নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

আমি জ্বলন্ত আগুনের কয়লা

২২ শে জুন, ২০১৮ রাত ১২:৪০

আমি জ্বলন্ত আগুনের কয়লা,
আমার তাপে জল বাষ্পীভূত হয়ে,
ঠেলে নিয়ে যায় রেলগাড়িটা।

আমি জ্বলন্ত আগুনের কয়লা,
আমার তাপে জল বাষ্পীভূত হয়ে,
সেদ্ধ করে তরিতরকারী, আহারের খাদ্যটা।

আমি জ্বলন্ত আগুনের কয়লা,
আমার তাপে লোহা গলে গিয়ে,
হাতুড়ি পেটায় কামার ভাইয়া।

আমি জ্বলন্ত আগুনের কয়লা,
আমার তাপে জল বাষ্পীভূত হয়ে,
ঘোরায় তাপবিদ্যুৎ কেন্দ্রে টারবাইনটা।

আমি জ্বলন্ত আগুনের কয়লা,
আমার তাপে নিজেকে পুড়িয়ে,
অলঙ্কারে সজ্জিত করি সোনা রূপা।

আমি জ্বলন্ত আগুনের কয়লা,
নিজেকে আগুনে পুড়িয়ে,
ছাই করি নিজের দেহটা।

আমি জ্বলন্ত আগুনের কয়লা,
দুঃখ যন্ত্রণায় নিজেকে পুড়িয়ে,
সাধনা করি ভগবান শিব সাধনা।

আমি জ্বলন্ত আগুনের কয়লা,
সাত আত্মায় বিচ্ছিন্ন হয়ে,
মাটি থেকে তুলি মণীন্দ্রর দেহটা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৮ রাত ১:৫৫

সনেট কবি বলেছেন: ভাল

২| ২২ শে জুন, ২০১৮ রাত ২:৩৮

রাকু হাসান বলেছেন: সুন্দর । শুভকামনা রইলো

৩| ২২ শে জুন, ২০১৮ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: খুব ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.