নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

মা ঊর্মিলা

১০ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০৯


মা, বড় হয়ে সবাই প্রশ্ন করবে আমাকে
আমি কেন যাই নি মা, তোমার মৃত্যুতে।
মা, কি ঘটেছিল ত্রিবেণীতে
সেই ঘটনা কেউ জানবে না, সেদিন যারা থাকবে পৃথিবীতে।
কেন প্রদীপ আসে নি তার মায়ের মৃত্যুতে
সবাই আমাকে মা, ঘৃণা করবে।
মা, আজকের কথা কেউ পারবে না জানতে
তাই মা, সব কথা সহ্য করতে হবে, নীরবে আমাকে।
মা, শিব কখনো মিথ্যা কথা বলে না পৃথিবীতে
শিবের কথা সব সময় সত্য এই মহান জগতে।
তাই মা, তোমাকে যা যা বলেছি, সবই ঘটবে
আমি ভুলে গেলে, মনে করে নিতে পারবো শিব সাধনাতে।
মা, আমার জীবনের শেষে
ভগবান শিব ছাড়া কেউ থাকবে না কাছে।
তবু বলে রাখি মা, তোমাকে
আমি আসি নি পৃথিবীতে এক টুকরো জমি কিনতে।
মা, আমি আসি নি একটা রাজপ্রাসাদ বানাতে
আমি আসি নি অন্যের জমি কেড়ে নিতে।
মা, আমি আসি নি পৃথিবীর বুকে থাকতে
মা, আমি আসি নি সবার সবকিছু কেড়ে নিতে।
মা, আমি এসেছি, আমার রাজবাড়িতে, এক টুকরো মাটি খুঁড়ে
মহারাজা মণীন্দ্র চন্দ্র নন্দীর দেহটাকে তুলতে।
মা, মণীন্দ্রই দাহ করেছিল আমার স্ত্রী স্বর্ণময়ীকে
সেই মণীন্দ্রর সৎকার হয় নি রাজবাড়িতে।
মা, আমার সব সঞ্চয় থাকবে ব্যাঙ্কে
তুমি চাইলে, তুলে দেবো তোমার হাতে।
তুমি মা ঊর্মিলা, প্রদীপের দর্শন পাবে
তুমি মা, তুমিই তো সত্য পৃথিবীতে।
তুমি আমার মূর্খ মা ঊর্মিলা, গর্বে বুক ভরে যায়
তোমার জন্যে প্রদীপ জ্বলে কালিম্পঙে সন্ধ্যেবেলায়।




মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.