নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পল্লীবালক

আমার যা উপলব্ধি, তার প্রকাশের ভাষা জানা নাই............।

পল্লীবালক › বিস্তারিত পোস্টঃ

আমার পদোন্নতি

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১১

আমি সর্বভুক পাঠক এবং খুব আনাড়ি একজন লেখক। অনেকক্ষেত্রেই, অর্থহীনতা এবং আতিশয্যের জন্য আবেগের প্রকাশটাও ঠিকঠাক হয়না। নিজের জগতের বাইরে যেয়ে অনুভূতির প্রকাশ একটা সময় আমার জন্য অকল্পনীয় ছিলো। প্রচন্ড লাজুক এবং মুখচোরা স্বভাবের কারণে বন্ধুবান্ধবের তালিকাটা খুবই সংক্ষিপ্ত। ব্লগে পদচারণা বেশ কয়েকদিন থেকে হলেও, নিজে লিখবো সে সাহস করে উঠতে পারিনি। অনেকের লেখা পড়ে চমৎকৃত হয়েছি আর নিজের লেখনির উপর নিজেই অনাস্থা জ্ঞাপন করেছি। তারপরও দুঃসাহস দেখালাম। আজকে লগইন করে দেখলাম জেনারেলে উন্নীত হয়েছি। ভাল লিখি আর খারাপ লিখি, লেখার অনুপ্রেরণা বেড়ে গেলো বহুগুণে। সবার সাথে আমার অপক্ক ভাবনাগুলো ভাগ করে নিতে পারবো, আমার লেখা প্রথম পাতায় আসবে- ভাবতেই ভালো লাগছে। জানার তাগিদটাও বাড়বে। ধন্যবাদ সামুকে। সবার উৎসাহ ও অনুপ্রেরণা আমার পাথেয়।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
ভাবনা প্রকাশে পক্ক হয়ে উঠে।
পড়তে থাকুন-লিখতে থাকুন।

শুভ কামনা, পল্লীবালক।

২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

পল্লীবালক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণা আমার পাথেয়।

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

নাসীমুল বারী বলেছেন:
'এসেছে নতুন শিশু তারে ছেড়ে দিতে হবে স্থান:
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে
চলে যেতে হবে আমাদের।
------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি ------'

হাঁ, এ প্রযুক্তির পৃথিবীতে আপনার জন্য আমাদের যায়গা ছাড়তে হবে না কিন্তু। আপনি নির্ভিঘ্নে আমাদের সাথে থাকতে পারবেন। স্বাগতম প্রযুক্তির এ বিশ্বে। স্বাগতম আমার উঠোনে।

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯

পল্লীবালক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। বিমূর্ত জগতে সবার সহযাত্রী হিসেবে থাকতে চাই।

৩| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:৪৮

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: একই কেছ :(

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:২২

পল্লীবালক বলেছেন: ভাইজান কি কিন্চিত হতাশ নি?

৪| ০৪ ঠা মে, ২০১৪ ভোর ৬:১২

নীল-দর্পণ বলেছেন: পদন্নোতি ত হলো এবার লেখা শুরু করুন :)

০৯ ই মে, ২০১৪ রাত ৯:৫০

পল্লীবালক বলেছেন: একটু ব্যস্ত ছিলাম। আশা করছি এইবার নিয়মিত হতে পারব। আপনাকে ধন্যবাদ।

৫| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:৪৭

অদৃশ্য বলেছেন:





শুভেচ্ছা... স্বাগতম...


শুভকামনা...

০৯ ই মে, ২০১৪ রাত ৯:৫১

পল্লীবালক বলেছেন: ধন্যবাদ :) :) :) :)

৬| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: স্বাগতম

০৯ ই মে, ২০১৪ রাত ৯:৫২

পল্লীবালক বলেছেন: :) :) :) :) :) :)

৭| ১৬ ই মে, ২০১৪ দুপুর ২:০২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: একটু দেরিতে হলেও অভিনন্দন আপনাকে। :)

(আপনার লেখার হাত কিন্তু বেশ ভাল। মোটেও আমার মত না।)

৮| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:৫৫

পল্লীবালক বলেছেন: শুনে প্রীত হলাম।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.