নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য চয়ন

অদৃশ্য এক ভুবনে আপনাকে স্বাগতম

বাংলার পথিক

যা মাথায় আসে তাই লেখি

বাংলার পথিক › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে প্রোফাইল পিকচারে পতাকা দেওয়া নিয়ে কতিপয়ের চুলকানী

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩০

আমাদের কিছু বাঙ্গালীর স্বভাবের ভিতর অন্যতম স্বভাব হলো চুলকানী
দেশে যদি আবার মুক্তিযুদ্ধ হয় তাইলে আমি শিওর দেশ এখন দুইভাগে বিভক্ত হয়ে যাবে ।
একপক্ষ থাকবে যারা সত্যিকার অর্থেই দেশের জন্য আবার ঝাপিয়ে পড়বে তবে এইটা যতদূর আমাদের শিক্ষিতরা কিনা সেই সম্পর্কে শিওর বলতে পারতেছিনা তারা হয়তো অনলাইন সংগ্রামটা করবে তবে এদেরও ব্যাতিক্রম অবশ্যেই আছে । কিছু তরুণ এখনো অস্ত্র নিয়ে লড়াই করবে । তবে সাপোর্ট ব্যাপারটা পাবে অন্যদের কাছ থেকে ।মূলত প্রধান অস্ত্র ধরবে ঐ রিক্সাওয়ালা রাই যাদের আসলে অন্য কোন সম্বল নাই
এবাই আসি সেই চুলকানীদের কথা এরা প্রথম থেকেই থাকবে এই যুদ্ধের বিরুদ্ধে । তারা বলিবে দেশের জন্য যুদ্ধ করে কি লাভ । দেশ আমাকে কি দিয়েছে যে আমি দেশের জন্য লড়বো । সারাজীবন দেশের জন্য মোহাব্বত কই আছিলো যে তোমরা এখন লড়বা । কি দরকার !!!!
কতিপয় কিছু সাধু থাকিবে যারা বলিবে চলো ৭১ এর থেকে বেশী মানুষ নিয়ে আমরা লড়াই করবো আমরা রেকর্ড করবো !!!!
রেকর্ড কথাটা এখন আসলে মহামারীর মত ছড়ায় গেছে ।সবকিছুতেই রেকর্ড চাই । আগে খাবার রেকর্ড থেকে টয়েলেটে আগে বের হবার রেকর্ডও
১৬ ডিসেম্বর
অনেকেই চায় যে সবাই প্রোফাইল পিকচারে দেশের পতাকার ছবি দিবো । উদ্যোগটা ভালো । জিনিসটা ভাবতে ভালোই লাগে সবার প্রোফাইলে জাতীয় পতাকার ছবি থাকবে ।
কিন্তু ঐ চুলকানীরা বলবে সারাবছর দেশপ্রেম কই ছিলো যে এখন পতাকা লাগাবা । আরে ভাই সারাবছর কি ঈদ,পূজা লাইগে থাকে নাকি !! ঈদ,পুজা আসলেই তো মানুষ ঐ সময়ে ঈদ,পূজা পালন করে !!! কেউ দিলে আপনাদের সমস্যাটা কোথায় !! তাতে কি আপনার জাত যাচ্ছে !!! না আপনার সমস্যা !! আপনাকে অনুরোধ করছে আর তো কিছু না ।
কিছু সাধু দৌড়াচ্ছে রেকর্ড এর আশায় । ভাই যারা মরলো যে ৩০ লক্ষ মানুষ তারা কি এই রেকর্ড করার জন্য কিংবা এই রেকর্ড দেখবার জন্য মরছে !!! এই যে সবচেয়ে বড় পতাকার রেকর্ড করলাম আমরা !!! কি হইলো মাত্র ৪ দিনের মাথায় কাতার তা ভেংগে ফেললো !! কোথায় গেলো এই রেকর্ড !!!
লোক দেখানো রেকর্ডের চেয়ে মনের শান্তি সবচেয়ে বড় । রেকর্ড ভাংগা যায় কিন্তু মনের শান্তি ভাংগা যায় না ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪১

ফুলঝুরি বলেছেন: সুপার লিখেছেন। এই ব্লগেই আমরা অনেক কিছু লিখি জা নিজেরা মানিনা বা করিনা শুধুই লোক দেখানোর জন্য করা যেমন রাজনীতি নিয়ে অথছো এরা রাজনীতির কিছুই জানেনা। পরিবেশ নিয়ে পরিবার নিয়ে।নারিদের নিয়ে খুব লিখবে দেখবেন যে মা বোন বউ এরদের সাথে ভাল ব্যাবহার করেতে হত কষ্ট বা গায়ে হাত তুলতে নেই।অথছো এরাই ঘরে এই কাজ গুলা বেশি করে।হা হা কি আজব দুনিয়া

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৮

বাংলার পথিক বলেছেন: কথার সাথে একমত । ইদানিং আমিও এমন অনেক কিছুই দেখছি সব কিছুতেই লোক দেখানো একটা ভাব আছে। তবে কিছু ব্যাতিক্রমতো অবশ্যেই আছে ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: আমরা ধর্মের অনুসারী হয় যত না মন থেকে তারচেয়ে বেশী স্বর্গ/ বেহেশতের পুরষ্কারের প্রত্যাশায়। এখানেও একই অবস্থা!

পতাকা দেওয়ায় খারাপের কিছু দেখি না। কিন্তু রেকর্ড করার মানসিকতা খুবই নিচু মানের। সস্তায় সবকিছু করা বাঙালীর জীনে গ্রন্থিত অভ্যাস মনে হয়। মন থেকে আমরা দেশের উন্নতি চাই না বা সেই লক্ষ্যে কাজ করি না। রেকর্ডের ধান্ধায় ঘুরি!

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩০

বাংলার পথিক বলেছেন: আসলে এরা একটা ইস্যু পাইলে ঐটা নিয়েই লাফাইতে থাকে । কিন্তু এইটা বুঝে না রেকর্ড হয় রেকর্ড ভাংগার জন্যেই । নিছক নাম কামানোর চেয়ে সেই খরচটা প্রকৃত কাজে লাগাতে উপকৃত হতো সমাজ

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৫

পৌরাণিক এক মানুষ বলেছেন: পতাকায় সমস্যা নাইক্কা। মাগার সমস্যা হইলো গিয়া, কিছু পুলাপান এই উপায়ে ছেলিব্রেটি হয়্যা মাইয়া পটায়। দেশপ্রেম অগর ভিত্তেই নাইক্কা

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৩

বাংলার পথিক বলেছেন: এক্সাটলি :) এই গুলারে বাইন্ধে একটু বাশ দিলে বেশ ভালোই উপভোগ্য হইতো জিনিসটা চেলিব্রেটি :P

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

আহলান বলেছেন: ভালোবাসা শ্রদ্ধা সম্মান এগুলো লোক দেখানোর জিনিষ নয় .... আমরা বড্ড বেশী মেকী জীবনে রুপান্তরিত হচ্ছি .....

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৪

বাংলার পথিক বলেছেন: আসলে যারা দেখাচ্ছে এরা আসলে দেশপ্রেমিক না এরা চেলিব্রেটি প্রেমিক । এইভাবে হোষ্টিং এর মাধ্যমে নিজের নাম কামাইতে চায় আর কি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.