নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছা মানব, দানবদের ধ্বংস করি

পলাতক মুর্গ

পলাতক মুর্গ › বিস্তারিত পোস্টঃ

"ভ্যাকসিন ছাড়াই হার্ড ইমিউনিটি"- জীবনের বিনিময়ে পূঁজিবাদ

০৯ ই মে, ২০২০ বিকাল ৩:৫২

হার্ড ইমিউনিটি'র ইংরেজিতে বানান "Herd Immunity"

Herd মানে কি? গুগল করে নীচের লেখাটা পাইলাম:

Herd: A large group of animals, especially hoofed mammals, that live together or are kept together as livestock. সহজ বাংলায় "ভেড়ার পাল"।

হার্ড ইমিউনিটি সাধারণত ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অর্জন করা হয়। গনহারে টিকা দেওয়ার মাধ্যমে অধিকাংশ (ক্ষেত্র বিশেষে ৯০%) মানুষ বা পশুর মধ্যে রোগ প্রতিরোধী ক্ষমতা তৈরী করা হলে যাদের টিকা দেওয়া হয় নাই তাদের পর্যন্ত আর ভাইরাস পোছাইতে পারে না। গুটি বসন্তকে নাকি এইভাবে বিদায় করা হয়েছিল।

করোনা ভাইরাসের ক্ষেত্রে নাকি ভ্যাকসিন ছাড়াই হার্ড ইমিউনিটি অর্জনের কথা বলা আরম্ভ করেছে কিছু বিশেষজ্ঞ। তার মানে হল আমাদের জীবনের রিস্ক নিতে হবে। অনেকটা লটারি খেলার মত। যার ভাগ্য ভাল সে বেঁচে যাবে, ভাগ্য খারাপ হলে মৃত্যু।

পূঁজিবাদী অর্থ ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য কি আর কোন উপায় নাই? জ্ঞান বিজ্ঞানের অর্জন কি তাহলে অর্থনৈতিক উন্নতি আর ভোগ বিলাসের জন্যই বরাদ্দ থাকবে?
উন্নতি আর ভোগের সুখের জন্য মৃত্যুর ঝুঁকি নিয়ে বেঁচে থাকতে হবে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২০ বিকাল ৪:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: সবচে অবাক লাগে সুইডিশ কম্যুনিটিতে এই ডিসকোর্স হচ্ছে না।

তাদের স্বাস্হ্য বিভাগ স্যারেন্ডার করছে এবং তারা এরকম মহামারী হ্যান্ডেল করার ক্ষমতা রাখে না এই মর্মে বিবৃতি দেবার পর হার্ড কম্যুনিটি প্রথা অনুসরন করে।

সুইডেনের বর্তমান এই শোচনীয় হেজেমনি পরিস্থিতি দেখে দুঃখ হয়

২| ০৯ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: আমার মন আত্মকেন্দ্রিক হয়ে গেছে। বিশ্ব নিয়ে ভাবি না। শুধু নিজের ছোট্র দেশ নিয়ে ভাবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.