![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বার বার ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা ।
দুর্নীতিতো এখন রাষ্ট্রের নীতি কিন্তু যেখানে জীবন বলে কথা সেখানে দুর্নীতিকে কোন ভাবে সমর্থ দিয়া যায়না । ফাউনডেশন যা থাকে তার থেকে বেশি তলার ভবন নির্মাণ এখন সবার মৌলিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ।
কারো পৌষ মাস তো কারো সর্বনাশ ।
কম টাকায় ভবন নির্মাণ করে যারা এর ঠিকাদারি করে এবং যারা অনুমোদন দেয় তাদের তো লাভ হয় এবং যে মালিক সে যদি ঐ ভবনের বাসিন্দা না হয় তাইলেতো কোন কথাই নাই ভাই বানান টাকা যাতে একদম কম লাগে এইভাবে বানান । বাকিটা আমি দেইখা নিমু । অমুক ভাই আমার পরিচিত তারে কইলেই সব হয়ে যাবে । আপনে কমের মধ্যে কাজ শুরু করে দেন ।
যার ফলে এই ভবন ধস । মাঝে মাঝে দেখা যায় ফায়ার সার্ভিসের বিজ্ঞাপন । ভাই তোদের যন্ত্রপাতি নাই তোরা এইভাবেই এড দিয়া বেরা যন্ত্রপাতিতো কিনতে পারবিনা । তাই যা আছে তা নিয়ে ঝাপায় পর ।
সরকার এত টাকার বাজেট রাখে কিন্তু কেন এই ফায়ার সার্ভিসের জন্য আর বেশি টাকা বাজেট রাখতে পারেনা তা ঐ দুই নেত্রী যানেন ।
আমরা ভাই মূর্খ মানুষ । কিন্তু তাই বলেতো পশু না !! এই ভবন ধসে যদি ফায়ার সার্ভিসের এই করুন অবস্তা হয় তাইলে কি হবে যদি ভুমিকম্প হয় !! সরকারের উচিৎ এখনো বিষয়টা নিয়ে ভাবা । তা না হলে হয়তো অদুর ভবিষ্যতে আমি,আপনি কেউ বাচবনা । বাচবে তারা যারা এই দেশ চালায় ,ক্ষমতার পালাবদন করে কিন্তু আমরা সাধারণ মানুষেরা তো নিজের টাকায় চলি । আর এইযে মানুসগুলা মরতেসে দুনিয়ার সব মানুষ ওখানে জড়ো হইছে । মনে হইতেসে যে মেলা লাগছে,যারা কোন সাহায্যতো করতেছে না,উল্টা কাজে ব্যাঘাত করতেছে ।
আর এইযে এত প্রশিক্ষণ নেয় আমাদের ফায়ার সার্ভিসের টিম ।
এখনতো বাবুর মত প্রশিক্ষণ ছাড়া মানুষরাই অবদান বেশি রাখতেছে । আর জনতার ঢল তা দাঁড়ায় তামশা দেখতেসে । আগায় যান ভাই-বোনেরা। আপনি গেলে আর যাবে । যত বেশি যাবেন তত বাচবে । আর সব শেষে
১)এই ফায়ার সার্ভিসকে আরও প্রশিক্ষিত এবং আর উন্নত করা হোক ।
২)আরও বেশী বাজেট থাকবে এই সার্ভিসকে উন্নত করার জন্য এইটা দুই নেত্রির প্রতি আমাদের সবার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন । আমরা চাইনা কেউ অকালে মরুক ।
জীবনতা অনেক ছোট উপভোগ করেই মরতে চাই । কেউ চাইনা কোন মায়ের হাহাজারি । কোন আপনজনের লাশ খোজার দৃশ্য । কোন বাবার তার সন্তানকে না খুজে পাবার বেদনা । আমরা ট্যাক্স দেই দরকার হলে আরও দিব সাহায্য দিব তবু এই খাতে নজর দিন । আপনাদের সুনজর ই বদলে দিবে এই বাংলাদেশ ।
©somewhere in net ltd.