নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য চয়ন

অদৃশ্য এক ভুবনে আপনাকে স্বাগতম

বাংলার পথিক

যা মাথায় আসে তাই লেখি

বাংলার পথিক › বিস্তারিত পোস্টঃ

জিয়াদ মিথ্যা সমাচার !!! কিছু প্রশ্ন যা থেকে শুরুতেই বোঝা যেত যে ব্যাপারটা পুরোটাই বানোয়াট

২৭ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫৪







বাচ্চা(জিয়াদ) যে একটা মিথ্যা বানোয়াট ছিলো শুরু থেকেই তার প্রমাণ মিলেছে শুধু আমাদের খেয়ালতার অভাব ছিলো । আমরা যে কতটা বোকা আসুন দেখি



১) ৬০০ ফিট নিচে পড়েও কিভাবে

কেউ বেঁচে থাকতে পারে ?! একেবারে সরু লম্বা পাইপ । পড়েও বেচে থাকবে কি করে ?



২) ক্যামেরায় ব্যঙ,টিকটিকি আর পরিত্যক্ত কিছু জিনিস ছাড়া আর কোন কিছু(বাচ্চাটিকে) কেন দেখা গেলো না?? আচ্ছা সেই জুসের প্যাকেট কই গেলো ?



৩) ৬০০ ফিট নিচে কারো সাথে কোনো ডিভাইস ছাড়া কিভাবে কথা

বলা সম্ভব হয়েছিলো!!! কথার প্রতিধ্বনি বাচ্চার কণ্ঠ এত নিচ থেকে আসবে কি করে ?



৪)বসির কে গর্তের ভিতরে নামার অনুমতি না দেয়ার মানে এমন নয়তো কেউ আগে থেকেই জানতো গর্তের ভিতরে কোন বাচ্চার অস্তিত্ব নেই।।বসিরকে বানানো হয়েছে পরবর্তী কার্যক্রমের নাটক !!



৫) দড়ি প্রথমে এত নিচে যায়নি আর দড়ি ধরে বাচ্চা টান দিলো সেইটান এত উপর পর্যন্ত আসবেনা মাঝখানে লম্বা পাইপের ঘর্ষণে তা মাঝপথেই থেমে যাবে ।





৬) গুটি কয়েক মিডিয়া চ্যানেল ছাড়া অন্য মিডীয়া গুলো কেন কিছু দেখাছিলো না ? কিংবা এইটা নিয়ে কেন খুব একটা খবরও করলো না অন্য মিডিয়া চ্যানেল গুলা ?



৭)জিহাদের মা-বাবাকে কিন্তু যতটা পারা গেছে হাইড করেই রাখা গেছে ।বিশেষ করে বাবাকে । কেনই বা পুলিশ এত ব্যয়বহুল অপারেশনের আগে চারপাশে পুরো এলাকায় বাচ্চাটিকে খুজলো না ।



৮) আজ শুক্রবার ঢাকার রাস্তায় জ্যাম কম ছিলো । আজ অনেক ঠান্ডা থাকার কারণে রাস্তায় মানুষ ও গাড়িও কম ছিলো । সব কিছু আসতে কিন্তু অনেক সময় লেগেছে



৯) মিডিয়ার একেক জনের একেক রকম তথ্য । এত কাছে থেকে এরা কি করে একেক জন একেক রকম তথ্য পায় !! তথ্য তো এক হবার কথা তথ্য সরবরাহ কারী কিন্তু একজনই থাকে । জিহাদ / জিয়াদ / জিয়া এইটাই কিন্তু বড় ঘাপলা ;)



যাইহোক আমরা আসলে আবেগী বাঙ্গালী । আর এইটা কেবল আমরাই জানি আর তাই আমাদেরকেই এই অবস্থার স্বীকার হতে হয়েছে । আজও আমরা ২ আর ২ ভেক্টরগুণ না করে আমরা প্রথমে করি বীজগাণিতিক যোগ । ভালো স্ক্রীপ্ট হলে ভারতীয় টিভি চ্যানেল বাদ দিয়ে যে আমরা বাংলা টিভি দেখি সেইটাও প্রমাণ



