![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারের এই ঘটনাকে দুর্ঘটনা না হত্যাকান্ড বলব বুজতে পারতেছিনা।
ভবনটিতে ফাটল দেখা যায় গতকাল,সেখানে তখন সকল কার্যকম বন্ধ করে দেয়া হয়।
সাভারের (উ,এন,ও) ঐ স্থান পরিদর্শনে গিয়ে জানান সামান্য ফাটল ধরছে এতে ভবন ধসে পড়বেনা ।
আজ আবার সকল কাজ শুর হয়।রানা-প্লাজার ৯ তলার এই ভবনের ১ম তালায় ব্যাংক,২য় তালায় বিপনিবিতান এবং ৩য়-৭ম তলা পর্যন্ত গার্মেন্টস এর কারখানা ছিল আর বাকি দুইতলায় ফাকা ছিল।
এখন পর্যন্ত ৮০ জন নিহত হলেও ভিতরে যেহেতু ৫০০০-৬০০০ মানুষ আটকে আছে তাই এটা অনেক হবে আশংকা করা যায়।বিল্ডিং কোড না মেনে এবং ফাউনডেশন এর থেকেও অধিক ধারণ ক্ষমতার ভবননির্মাণ আর এসকলে দুর্নিতির কারণে আজ মারা গেল এতগুলো মানুষ। কি হবে আর? হবে টকশো,একে অন্যকে দোষারপ।চলবে তদন্ত, তারপর আসবে নতুন কোন বিষয়। তারপর সবাই আস্তে আস্তে ভুলে যাবে এই বিষয়। এভাবেই মূলহোতাকারিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে।
সাভারে ”রানা প্লাজা” ধ্বসে পড়ার
কারনে অনেক লোক আহত হয়ে মুমূর্ষ
অবস্থায়
এখন হসপিটালে আছে। তাদের
জন্যে বিভিন্ন
গ্রুপের রক্তের প্রয়োজন।
স্বেচ্ছাসেবী হিসেবে কিংবা রক্তদানে আগ্রহীদের
তাসলিমা :০১৭১১৫৪৪৫৪৪ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
এছাড়া এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার,
01681212777 (রন্তু)
তুহিন 01923337010
(এনাম ম্যাডিক্যাল)
027743779-82,
01716358146
ঢাকা থেকে যারা রক্ত দিতে চান, তাদের কষ্ট করে যেতে হবে না সাভারে। রক্ত দানে আগ্রহীরা দ্রুত চলে যান শাহবাগ প্রজন্ম চত্বরের মিডিয়া সেলে।
গণজাগরণ মঞ্চে রক্ত সংগ্রহ চলছে। মেডিকেল টীমের সাথে যোগাযোগঃ
ডাঃ উজ্জ্বল-০১৭১৭৬৪৩২০৫
সাগর- ০১৯২৫১৫০২০৪
©somewhere in net ltd.