত্রে। ধর্ম থেকে ধর্মের মারামারির মূলও দেখবেন এই গড-ই । আর এই গডও কেন জানি এতোদিনেও এই মারামারি মীমাংসা করছেন না !

আমার কথাগুলো শুনে, অতি বেশি ধর্মীয় অনুভূতিতে আবার যেন বেশি রেগে বসেন না।

০২ রা মে, ২০২০ বিকাল ৪:২৩

পলাতক মুর্গ বলেছেন: এত বুদ্ধি নিয়া ঘুমান ক্যামনে?

১১| ০২ রা মে, ২০২০ ভোর ৪:৩৬

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী আপনি তো ইহুদী ধর্মে বিশ্বাসী কেমন?
ইহুদীদের মাথায় অনেক বুদ্ধি তাই নয়কি?
ওরাও কিন্তু আল্লাহ্কে বিশ্বাস করে।

আপনি হোল পুলিশের কনস্টেবলের মত কন্টেবলরা উর্ধতন কর্মকর্তা থেকে বেশী
পাওয়ার খাটায়। আপনার হয়েছে সেই দশা।
বিজ্ঞানীদের যত ক্ষমতা তার থেকে ক্ষমতা
আপনাদের মুখের জোর।
এপ্লাইড মেডিসিন বিজ্ঞানীরা যদি বলে আল্লাহ্
আমাদের পরিশ্রমের ফল দিয়েছেন তখন
আপনার মুখ থাকবে কোথায়? আপনি হয়ত
কখনও গন্ডারের দুধ খেয়েছিলেন।
এমন কথা আপনার মুখে আসে কেমনে?

আপনি তো জানেন গ্রামের মানুষ হাত পা
কাটলে গাঁদা ফুলের পাতার রস দিয়ে রক্ত
বন্ধ করত এবং এখনও করে।

ডাক্তার ঔষধ দেয় এবং বলে দেয় ফলমূল
ডিম দুধ আমিশ খাবেন। কেন বলেন কারন
প্রকৃতিতে মানুষের দেহের প্রতিষেধক রয়েছে।
কেন বুড়া মানুষ গুল আগে মাড়া যাচ্ছে কারন
প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বলে।
অসংখ্যবাদ লেখককে।


০২ রা মে, ২০২০ বিকাল ৪:২৬

পলাতক মুর্গ বলেছেন: চাঁদগাজির সমস্যা হল উনি অহংকারী, অহংকারীর দুইটা আলামত আছে, (১) সত্য অস্বীকার করা (২) মানুষকে অবজ্ঞা করা, এবং এই দুইটাই উনার মধ্যে অতিমাত্রায় প্রবল।

১২| ০২ রা মে, ২০২০ সকাল ৯:৩৭

জাফরুল মবীন বলেছেন: ”১ ফোঁটা বিশুদ্ধ পানির ওজন ১গ্রাম”..... সরি ভাই একটু কারেকসন হবে- ২০ফোঁটা পানির ওজন ১গ্রাম!

০২ রা মে, ২০২০ বিকাল ৪:২০

পলাতক মুর্গ বলেছেন: মূল লেখক হয়তো বড় সাইজের পানির ফোটা মিন করেছেন। হা হা হা.....

১৩| ০২ রা মে, ২০২০ সকাল ১০:৫৭

নিমো বলেছেন: জাফরুল মবীন বলেছেন: ”১ ফোঁটা বিশুদ্ধ পানির ওজন ১গ্রাম”..... সরি ভাই একটু কারেকসন হবে- ২০ফোঁটা পানির ওজন ১গ্রাম! ওজনের একক হল বলের একক অর্থাৎ নিউটন। সি.জি.এস. (C.G.S.) পদ্ধতিতে ভরের একক গ্রাম(gm।

লেখক বলেছেন: এত উন্নত মানব সভ্যতা মাত্র ১ ফোঁটা ভাইরাসের কারণে হাঁটু ভেঙ্গে পড়ে গেছে!!

জী না। গণবিলুপ্তি কোন নূতন ঘটনা নয়। এর আগেও পাঁচটা বড় বড় গণবিলুপ্তি ঘটেছে, আর তার একটায় ডায়নোসরের বিলুপ্তি ঘটায় মানুষ সহ স্তন্যপায়ী জীবদের সুযোগ তৈরি হয়ে ছিল। এখন যে জীবের ষষ্ঠ গণবিলুপ্তি চলছে, তাতে করোনা আসলে কতটা ভূমিকা রাখতে চলেছে ? তর্কের খাতির ধরে নিলাম সারা বিশ্বের সব দেশ সংখ্যার লুকোচুরি খেলছে তাতে করে প্রায় ২ লাখ + লোকের মৃত্যুকে যদি দ্বিগুনও করি তাতেও নিশ্চয়ই ৭৫০ কোটি মানুষ কালকেই মরে যাবে না। এর মধ্যে মানুষ করোনার জন্য কোন উপায়ই বের করতে পারবে না এটা পৃথিবীর সবচেযে হতাশাবাদী মানুষটিও ভাববে না। গণবিলুপ্তি বিবর্তনের একটা অংশ, এর সাথে কারও অহংকারের কোন সম্পর্ক নেই।