আসলে যাদের এই উদ্দেশ্যে ছিলো তারা অনেক চালাক ছিলো মানতে বাধ্য হচ্ছি কিন্তু একটা বিষয়ে তারা বোকা যে তারা বুঝতে পারেনি সবকিছুর একটা শেষ আছে আমরা বাঙ্গালীরা আবেগের বশে বোকামী করি কিন্তু শেষটাও দেখে ছাড়ি । আর পরিস্কার এখন সবাই বুঝে গেছি যে আসল প্রপোগান্ডা কি ছিলো । ১৪৪ ধারার ব্যাপারটা কিন্তু আমরা আসলেই ভুলে গেছি !! ;) ;) :) :P

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:১৫

কলাবাগান১ বলেছেন: ঠিক যেমন চাদে সাঈদীকে দেখা যায় বলে জামাতি রাজাকার রা মিথ্যা ছড়িয়েছিল..............।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

বাংলার পথিক বলেছেন: সেইটা কিন্তু আমরা সকলেই মোটামোটি বুঝতে পারছিলাম যে ব্যাপারটা মিথ্যা কিন্তু কালকের ঘটনায় অনেক সময়ই বোকা ছিলাম :-P

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:২৬

খেলাঘর বলেছেন:

দেখা যাক, সময়ের সাথে সব বেরিয়ে আসবে।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

বাংলার পথিক বলেছেন: নতুন প্রপোগান্ডা ছড়ানোর চেষ্টা চলছে যে ৫০ ঘন্টা পরেও জীবন্ত বাচ্চা বের হওয়ার নজির আছে :D

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০০

শাহরীয়ার সুজন বলেছেন: বঙ্গদেশেল রঙ্গমেলায় আরো কতো কি দেখবো।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

বাংলার পথিক বলেছেন: সেইটাই দেখার আসলে অনেক কিছুই এখনো বাকি আছে :P

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০১

কাহাফ বলেছেন: বেকুব জাতি বাংগালী বলে অারো কত কিছু দেখতে হবে.............!!!

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

বাংলার পথিক বলেছেন: আবেগী জাতির জন্য এ এক বাধাধরা নিয়মই বলতে পারেন । আবেগ নিয়ে খেলা

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১১

মাথা নষ্ট সিপাহি বলেছেন: কাল যখন নিউজটা দেখলাম, প্রথমে আবেগী হয়ে গেলাম , তারপর আমার মাথার মধ্য থেকে কিছু গালিগালাজ বের হলো , আমার ওয়াইফ বলল এমন বকছো কেন ? আমি বললাম , --

দেখ পাইপটার গভীরতা ৬০০ ফুট, কিন্তু এর ভিতর যে পাম্প দেওয়া আছে তা তো ৬০০ ফুট নিচে হতে পারে না, এটা বরজোর ২০০ফুট নিচে, আর এই পামপটা যে ব্যাস আর পাইপের যে ব্যাস তাতে পাইপ ও পাম্পের মাঝখনের গ্যাপটা খুবই সামন্য থাকবে আর তা ক্রস করে ছেলেটীর নিচে যাওয়ার কোন সম্ভাবনা নেই এই সাংবাদিক গুলো কি সাধারন নলেজ নেই?
* আর পামপ হয়তো ২০০ফুট নিচে যদি অত্এব এর অনেক উপরেই পানি থাকার কথা ( যদি পরিতাক্তও হয় তবে এর মদ্যে ব্রিষ্টির পানি হলেও থাকবে,) সুতরাং ছেলেটি জীবিত থাকা নিয়ে সন্দেহ।
* পাইপের ব্যাস ১৪ ই: এর ভিতর যে পাইপটা নামানো আছে তার ব্যাস কেউ বলছেন না , যদি ও ভিডিও দেখে মনে হোলো ৩ বা সারে তিন এর কম না, তার উপর মাথায় একটা ক্লাম্প আটকানো ,এই ক্লাম্পটা পাইপের মাঝ বরাবর ২ থেকে আড়াই ই: জায়গা দখল করে আছে তাইলে বাদ থাকলো ১২ ই: একে দুই ভাগ করলে হয় ৬ ই: । দুই পাশে ৬ ই: করে । আবার এই ৬০ ইনচি ব্যাসের অর্ধবৃত্ত আবার বলচছি অর্ধবৃত্ত ভেদ করে কিভাবে একটা ছেলে ৪ বছর এর ভিতর আ যায়।
* আর এই পাইপ তুলতে মোবাইল ক্রেন এর দরকার নেই, উপরে দেখ রেল এর রেলিং দেওয়া আছে সাধারন চেইন পুলি দিয়েও এটা টেনে তোলা যায়,
* সে পানি খেয়েছে , জুস খেয়েছে এটা ঐ বেকুব গুলো বুজলো কেমনে যদি এতো নিচে থকে?
*কথা শুনার কথা না বুঝলাম নিজের কথারই প্রতিধ্বনি শুনছে।
এগুলো আমার বাসতব অভিগ্যতা থেকে বলছি।
সর্বশেষ বউকে বললাম এতো আবেগী হয়ো না সকালে শুনা এর ভিতর কিছু নাই।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

