![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরশ টিভি সম্প্রচারের শুরু ১৪/০২/২০১৭ তারিখে। গোড়াতে সপ্তাহে মিউজিক ভিডিও অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করে পরশ টিভি ওয়ার্ল্ড সার্ভিসের অধীন বাংলা বিভাগ থেকে এখন প্রতিদিন অনুষ্ঠান প্রচারিত হয়।
বাংলা বিভাগ থেকে প্রচারিত সংবাদ ও সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠানের উন্নত মান ও বিশ্বাসযোগ্যতার সাক্ষী বাংলাদেশ ও ভারত মিলিয়ে প্রায় ৫ কোটি দর্শক। এছাড়াও মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, আমেরিকা এবং ইওরোপের বহু দর্শক এখন ইন্টারনেটের মাধ্যমে পরশ টিভি অনুষ্ঠান দেখ। পরশ টিভির অনলাইন বিভাগের চারটি অধিবেশনে প্রতিদিন থাকে মূলত সংবাদ নির্ভর অনুষ্ঠান এবং খেলাধূলার খবর। থাকে নানা ধরনের। ম্যাগাজিন এবং সংবাদপত্রের পর্যালোচনা। এছাড়াও থাকে শ্রোতাদের চিঠিপত্রের আয়োজন এবং তাদের মতামতের ভিত্তিতে বিতর্ক ও লাইভ ফোন-ইন অনুষ্ঠান।
পরশ টিভি বিভাগের কর্মকান্ড পরিচালিত হয় কলকাতা ব্রডকাস্টিং থেকে। ঢাকা, দিল্লি এবং কলকাতায় আমাদের নিজস্ব ব্যুরোতে কর্মরত সংবাদদাতারা ছাড়াও লন্ডনে পরশ টিভি অফিসে কাজ করছেন একদল সাংবাদিক/প্রযোজক। এছাড়াও সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন পরশ টিভির বহু সংবাদদাতা। তাদের পাঠানো তরতাজা প্রতিবেদন, তথ্য, বিশ্লেষণ ইত্যাদি আমাদের অনুষ্ঠানে নিয়মিতভাবে পরিবেশন করা হয়।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: হুম।
আশা করি, দেশপ্রেম নিয়ে সুন্দর সুন্দর ফিল্ম বানাবেন।