![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাটক বানাতে কোন জিনিসটা অবশ্যিই দরকার হয়?
ভাল গল্প, ভাল নিরমাতা, নাকি ভাল আভিনেতা?
অতিথিঃ এই তিন টার একটাও নাটক বানাতে লাগে না। নাটক বানাতে লাগে একটা ভাল ব্যটারি।
ইরেশঃ জি স্যার!! ব্যটারি মানে?????????
অতিথিঃ মানে নাটক বানাতে ভাল গল্প, ভাল নিরমাতা, ভাল আভিনেতা এমন কি ভাল ক্যামেরাও লাগে না। শুধু একটা ভাল ব্যটারি হলেই
হয়, যেটা দিয়ে অনেখন ক্যমেরায় চারয থাকে।
ইরেশঃ তার পর স্যার আপনি কাজ করেন কিভাবে? মানে একটা ক্যামেরা যেটায় অনেখোণ চারজ থাকে, সেটা নিয়ে আপনি নাটক বানান শুরু করেন
কিভাবে? আপনার script, artist এসব কিছু লাগেনা?
অতিথিঃ আমরা script থেকে নাটক করি না। নাটক করি জীবন থেকে... আমরা ক্যমেরা হাতে রাস্তায় বেড়িয়ে পরি। তার পর সামনে যা পাই তাই শুটিং করে নিয়ে আসি। সেগুলো কোন ভাবে যোড়া তালি দিয়ে টিভি চ্যানেলে জমা দেই।
ইরেশঃ কিন্তু স্যার আপনাদের জোড়া তালি দেয়া নাটক টিভি চ্যানেল নেবে কেন?
অতিথিঃ তার আগে আপনি আমকে বলুন আপনার জামাটার দাম কত?
ইরেশঃ ৬৫ টাকা...
অতিথিঃ জামার দাম এত কম হবার কারন?
ইরেশঃ আমার জামার পেছনের অনেক খানি অংশ ছেড়া। তাই দোকানদার কম দাম নিয়েছে।
অতিথিঃ এবার বুযেছেন, আপনার জামা যদি ছেড়া না থাকতো তাহলে আপনার জামার দাম অনেক বেশি হত। আমার নাটকও যেহেতু জোড়া তালি দিয়ে বানান হয় তাই খুব অল্প পয়সায় আমার নাটক টিভি চ্যানেল গুলো কিনতে পারে। আমরা আসলে সবাই মিলে মিশে কাজ করি। আমার একার নাটক কিনতে যেয়ে যদি চ্যানেলের বাজেট শেস হয়ে জায়, তাহলে তারা বাকি producer দের নাটক কিনবে
©somewhere in net ltd.