বাংলার পথিক বলেছেন: হা আপনার সাথে একমতই
প্রথমে আমিও ব্যাপারটা আজগুবি মনে করছিলাম কিন্তু এই লাইভ জিনিসটা আইসে ব্যাপারটাকে প্রাণবন্ত করে দিছে । জুস খাইছে ওদের ডাকে সাড়া দিছে এইখানে আরেকটু বেশী বিলিভ করছিলাম মাগার শেষ মুহুর্তে সব ক্লিয়ার হয়ে গেছে । আসলে শুধু আমার একার ক্লিয়ার হবার কথা বলবো না সবারই ক্লিয়ার হয়ে গেছে

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৪

মেমননীয় বলেছেন: চোরের বাপের বড় গলা!
আপনারা কি রেশমা উদ্ধারের কাহিনি ভুলে গেছেন?

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

বাংলার পথিক বলেছেন: হুম সেইটাই সেইখানে ১৭ দিন ছিলো আর ব্যাপারটা যে বানোয়াট ছিলো সত্যি করে বললে বেশীরভাগই তা জানেনা । ঐ মুন্নী সাহা ছাড়া বাকিরা এত হৈ চৈ করেনি তাই আমাদের ভিতর এত ফলোয়াপ করেনি বিষয় টা ।
এইখানে লাইভ আইসে নিয়েই ১২ টা বাজায় দিছে

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০০

বাউল আলমগী সরকার বলেছেন: আমি আর কি বলব
রাত ৩টা পর্যন্ত জেগে ছিলাম
খুবি হতাশ ---------
অফিসে বসে জিমেছি

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

বাংলার পথিক বলেছেন: আপনি তাও আমার থেকে কম সময়ি দেখছেন । আমি শেষ পর্যন্ত এই ৭১ টিভি দেখতেছিলাম আসলে পুরো বিষয়টা যে নাটক তা কনফার্ম হবার জন্য :P

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

নীল আকাশ ২০১৪ বলেছেন: কলাবাগান১ এর মন্তব্যে মিডিয়ার কারামতি সম্পর্কে কিছুটা বুঝা যায়। চাঁদে সাইদীকে দেখা নিয়ে মিডিয়া যতোটা না সরব, তার চেয়ে বেশি ব্যস্ত ছিল এইটা যে একটা গুজব সেটা প্রচারে।

কিন্তু রাজনৈতিক উত্তাপের গত দিনে সরকার চেয়েছে আজগুবি কিছু ব্যাপার নিয়ে মানুষজন মেতে থাক, মিডিয়া সেই ব্যাপারে সরকারকে পূর্ণ সহযোগিতা দিয়েছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১০

বাংলার পথিক বলেছেন: সেইটাই কিন্তু এইটাও কি তাদের মাথায় ছিলো যে সাঈদির সময় ঘটনা জানার পর মানুষ যেইভাবে ঘটনা টাকে পচাইছিলো আজকে এই ব্যাপারে যে আবার মানুষ পচাবেনা ?? সব কিছুর তো শেষ আছে তারা কি আমাদের এতোটাই বোকা ভেবেছিলো !!! :P

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

আজিজার বলেছেন: ১৪৪ ধারার ব্যাপারটা কিন্তু আমরা আসলেই ভুলে গেছি

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১০

বাংলার পথিক বলেছেন: জি সেইটাই । আমার মাথায় কিন্তু সাময়িক ভাবে ব্যাপার টা সেনাই তখন ;)

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

আহলান বলেছেন: আমার প্রশ্ন দুটি
- বা্চ্চাটা গেলো কই?
- না পড়ে গেলে এই নাটকের কি মানে?

