![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীঘ্রয় বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক চলচ্চিত্র নির্মান করবে পরশ বাংলা "দ্য লিডার - বঙ্গবন্ধু"
চিত্রনাট্য ও পরিচালনা
পরশ বাংলা
কেন এই উদ্যোগ ?
আসেলে আমারা কি সঠিক ইতিহাস জানিনা?
ইতিহাস হচ্ছে শেখার একটি পদ্ধতি। ঐতিহাসিক অভিজ্ঞতা মানে বর্তমানে দাঁড়িয়ে অতীতের দিকেই তাকিয়ে থাকা নয়। বরং অতীত বিচরণ করে নিজেদের পুর্বতন দৃষ্টিভঙ্গির সীমারেখা সম্পর্কে উদার ও তীক্ষ্ণ বিবেচনাবোধ নিয়ে বর্তমানে ফিরে আসা। মানুষ ইতিহাস সৃষ্টি করে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তারা যেন নতুন ইতিহাস সৃষ্টিতে প্রাণিত হয়।যুগস্রষ্টা রাজনীতিবিদদের নিয়ে এ পর্যন্ত অনেক আলোচিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে মহাত্মা গান্ধী, আব্রাহাম লিঙ্কন, লেনিনসহ অনেকেই আছেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে নিয়ে এ পর্যন্ত নির্মাণ হয়নি কোনো চলচ্চিত্র।
দুর্ভাগ্য হলো, কেউ সাহসই করেনি বঙ্গবন্ধুকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের, এই প্রথম সাহস নিয়ে মাঠে নামছেন আমি "পরশ বাংলা" ।
বঙ্গবন্ধুকে নিয়ে এখনো চলচ্চিত্র নির্মাণ হয়নি, সত্যিকার অর্থেই এটা লজ্জার ব্যাপার। তবে বাস্তবসম্মতভাবে দেখাবে "পরশ বাংলা" "দ্য লিডার - বঙ্গবন্ধু" । বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে হলে তা অনেক ব্যয়সাপেক্ষ হবে তা "পরশ বাংলা" নিজেই দিব, প্রডিসার এবং পরিচালক আমি থাকবে। বিশাল বিনিয়োগের মাধ্যমে চলচ্চিত্রটি নির্মাণ করতে সরকার অথবা অন্য কেউ যদি সাহায্য করনে, তাহলে হলিউড চলচ্চিত্র বানাবে এবং সাড়া বিশ্বে মুক্তি দেয়া হবে।অভিনয় এর জন্য ইন্ডিয়া ও বাংলাদেশের অভিনেতাদের নিবে । "দ্য লিডার-বঙ্গবন্ধু" নাম দিয়ে তার জীবন চরিত্রে কিছু বানালে তো হবে না। "দ্য লিডার - বঙ্গবন্ধু" এই চলচ্চিত্রের অনেক মানুষ কে মূল চরিত্রে থাকতে হবে এবং অনেক মানুষ এর কাজের দরকার হবে, অনেক আয়োজনের ব্যাপার আছে।
স্বাধীনতার এত বছর পরও দেশে এমন অনেক বিষয় আছে যা আমরা পাইনি। তেমনি বঙ্গবন্ধুকে নিয়েও চলচ্চিত্র নির্মাণ সম্ভব হয়নি। আমি "পরশ বাংলা" সাথে এগিয়ে আসতে হবে, আমার সপ্ন একার নয় 16 কোটি মানুষের । তার "দ্য লিডার -বঙ্গবন্ধু" চলচ্চিত্র এমন করে বানাতে হবে যাতে 50 বছর চলে। যদি সরকার অথবা অন্য কাউরো দিক থেকে পরশ বাংলা সাহায্য পান তাহলে বিশ্বের অনেক দেশে চালাবার জন্য বানাবেন "দ্য লিডার -বঙ্গবন্ধু"
কিছু দিন এর ভিতর কাজ শুরু হবে তার "দ্য লিডার -বঙ্গবন্ধু" বিশ্বের সকল ভাষা ড্যাবিং করা হবে, এবং প্রত্রিটি দেশে মুক্তি পাবে "দ্য লিডার -বঙ্গবন্ধু" পরশ বাংলা সাথে যদি কাজ করেন যোগাযোগ করিতে পারেন।
অভিনয় এবং এই চলচ্চিত্রের সাথে জরিত হতে আমার সাথে যোগাযোগ করুন।
আমাদের সাথে কাজ করিতে যোগাযোগ করুন
পরশ বাংলা
+8801744389738
ফেইজ বুক
www.facebook.com/poroshfansbd
কাজ শুরু হবে অল্পদিন সময়।
ধন্যবাদ,
.
সেয়ার করিতে ভূল না।
সেয়ার করুন
©somewhere in net ltd.