নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছা মানব, দানবদের ধ্বংস করি

পলাতক মুর্গ

পলাতক মুর্গ › বিস্তারিত পোস্টঃ

ভারতের সাথে পানি চুক্তি হলেও তিস্তা নদীতে চিনা প্রকল্পের দরকার আছে।

০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৯

ভারতের সাথে পানি চুক্তি করলেই যে তিস্তার সমস্যা সমাধান হয়ে যাবে বিষয়টা এরকম নয়। ফারাক্কা নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা তিক্ত। ভারত খরা মৌসুমে চুক্তি মত পানি দেয় না আবার বন্যা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দেয়। তিস্তা নিয়ে ভারতের সাথে চুক্তি করলেও যে চুক্তি ঠিক মত মানবে না একেবারে নিশ্চিত। কাজেই তিস্তায় চিনা প্রকল্পের দরকার আছে।

তিস্তায় চিনা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের কি কি লাভ হবে তার একটা তালিকা বানাই আসেন:

>তিস্তায় চিনা প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় ২-৩ কোটি লোক খরা এবং বন্যার হাত থেকে রক্ষা পাবে
>খরা এবং বন্যার কারনে জান-মাল এবং অর্থনীতির যেই ক্ষতি হত তা বন্ধ হবে।
>নদীর প্রস্থ কমলে, দুই পাড়ের বিশাল এলাকা পুনঃরুদ্ধার হবে
>চাষের জমির পরিমান বাড়বে, কৃষি উৎপাদন বাড়বে
>নদীর নাব্যতা বৃদ্ধির কারনে নদিপথে পণ্য পরিবহনের সুযোগ তৈরি হবে, ফলে সড়ক ও রেলপথের উপর চাপ কমবে, জ্বালানী সাশ্রয় হবে
>মৎস সম্পদের উন্নয়ন ঘটবে (যেহেতু নদীতে সারা বছর পানি থাকবে)
>ইরিগেশনের জন্য পানির অভাব হবে না
>তাপমাত্রার চরম ভাবাপন্নতা দূর হবে
>ঐ অন্চলের গ্রাউন্ড ওয়াটার লেভেল সারা বছর ধরে রিচার্জ হতে থাকবে, ফলে আশেপাশের এলাকাগুলির ডিপ ও শ্যালো টিউবওয়েলগুলিতে পানির সংকট হবে না
>পর্যটন শিল্পের বিকাশ ঘটবে
>কৃষি,মৎস, নদীপথে-পরিবহন সহ আরও অনেক সেক্টরে নতুন কর্ম সংস্থানের সুযোগ হবে
>ভূমিহীন অনেক পরিবারের জন্য ভূমির ব্যবস্থা হবে
>উত্তরবংগের মংগা কবলিত অন্চলের ভাগ্য পরিবর্তন হবে।
>প্রকল্প বাস্তবায়ন এবং রক্ষনাবেক্ষনের সাথে সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রম দেশের ওভারঅল অর্থনীতির চাকার গতি বৃদ্ধি করবে।
এবং
>ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ তৈরি হবে

এই প্রকল্পের উপরে পাওয়ার চায়না ফিজিবিলিটি টিমের তৈরি করা একটা ভিডিও প্রেজেন্টেশন দেখি আসেন।








মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার সাথে সহমত।

২| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮

নেওয়াজ আলি বলেছেন: ফেনী নদীর পানি ভারত নিবে আর নদী হতে বালু তোলে ক্ষমতাবান । জনগণের হয় ঘর ভাঙ্গা । নদীর দুইপাশে হাজারো ঘর বাড়ি ভেঙে নদীতে বিলীন দেখার কেউ নাই

৩| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে এক মত না।

৪| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:




ভিডিওটা সুন্দর।

৫| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কথা সেটাই।
নিজের ভাল পাগলেও বোঝে!
আমাদের ভালটা আমাদরেই ভাবতে হবে। বন্ধু ভেবে দেবে না বা দিলেও তাতে আমাদের কল্যান কম থাকবে।

প্রজেন্টেশন ভিডিও অনুযায়ী হলেতো সত্যিই দারুন এক প্রকল্প।
যা বাস্তবায়নে সক্ষম হলে পদ্মা সহ অন্যান্য নদী নিয়েও এমন ভাবনা ভাবা যেতেই পারে।

৬| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: চায়নারা করলে তো আমরা এখানে তো বালু ব্যাগ প্রতি লেবার খরচ ৫-৭হাজার দেখাতে পারবো না; তাই এ প্রকল্পের যতটা বিরোধিতা করার দরকার তা সুবিধা বন্ঞিতরা করবেন-অবশ্যই।

---আপনার লেখার সাথে সহমত পোষণ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.