নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য চয়ন

অদৃশ্য এক ভুবনে আপনাকে স্বাগতম

বাংলার পথিক

যা মাথায় আসে তাই লেখি

বাংলার পথিক › বিস্তারিত পোস্টঃ

একটু সতর্ক থাকলে ক্ষতি কি ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

২০ শে ফেব্রুয়ারী

রাত ১১ তা বেজে ৫০ মিনিট

আপনি হয়ত আছেন ফেসবুক এ,অথবা টিভিতে খবর দেখছেন, পরিবারের চাপে হয়ত রাতে শাহবাগ এ থাকতে পারেন না, হয়ত থাকেন কিন্তু আজকে কোন কারণে থাকতে পারেননি ।

আপনার মোবাইল এ ফোন এলো একটি অপরিচিত নম্বর থেকে, পরিচিত গলায় বলল দোস্ত তুই কই ? আমরাতো শাহবাগ এ,শহীদ মিনার এ আইসে পর । কিংবা অপরিচিত নম্বরটি আপনার ফেসবুক এ সদ্য এড হওয়া কোন বন্ধু যার সাথে আপনার কিছু সময় চ্যাট হয়েছে । সেই কিছু সময়ে হয়ত আপনি তার ঘনিষ্ঠ হয়ে গেছেন ।

বন্ধুদের কথা বলে পরিবারের অনুমতি নিয়ে হয়ত আপনি চলে গেলেন ।তারপর এটাই হয়ে গেল আপনার জীবনের শেষরাত ।পরে এটাও বুঝলেন আপনি যেই কণ্ঠস্মর আপনার বন্ধুর মনে করেছিলেন সে আপনার বন্ধুনা আপনার জন্য পাতানো ফাঁদ,কিন্তু সময়তো পিছুপা হয়না । আপনার পরিবারের এবং আপনার সহযোদ্ধাদের হয়ে গেল চরম ক্ষতি,করণীয় কি তাহলে ???

আবারো বলছি,

১) দলবদ্ধ হয়ে চলাচল করুন

২) ফেসবুক এ অপরিচিত ফ্রেন্ড রিকুয়েস্ট বাতিল করুন ।

৩) নিজের মোবাইল নম্বর অপরিচিত কাউকে দিবেন না ।

৪) ফেসবুক এর গোপনীয়তা সেটিংস্‌ বন্ধুদের মধ্যে বজাই রাখুন ।

আমি বলছিনা আপনি চুপ থাকুন । নিজের সব ক্ষোভ জানিয়ে যান আন্দোলনে,অনলাইন জগতে ।

তবে একটু সাবধানতা বজায় রেখে । বোকামি করে ফাঁদে পা দিবেন না । বোকামি করে প্রাণদান আমাদের কারো কাম্য নয় । আমরা বাঙ্গালিরা লড়াই করে মরতে জানি,বোকামি করে না ।

মনে রাখবেন,সতর্কতা ভীরুতার পরিচয় না । সাহসিকতারই অন্যতম উদাহরণ ।

জয় আমাদেরই হবে ।

জয় বাংলা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.