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১২

বাংলার পথিক বলেছেন: বাচ্চাটা যে পড়ে গেছে এইটা ছিলো শুধু একটা গুজব আর বাকিরা সবাই যে যার রোল প্লে করছে মাত্র । স্ক্রীপ্ট ছিলো উপরের আর তা দেখে নাটকটি সবাই ভালোই খেয়েছে । ঐ যে শেষে বললাম ১৪৪ ধারার কথা মনে আছে ?? এখন গাজীপুর ;)

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

ইসপাত কঠিন বলেছেন: বেকুবদের হওয়াদের মধ্যে আমি হয়েছি মহাবেকুব। বেশ কয়েকবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে ফোন করেছি। বশির আহমেদকে নামানোর ডিসিশন নেওয়ার পরে ফোন করে বলেছি "এক্ষুনি খবর পাঠান যাতে তাকে না নামানো হয় কেননা এত ছোট পাইপের মধ্যে নামলে সে শিশুটিকে পাশ কাটিয়ে তার পাশে যেয়ে তাকে কোলে নিতে পারবে না বা নিচে যেয়ে শিশুটিকে কোন কিছুর সাথে বাধতে পারবে না। যার জন্য তাকে উল্টো করে নামাতে হবে এবং এত গভীর কুপের নীচে নেমে উঠে আসতে আসতে যে সময় লাগবে তাতে বশীর আহমেদের জীবন ঝুঁকির মুখে পড়বে।" তারা বলেছে যে তারা তখনি জানাচ্ছে। এর ৫ মিনিটের মধ্যে টিভিতে শুনলাম তাকে নামানোর পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। রাতে গুরুত্বপূর্ণ একজন মানুষকে ফোন করে উদ্ধার করার একটা আইডিয়া দিয়েছি।

আর এখন দেখছি কতবড় মহাবেকুবি ই না আমি করেছি।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

বাংলার পথিক বলেছেন: আপনার দোষ দিচ্ছিনা । আপনি আবেগের বশে ছিলেন । আর এইটাই স্বাভাবিক । আমরা বাঙ্গালিরা এই এক বিষয়ে বেশ এগিয়ে আছি তাই আপনি ভালোর জন্যেই কাজটি করেছিলেন কিন্তু শেষে আসলে বুঝতেই পারলেন ;) বশির ছিলো নাটককে চাংগা রাখার জন্য আরেকটি ধাপ

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: @ইসপাত কঠিন, আপনি একজন পূর্ণবয়স্ক মানুষের জীবন বাঁচিয়েছেন। এতে আপনার যতটা অবদান, তার চেয়ে বেশি অবদান ফায়ার সার্ভিসের, তারা যে একজন সিভিলিয়ানের মতামতকে 'গুরুত্ব' সহকারে দেখেছে। তার চেয়েও বড় অবদান মিডিয়ার, যারা সফলতার সাথে মানুষের দৃষ্টি গাজীপুর এবং বকশীবাজার থেকে শাহজাহানপুরে ঘুরিয়ে রাখতে পেরেছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

বাংলার পথিক বলেছেন: হ্যা সেইটাই আমি সেইটাই আসলে বলতে চাচ্ছিলাম । ধন্যবাদ ;)

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

কালের সময় বলেছেন: পুরো জাতিকে গুটি কয়েককটি মিডিয়া মিলে বেকুব বানালো আর আমরাও সেই বেকুুবিতে পাও দিলাম তাই আজ আমাদের এ দশা ।

ধন্যবাদ লেখক আপনাকে আপনার সাথে সহমত এরকম হইতে পারে এতা সময় চ্যানেল এবং আর গুটি দুই একটি মিডিয়ার চাল সাথে আছে রাষ্ট্র সরকারের কিছু হাত । লেখা চমৎকার ৩য় লাইক

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৮

বাংলার পথিক বলেছেন: জি ধন্যবাদ :)

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

ঢাকাবাসী বলেছেন: সবচাইতে করাপটেড অশিক্ষিত নেশনের জন্য এই একটা হাস্যকর স্টান্ট!

