নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৃতির সাথে একাত্ম হওয়া

প্রকৃতির রহস্যময়তা আমাকে বিমোহিত করে। তাই এর সাথে একাত্ম হয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই।

কামরাজ

প্রকৃতির সাথে একাত্ম হওয়াই আমার চেষ্টা

কামরাজ › বিস্তারিত পোস্টঃ

কৌতুক-১

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

শিক্ষকঃ তুমি দেরীতে এসেছ কেন?

ছাত্রঃ লিটল লিটল পুঁটি মাছ ইজ এ বেড তরকারী।

বেছে বেছে ইটিং করতে মাই হয়েছে দেরী।

শিক্ষকঃ পড়া শিখেছ?

ছাত্রঃ হ্যাঁ।

শিক্ষকঃ বল। কেইস কত প্রকার ?

ছাত্রঃ তিন প্রকার।

সাবজেক্টিভ কেইস, অবজেক্টিভ কেইস ও মার্ডার কেইস।

শিক্ষকঃ মার্ডার কেইস কোথায় পেলে ?

ছাত্রঃ স্যার। ওটা বইয়ে দেয় নি। কালকে টেলিভিশনে বলেছে।

মার্ডার কেইসের আসামী জেল থেকে পালিয়েছে।

শিক্ষকঃ আর জেণ্ডার কত প্রকার ?

ছাত্রঃ পাঁচ প্রকার।

মেসকুলিন জেণ্ডার, ফেমিনিন জেণ্ডার, কমন জেণ্ডার,

নিউটার জেণ্ডার ও আলেকজেণ্ডার।

শিক্ষকঃ আলেকজেণ্ডার আবার কি ?

ছাত্রঃ আলেকজেণ্ডারকে চিনেন নি ? উনিতো বিশ্বজয় করেছিলেন।

বিচার গল্পে পড়েছি।

শিক্ষকঃ বা ! সুন্দর। এবার বল-

এ ক্যাট কিলড এ র‌্যাট। এটা কোন কেইস ?

ছাত্রঃ এটা মার্ডার কেইস।

শিক্ষকঃ আচ্ছা ! হি ওয়াজ এ স্টুডেন্ট অব এরিস্টটল। হি কোন জেণ্ডার ?

ছাত্রঃ হি আলেকজেণ্ডার।

শিক্ষকঃ অসাধারণ। তুমি নিশ্চয় আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: :D

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

হিমাংশু বলেছেন: :)

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: শিক্ষকঃ অসাধারণ। তুমি নিশ্চয় সফল রাজনীতিবিদ হবে ;)

=p~ =p~ =p~

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কস কি মোমিন!

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.