নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছা মানব, দানবদের ধ্বংস করি

পলাতক মুর্গ

পলাতক মুর্গ › বিস্তারিত পোস্টঃ

করোনা থেকে বাঁচতে আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ দিলেন ডা. দেবী শেঠি ।

১১ ই মে, ২০২০ রাত ২:১৯

নতুন ভাবে চলতে হবে !!

করোনা থেকে বাঁচতে আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ দিলেন ডা. দেবী শেঠি । পরামর্শগুলো সহজ সরল । অবশ্য পালনে মিলবে জীবন।

১. ১ বছরের জন্য বিদেশে স্থগিত ভ্রমণ
২. ১ বছরের জন্য বাইরের খাবার খাবেন না .._
৩. অপ্রয়োজনীয় বিবাহ বা অন্যান্য অনুরূপ অনুষ্ঠানে যাবেন না
৪. অপ্রয়োজনীয় ভ্রমণ ভ্রমণ করবেন না
৫. কমপক্ষে ১ বছর কোনও ভিড়ের জায়গায় যাবেন না .._
৬. সামাজিক দূরত্বের নিয়মাবলী সম্পূর্ণরূপে অনুসরণ করুন .._
৭. কাশির সাথে দূরে থাকুন .._
৮. মুখোশটি মুখোমুখি রাখুন .._
৯. বর্তমান এক সপ্তাহে খুব সাবধানতা অবলম্বন করুন .._
১০. আপনার চারপাশে কোনও গোলমাল হতে দেবেন না .._
১১. এখন 6 মাস ধরে সিনেমা, মল, ভিড়ের বাজারে যাবেন না। সম্ভব হলে পার্ক, পার্টি ইত্যাদিও এড়ানো উচিত .._
১২. প্রতিরোধ ক্ষমতা বাড়ান .._
১৩. নাপিতের দোকানে বা বিউটি সেলুন পার্লারে থাকাকালীন খুব যত্নশীল হন .. _
১৪. অপ্রয়োজনীয় সভাগুলি এড়িয়ে চলুন, সর্বদা সামাজিক দূরত্বের কথা মাথায় রাখুন .._
১৫.করোনার * এর হুমকি খুব শীঘ্রই শেষ হচ্ছে না।
১৬.আপনি বাইরে বেরোনোর সময় বেল্ট, রিংগুলি, কব্জি ঘড়িটি পরবেন না। ঘড়ির দরকার নেই। আপনার মোবাইল সময় পেয়েছে।
১৭. কোনও হাতের রুমাল না। স্যানিটাইজার নিন
১৮. আপনার ঘরে জুতো আনবেন না। তাদের বাইরে রেখে দিন।
১৯.আপনার হাত পরিষ্কার করুন
২০. আপনি যখন মনে করেন আপনি সন্দেহজনক রোগীর কাছে এসেছেন তখন পুরো গোসল করুন।

২১.লকডাউন বা লকডাউন নেই পরবর্তী ৬ মাস থেকে ১২মাস এই সতর্কতা অনুসরণ করুন।

২২.আপনার পরিবারের সাথে এটি ভাগ করুন

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২০ রাত ২:৩২

মুসাফির... বলেছেন: পোষ্টের জন্য ধণ্যবাদ

২| ১১ ই মে, ২০২০ রাত ২:৩৪

জহির ডিজিপি বলেছেন: ধন্যবাদ পলাতক মুর্গ তথ্য দিয়ে সাহায্য করা জন্য।

৩| ১১ ই মে, ২০২০ রাত ২:৫০

অনল চৌধুরী বলেছেন: দেবী শেঠী আরেক টাকালোভী ড: ইউনুস।
গরীবের চিকিৎসার কথা বলে পশ্চিমবঙ্গে হাসপাতাল করা জন্য জায়গা নিয়ে এখন আর সেখানে টাকা ছাড়া তাদের চিকিৎসা হয়না।
বাংলাদেশী রোগীদের সাথেও আশোভন আচরণ করা হয় বলে অভিযোগ ।

৪| ১১ ই মে, ২০২০ ভোর ৪:২৭

নেওয়াজ আলি বলেছেন: বাঙ্গালী দুইমাস ঘরে থাকেনি আর এক বছর ।

৫| ১১ ই মে, ২০২০ ভোর ৪:৫১

আধাপাগল বলেছেন: ১ নাম্বারেই গলদ। ১ বছরের জন্য বিদেশ ভ্রমন স্থগিত। তার মানে কি? তার মানে বিদেশেই সকল কোরোনা ভাইরাসের কারখানা। আমাদের দেশে কোনো কোরোনা নাই। বিদেশে গেলে বিদেশ থেকে কোরোনার সংক্রমন হবার সম্ভাবনা। আমাদের দেশে তো কোরোনা নাই। এক বিশ্বের বৃহৎ সাইজের ডাক্তার যদি এমন কথা বলে .....।

৬| ১১ ই মে, ২০২০ ভোর ৫:৩৪

মীর আবুল আল হাসিব বলেছেন: গ্রেট মানুষ এর কাছ থেকে সুন্দর সব পরামর্শ।



নেওয়াজ আলি বলেছেন: বাঙ্গালী দুইমাস ঘরে থাকেনি আর এক বছর । =p~ =p~ =p~ =p~

৭| ১১ ই মে, ২০২০ সকাল ১১:৫৭

রাজীব নুর বলেছেন: সেটাই সাবধান থাকতে হবে।

৮| ১১ ই মে, ২০২০ দুপুর ১:২৫

তারেক ফাহিম বলেছেন: সচেতনতার বিকল্প নেই।

৯| ১১ ই মে, ২০২০ দুপুর ১:৫১

নতুন বলেছেন: ১. ১ বছরের জন্য বিদেশে স্থগিত ভ্রমণ
২. ১ বছরের জন্য বাইরের খাবার খাবেন না .._
৪. অপ্রয়োজনীয় ভ্রমণ ভ্রমণ করবেন না


পয`টন খাত ধংস হয়ে যাবে, কয়েক মিলিওন মানুষের কম` বেকার হবে, হোটেল, রেস্তোরা, এয়ারলাইন, পরিবহন সেক্টরে জানবাহন বন্ধ করতে হবে।

এই সব স্হানেই নিরাপত দুরত্ব, সংক্রামন যাতে না ছড়ায় সেই ব্যবস্হা নিয়ে চালালে কোন সমস্যা হবেনা।

এই পরামস` মনে হয় না উনি দিয়েছেন। মানুষ এখন নিজেই টাইপ করে ফেসবুকে দিলেই সেটা ভাইরাল হয়ে যায় কিছু দিনের মধ্যে।

আমির খানের ১৫ হাজার টাকা ১ কেজি আটার সাথে দেবার কাহিনির মতন।

১০| ১১ ই মে, ২০২০ দুপুর ২:০৭

নতুন বলেছেন: এই ২২ টা পরামশ` উনারই দেওয়া। উনার নামে আগের অডিও টা ভুয়া ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.