| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোহেল আহমেদ পরান
একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।
কারো কাছে শীত মজারু
কারোর জীবনমর্ণ
কেউ থাকে উম-বিভবে
কেউ খালি গা চরণ ।
কেউ থাকে হিটেট রুমে
দামি কম্বল জড়িয়ে,
স্টেশন ফুটপাত ডেরায় কারো
রাত চলে যায় গড়িয়ে।
কেউবা মত্ত পুলিপিঠায়
ঘরে কিংবা উৎসবে,
কারো ঘরে রয় না খাবার
হাতিয়ে ফেরে খুদ সবে।
বিভেদের এই শীতের ছোঁয়া
বিভেদহীন ও সুখের হোক
মানুষ হয়ে মানুষ নিয়ে
ভালোবাসায় ভরুক লোক।
©somewhere in net ltd.