নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য চয়ন

অদৃশ্য এক ভুবনে আপনাকে স্বাগতম

বাংলার পথিক

যা মাথায় আসে তাই লেখি

বাংলার পথিক › বিস্তারিত পোস্টঃ

রবির বিজ্ঞাপন "দেখিয়ে দাও" আর বাস্তবে দেখাতে গিয়ে ছেলের কপালে জুটলো বখাটেদের জুলুম !!!

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০১

‪‎বিজ্ঞাপন‬ আর বাস্তব !!! কতই ভিন্ন !!!
রবির ফোন উঠাও আর দেখিয়ে দাও এই বিজ্ঞাপনটা হয়তো সবাই দেখছি

আপনারা আমাকে কেউ চিনবেন না
একটি ছেলে এইভাবেই শুরু করে অন্যাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জনমত তৈরীর মাধ্যমে ।
সে সাফল্য হয় । কারণ চারপাশে ছিলো সবাই । সে একা ছিলো না । বখাটেদের সামনে সে তার বাবার দোকান খুলে ফেলে ।

কিন্তু বাস্তবটা একটু ভিন্ন
এই ১৬ ডিসেম্বরের ঘটনা


মতিঝিল থেকে ফার্মগেট যাবার উদ্দেশ্যে একটি ছেলে বাসে উঠে । বিকল্প সিটিং সার্ভিস এর একটি বাস ।
বাসে উঠার কিচ্ছুক্ষণ পরে বাস ছাড়বে এমন সময় বাসে উঠে ৪-৫ জনের ছেলের একটিগ্রুপ । মুরব্বী সুপারভাইজার ভালো ভাবেই বলে গাড়িতে সীট ফাকা নাই ।আপনারা নেমে যান ।
একটি ছেলে মুরুব্বীর গায়ে হাত তোলে এবং ধাক্কা দেয় । মুরব্বী পড়ে যায় ।বাসের প্রতিটি যাত্রী তা হা করে দেখছিলো । কেউ কোন প্রতিবাদ করেনি । সবাই তামাশা দেখতেছিলো ।
কিন্তু আসিফ নামের সেই ছেলেটি একাই সাহস করে সেইখানে এগিয়ে যায় আর মুরব্বীকে জিজ্ঞাসা করে সমস্যা টা কি ? ৪০ জন যাত্রীর ভিতরে সে একাই এগিয়ে যায় !!

এইবার সেইদল মিলে ছেলেটির উপর চড়াও হয় । বাসের প্রতিটা মানুষ চুপ !! নির্বিকার করে ছেলেটির উপর অত্যাচার দেখে যাচ্ছে ।
বখাটের বাস থামিয়ে দেয় । মারতে মারতে ছেলেটিকে বাস থেকে নামায় । বাসের যাত্রীরা মিমাংসা না করে ড্রাইভারকে চাপ দেয় গাড়ি চালানোর জন্য । কেউ আবার বলেও উঠে ছেলেটি বোকা । সেই বখাটেরা ছেলেটিকে মিরপুর ১০ এ নিয়ে যায় এবং সেইখানে কৌশলে ছেলেটি ছাড়া পায় ।

এই হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আসিফের পুরস্কার । ফালতু সাহস দেখানোর বোকামী যাকে বলে !!! অন্যায় দেখে চুপ করে থাকাটাই হচ্ছে আজকাল চালাকী আর প্রতিবাদ মানেই বোকামি । কারণ একা আমরা সবাই । আর সবাই মিলেও কি আমরা একা ? বদলে যাও,বদলে দাও । কিন্তু বদলাবে টা কে ? দেশ আজকে স্বাধীন হলেও নিজেদের কাছে আমরা আজও পরাধীন । কোন সমস্যা দেখলেই সেইখান থেকে পালালেই আমরা যেনো বাচি । কেউ যদি এগিয়ে নাও যায় দাড়িয়েও থাকে দেখবে সবাই পিছিয়েই গেছে !!

একা আমরা সবাই আর একাই থাকতে হবে !!!!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: সত্যিকারের দেখিয়ে দেবার মত মুরোদ যদি এই বাঙালির থাকত, তাইলে এই সরকার এখনো বহাল তবিয়তে টিকে থাকতনা। ভাগ্যিস মুক্তিযুদ্ধ ৭১ এ হয়ে গিয়েছিল। নয়ত আমাদেরকে এখনো পাকিস্তানিদের বদমায়েশি সহ্য করতে হত।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৪

বাংলার পথিক বলেছেন: আর আমরা এখন উর্দুতে লিখতাম ;) ভয়টা আগে পায় বাংগালী তারপর অন্য চিন্তা

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০২

নতুন বলেছেন: নীল আকাশ ২০১৪ বলেছেন: সত্যিকারের দেখিয়ে দেবার মত মুরোদ যদি এই বাঙালির থাকত, তাইলে এই সরকার এখনো বহাল তবিয়তে টিকে থাকতনা।


কথা ঠিক...

সত্যিকারের সাহস থাকলে... দুই দলের চামচামী করতো না... ভোটের অধিকার দিয়েই রাজনিতিকদের কাবু করে রাখতো জনগন...

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৮

বাংলার পথিক বলেছেন: মনের মত একটা বলছেন ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৯

জনাব মাহাবুব বলেছেন: বদলানোর শ্লোগান যারাই দিয়েছে, তারাই গর্তের ভিতর গিয়ে মুখ লুকিয়েছে। X( X(

একটি বিজ্ঞাপনে ক্রিকেটার তামিম এর ডায়ালগ ‍"বয়স এখন ২৩, এখন পটাবে না তো কখন পটাবে" এই মন্ত্রে দীক্ষিত হয়ে রুবেল হ্যাপিকে পটাতে গিয়ে এখন নিজেই মাইনকা চিপায় ফাইসা গেছে। ;) ;)

দেশ একদিন বদলাবে, প্রতিবাদী হতে হবে সবাইকে তাহলে অন্যায়কারীরা অন্যায় করতে আর সাহস করবে না।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৯

বাংলার পথিক বলেছেন: একটি বিজ্ঞাপনে ক্রিকেটার তামিম এর ডায়ালগ ‍"বয়স এখন ২৩, এখন পটাবে না তো কখন পটাবে" এই মন্ত্রে দীক্ষিত হয়ে রুবেল হ্যাপিকে পটাতে গিয়ে এখন নিজেই মাইনকা চিপায় ফাইসা গেছে। ;) ;)
মজা পেলুম :D
সেইটা তো ঠিক আছে দেশ একদিন বদলাবে কিন্তু বদলাবে টা কারা ? আমি,আপনি ? কিন্তু আর কে কে বদলাবে ? সব তো নিজের জীবন রাইখে ফুটে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.