![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।
স্বাধীন স্বাধীন
তা ধিন তা ধিন
নয়তো অধীন কারো।
এদিন সেদিন
কুদিন সুদিন
শেকল খোলা তারও।।
ইচ্ছে পাখি
কুজন ডাকি
দেয় মেলে দেয় পাখা।
কেবল শাখে
খাঁচার ফাঁকে
যায় না বেঁধে রাখা।।
বহতা নদী
জল নিরবধি
মাল্লা মাঝির গান।
আহা কী মায়া
শান্তির ছায়া
প্রাণ শুধু অফুরাণ।।
এ ধরা মাঝে
সকাল কি সাঁঝে
বাংলা স্বাধীন মা।
সুখে কি অসুখে
মুখে কি বিমুখে
বলে যাই শুধু তা।।
(সোআপ-২৫/৩/১৪)
পরানের কথা
©somewhere in net ltd.