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

বাংলার পথিক বলেছেন: আবেগী কথাটা মিছ করছেন :P

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

ইসপাত কঠিন বলেছেন: আমি আমার মন্তব্যের জন্য লজ্জিত এবং তা প্রত্যাহার করে নিচ্ছি।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

বাংলার পথিক বলেছেন: রাতে পোষ্ট দিবো বিস্তারিত বাড়তি কিছু বলার জন্য । ধন্যবাদ :)

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

ইমরান আশফাক বলেছেন: শিশুটি উদ্ধার হয়েছে এবং মৃত।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

বাংলার পথিক বলেছেন: হুম রাতে এই সংক্রান্ত বিস্তারিত পোষ্ট পাবেন :)

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

হাচিবুর রহমান মোল্যা বলেছেন: চমৎকার লেখা,দূরভাগ্য আমাদের জন্মগতভাবেই ধৈর্য্যহীন বলে।আপনি যদি কোন নেতা হতেন তাহলে বলতাম আপনি জীবন্ত একটা মিথ্যা।(সবগুলো লেখা পড়ে মন্তব্য)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯

বাংলার পথিক বলেছেন: হাসিবুর আর আপনি হচ্ছেন একজন মহান আমজনতা :D

কালকের বুয়েটের ক্যামেরা,তারপর বেসরকারী আইপি ক্যমেরা তারপর ভোড়ে ওয়াসার উচ্চক্ষমতার ক্যামেরায় কিছু পাইলো না । কিন্তু এরা আইসে পাইয়ে গেলো !!! সেই একই জায়গায় !!! জাস্ট ওরা পাইছে এইরকম একটা ভিডিও তে ধরছে । বহুত ঘাপলার আচ্ছে ।
আর ফায়ার ব্রিগেড কি ঘাস কাটছে আপনি কি জানেন যে একটি সরকারী প্রতিষ্টান তার সর্বোচ্চ করে তারপর তার সমাপ্তি ডাকে ? রেশমার কাহিনী মনে করুন ।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

বাংলার পথিক বলেছেন: একটা কাজ করে যেতে পারে তাইলে বুয়েট,ফায়ার ব্রিগেড আর ওয়াসার সেই ইঞ্জিনিয়ার দেরো কালো তালিকাভুক্ত করা হোক আর সেই ৩ জনকে বাংলাদেশের বীর বিক্রম ইঞ্জিনিয়ার উপাধিতে ভূষিত করা হোক । সমস্যা নাই রাতে বিস্তারিক পোষ্ট হবে

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

সায়মন এ শুভ বলেছেন: জ্বী পোস্ট দেন। দিয়ে উদ্ধার করেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৮

বাংলার পথিক বলেছেন: অবশ্যেই :D আগে একটু তথ্য সম্পর্কে শিওর হয়ে নিচ্ছি

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

আমি তুমি আমরা বলেছেন: বাচ্চাটাকে শেষ পর্যন্ত মৃত উদ্ধার করা হয়েছে। আপনার রাতের বিস্তারিত পোস্ট কই?

২৮ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:২৭

বাংলার পথিক বলেছেন: দিয়ে দিয়েছি চেক করে নিয়েন

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৪

কলাবাগান১ বলেছেন: আপনারা সব সময় ব্যস্ত ঘোলা জলে মাছ ধরতে....... আপনারা ই হলেন দেশের শত্রু..... সব খানেই ষড়যন্ত্র খুজেন

২৮ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:২৯

বাংলার পথিক বলেছেন: আর আপনি হলে খাটি দেশপ্রেমিক । যে অন্য কাউকে দেশের শত্রু বলে নিজকে দেশপ্রেমিক বানান ;)

২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এতো বেশি বুঝলেতো সমস্যা ভাই, কয়দিন পর আয়নায় নিজের চেহারা দেখে বিশ্বাস করতে পারবেননা যে ওটা আপনি নিজে। যেটুকু বোঝা দরকার সেইটুকু বুঝতে পারলে ভালো, বেশি বা কম বোঝাটা বিরাট সমস্যা।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৯

বাংলার পথিক বলেছেন: আমি ভাই যতটুকুই বুঝি আমার মনে হয় আপনি হিসেবে নিতান্তই বাচ্চা । আগে নিজে বুঝুন তারপর অন্যকে বুঝার পরামর্শ দিন । তাহলেই চলবে । তাহলে হুজুগে শব্দটা পরিহার হবে ।

২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: " আমি ভাই যতটুকুই বুঝি আমার মনে হয় আপনি হিসেবে নিতান্তই বাচ্চা।"

- এই যে ভাই দেখছেন, নিজেই উদাহরন দিয়ে দিলেন। কয়দিন পর আপনার নিজেকেই আর বিশ্বাস হবেনা, আপনার আসলেই চিকিৎসা প্রয়োজন।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩২

বাংলার পথিক বলেছেন: বাচ্চাদের মত ঝগড়া করা আমার অভ্যাস নাই ওকে প্রয়োজন বোধ হলে নিবো ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.