নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছা মানব, দানবদের ধ্বংস করি

পলাতক মুর্গ

পলাতক মুর্গ › বিস্তারিত পোস্টঃ

হারাম কামাই এর ছাপ চেহারার মধ্যে পড়ে, একই ভাবে হালাল কামাই এর ছাপও চেহারার মধ্যে পড়ে

২৩ শে মে, ২০২০ বিকাল ৪:০৫



লোভ, হিংসা , অহঙ্কার এই গুন গুলো বোঝা যায় একজন মানুষের চোখের দিকে তাকালে, মনোবিজ্ঞানী হওয়া লাগে না বোধহয়। আমাকে যদি কেউ এই ছবিটা দেখিয়ে বলতো, "বলুনতো এই মানুষ গুলো কে?" আমি হয়তোবা উত্তরে বলতাম, "আমি উনাদের কাউকে চিনি না, তবে এই মানুষগুলোকে দেখলে আমার অত্যন্ত উঁচু মনের মানুষ মনে হয়।" এই উত্তরের কারণ হলো, ছবিতে প্রতিটি মানুষের চোখের দিকে তাকালে আমি লোভ, হিংসা, অহঙ্কার এই তিন গুনের একটাও দেখিনা। আমি জানিনা ছবিটা এডিট করা কিনা, কিন্তু এরকম চোখের ভাষা বাংলাদেশের মানুষের চোখে খুব একটা দেখা যায় না। যে দেশে কোর্টের কেরানী, সরকারি অফিস এর পিওন, ব্যাংকের সি বি এ নেতারা শত কোটি টাকার মালিক হয়, সেদেশে সরকারি নির্বাহী প্রকৌশলী মিরপুর ২ নম্বর এ ভাড়া বাড়িতে থাকেন এটা ভাবতেও অসাধারণ কল্পনা শক্তির প্রয়োজন। জানিনা খুনিদের বিচার হবে কিনা, কিন্তু এই মানুষটার সততা এবং আত্মত্যাগের গল্পকে একটা রূপ দেয়া দরকার যাতে ভবিষৎ প্রকৌশলীগণ উনার সততায় অনুপ্রাণিত হতে পারেন বাংলাদেশে। যেমন, কোনো একটি প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলের নাম উনার নামে হতে পারে। সেই আবাসিক হলে থাকতে ছাত্র ছাত্রীদের শুধু জিপিএ ছাড়া বিশেষ কিছু অর্জন থাকতে হবে যা সততা ও নিষ্ঠাকে ধারণ করবে যাতে, উনার সততার একটা উদাহরণ ছাত্র ছাত্রীদের মনে আদিকাল থেকে গেঁথে যায়।

@‎Gaus Alam‎ to Justice For Engineer Delwoar - Stand Against The Murders & Corruptions

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.