০২ রা মে, ২০২০ বিকাল ৪:৩০

পলাতক মুর্গ বলেছেন: হাঁটু ভেঙ্গে পড়ে যাওয়া মানেই তো আর সবাই মরে যাওয়া না। বিষয়টিকে আপনি অন্যদিকে নিয়ে গেছেন

১৪| ০২ রা মে, ২০২০ সকাল ১১:২২

রাশিয়া বলেছেন: স্যরি, আমেরিকান এক গর্দভের গাধামি দেখে মেজাজটা গরম হয়ে গিয়েছিল বলে মন্তব্য করতে পারিনি। তবে আপনার কথার সাথেও আমি দ্বিমত পোষন করছি। করোনা কোনভাবেই আল্লাহ্‌র ক্ষমতার কিয়দাংশও প্রকাশ করেনা। আল্লাহ অতি যত্ন করে মানবজাতিকে সৃষ্টি করেছেন। তাই এত অবহেলা ভরে একে নিশ্চিহ্ন করতে চাইবেন না। এটা ঝড় বন্যার মতই একটা সাময়িক বিপর্যয়, যার ফলে মানুষ আরো বেশি টিকে থাকার যোগ্যতা অর্জন করবে - আরো সাবধান হবে। স্রষ্টার উপর আরো বেশি নির্ভরশীল হবে। স্রষ্টার দেয়া বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার অস্ত্র তৈরি করবে।

০২ রা মে, ২০২০ বিকাল ৪:৩৩

পলাতক মুর্গ বলেছেন: সহমত

১৫| ০২ রা মে, ২০২০ সকাল ১১:২৭

রাশিয়া বলেছেন: কোন শত্রু বাহির থেকে আক্রমণ করলে তাকে মোকাবেলা করা সহজ, কিন্তু ভেতর থেকে আক্রমণ করলে যেই যুদ্ধ বেশ কঠিন হয়ে যায়। তাছাড়া শত্রু যত ছোট হয়, সংখ্যায় বেশি হয়, তত বেশি ভয়ঙ্কর হয়ে যায়। উদাহরণ স্বরূপ আবাবিল আর নমরূদের মশক বাহিনীর কথা বলা চলে। ফেরাউনের কওমের উপর উকুন ও ব্যাঙের উপদ্রব হয়েছিল তাদেরকে শিক্ষা দেবার জন্য - নিশ্চিহ্ন করার জন্য নয়।

প্রকৃতির মুকাবিলায় মানুষ এখনও অনেক দুর্বল সেটা আবারো প্রমাণিত হল। চাঁদগাজীরা যতই অহংকার করুক না কেন, মানুষের ক্ষমতার অবশ্যই সীমাবদ্ধতা আছে - চাইলেই সব কিছু করে ফেলতে পারবেনা।

০২ রা মে, ২০২০ বিকাল ৪:৩৪

পলাতক মুর্গ বলেছেন: ধন্যবাদ, এভাবে কখনও চিন্তা করি নাই, আবারও সহমত।

১৬| ০২ রা মে, ২০২০ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: ভাইরাসের ওজোন নাই। অদৃশ্য জিনিস মাপা যায় না। তবে মানুষের আত্মার ওজোন আছে।

০২ রা মে, ২০২০ বিকাল ৪:৩৬

পলাতক মুর্গ বলেছেন: ভাইরাসের ওজন আছে, তবে খুব ছোট বলে কনভেনশনাল উপায়ে মাপা যায় না, এই ধরণের ছোট জিনিস মাপার জন্য স্পেশাল পদ্ধতি আছে।

১৭| ০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

রিফাত হোসেন বলেছেন: সব কিছুরই নিয়ন্ত্রণকারী আছে। এটা যার বুঝ নাই, তার সাথে তর্ক করা আর গাছের সাথে তর্ক করা এক বিষয়। তবে ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত থাকতে হবে। আলোচনা করার জায়গা, এটি ফ্যাসাদের জায়গা নয়।

যুক্তি মনমত না হলে মন্তব্য মুছে দিবেন, অকথ্য ভাষায় একে অপরকে জড়িয়ে ফেললে জাতিগত উন্নতি সম্ভব নয়। আমাদেরকে এ থেকে বেড়িয়ে আসতে হবে। পছন্দ না হলে যুক্তি দিয়ে উপেক্ষা করে যান। মুখ নষ্ট করে নিজের নিজের প্রাতিষ্ঠানিক ও পারিবারিক শিক্ষাকে যাহির না করলেও চলে।

০২ রা মে, ২০২০ সন্ধ্যা ৭:১৮

পলাতক মুর্গ বলেছেন: সহমত, মন্তব্য মুছে দেয়াটা শেষ অপশন। অনেক সময় এটা ছাড়া উপায় থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.