![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ। ভালোবাসি সত্য ও সাধারণকে। ভালোবাসি ভালোবাসতে। মনেপ্রাণে পজিটিভ।
নূতন-বছর কোনো ভিন্নবার্তাবহ হয়ে এসে দাঁড়ায়নি কখনোই
আমার দিনকার বাস্তবিক উঠোনে,
প্রেমময় কলকণ্ঠ হয়ে ডাকেনি একবারও
রাখেনি স্নেহমহ হাত দিনশ্রান্ত ঘামে ভেজা পৃষ্ঠে আমার কভু।
তোমাদের একদিনের পান্তা-ইলিশ আর লাল-সাদায় বাঙালি সাজার উৎসবটা তাই
বড়ো মেকি আর নির্মম ভ্রান্তিবিলাসই ঠেকে আমার কাছে
পয়লা বৈশাখে শুধু নয়
নুন-পান্তার এ মানবিক-যুদ্ধ আমার প্রতিদিনকার।
২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
সোহেল আহমেদ পরান বলেছেন: ধন্যবাদ প্রিয় প্রামানিক ভাই
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