নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছা মানব, দানবদের ধ্বংস করি

পলাতক মুর্গ

পলাতক মুর্গ › বিস্তারিত পোস্টঃ

আইসিইউ থেকে কেবিনে মুনতাসীর মামুন

০৫ ই মে, ২০২০ দুপুর ২:১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন করোনায় আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালে ভর্তি রয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে। মুগদা হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড চিকিৎসক পরিষদের মুখপাত্র ডা. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মুনতাসীর মামুন যথেষ্ট ভালো আছেন।

জানা যায়, অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংস্পর্শে আসার আগে তার করোনা টেস্ট করা হয়। তখন নেগেটিভ আসে।

পরে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়ায় আবারও টেস্ট করালে ফলাফল পজিটিভ আসে। তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় রোববার রাত ১টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

//
মানবজমিন

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২০ দুপুর ২:১৯

মা.হাসান বলেছেন: ব্যক্তি মুনতাসির মামুনকে নিয়ে বিতর্ক থাকতে পারে (কেই বা বিতর্কের ঊর্ধে), কিন্তু ইতিহাসবিদ হিসেবে ওনার অবদান অনেক। বর্তমানে জীবিত এরকম ঢাকার ইতিহাসবিদদের মধ্যে উনি সম্ভবত এক নম্বরে থাকবেন। ওনার সুস্থতা কামনা করছি।

২| ০৫ ই মে, ২০২০ দুপুর ২:২১

নেওয়াজ আলি বলেছেন: Good news, best wishes

৩| ০৫ ই মে, ২০২০ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: উনি সুস্থ হোক এটাই চাই।

৪| ০৫ ই মে, ২০২০ বিকাল ৩:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: তার পূর্ণ আরোগ্য কামনা করছি। ওনার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। সব আশংকা জনক রোগীই যেন এরকম সুবিধা পায় এই কামনা করছি।

৫| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:১৫

আমি রাছেল খান বলেছেন: চেতনার দোকানদার, সুস্থতা কামনা করছি

৬| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:১৬

আখেনাটেন বলেছেন: তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই কামনা।

৭| ০৫ ই মে, ২০২০ বিকাল ৪:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তার আশু রোগমুক্তি কামনা করছি

৮| ০৫ ই মে, ২০২০ রাত ১১:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জাতী,দেশ ও সমাজের জন্য এই ধরনের লোক দরকার,তার রোগমুক্তি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.