নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ফিল্ম নিয়ে পড়া লেখা করি। এবং টুকটাক মানুষ কে কাজের ধারনা শিখাই।

পরশ বাংলা

ফিল্ম মেকার

পরশ বাংলা › বিস্তারিত পোস্টঃ

জন প্রিয় টিভি পরশ টিভি কলকাতা থেকে সম্পচার চলছে

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২১

পরশ টিভি সম্প্রচারের শুরু ১৪/০২/২০১৭ তারিখে। গোড়াতে সপ্তাহে মিউজিক ভিডিও অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করে পরশ টিভি ওয়ার্ল্ড সার্ভিসের অধীন বাংলা বিভাগ থেকে এখন প্রতিদিন অনুষ্ঠান প্রচারিত হয়।

বাংলা বিভাগ থেকে প্রচারিত সংবাদ ও সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠানের উন্নত মান ও বিশ্বাসযোগ্যতার সাক্ষী বাংলাদেশ ও ভারত মিলিয়ে প্রায় ৫ কোটি দর্শক। এছাড়াও মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, আমেরিকা এবং ইওরোপের বহু দর্শক এখন ইন্টারনেটের মাধ্যমে পরশ টিভি অনুষ্ঠান দেখ। পরশ টিভির অনলাইন বিভাগের চারটি অধিবেশনে প্রতিদিন থাকে মূলত সংবাদ নির্ভর অনুষ্ঠান এবং খেলাধূলার খবর। থাকে নানা ধরনের। ম্যাগাজিন এবং সংবাদপত্রের পর্যালোচনা। এছাড়াও থাকে শ্রোতাদের চিঠিপত্রের আয়োজন এবং তাদের মতামতের ভিত্তিতে বিতর্ক ও লাইভ ফোন-ইন অনুষ্ঠান।
পরশ টিভি বিভাগের কর্মকান্ড পরিচালিত হয় কলকাতা ব্রডকাস্টিং থেকে। ঢাকা, দিল্লি এবং কলকাতায় আমাদের নিজস্ব ব্যুরোতে কর্মরত সংবাদদাতারা ছাড়াও লন্ডনে পরশ টিভি অফিসে কাজ করছেন একদল সাংবাদিক/প্রযোজক। এছাড়াও সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন পরশ টিভির বহু সংবাদদাতা। তাদের পাঠানো তরতাজা প্রতিবেদন, তথ্য, বিশ্লেষণ ইত্যাদি আমাদের অনুষ্ঠানে নিয়মিতভাবে পরিবেশন করা হয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

নতুন বলেছেন: পরশ টিভি সম্প্রচারের শুরু ১৪/০২/২০১৭ তারিখে প্রচার শুরু করে জন প্রিয় টিভি হয়ে গেছে... খুব ভাল..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.