নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

মা

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৬



মা, মা, আর একটা গল্প বলো আমায়
তোমার মুখে আর একটা গল্প শুনতে চাই।
বাবা প্রদীপ, কোন কিছু নিজের কাছে রাখতে নাই
সবকিছু অন্যের কাছে রাখতে হয়।
মা, মা, কি বলছো আমায়
আমার জিনিস আমার কাছে রাখবো না, তাই কখনো হয়?
মা, মা, বুঝিয়ে বলো আমায়
আমার জিনিস, অন্যের কাছে থাকবে কেন, বলো আমায়।
বাবা প্রদীপ, কন্যা সন্তান বড় হলে, অন্যের ঘরে রাখতে হয়
তাতে ক্ষতি নেই, লাভ হয়, আরও সন্তান সন্ততি নিয়ে, কন্যা সন্তান বড় হয়।
মা, মা, আরও বলো আমায়
বাবা প্রদীপ, বীজ জমিতে রাখতে হয়।
তাহলে তুমি দেখবে বাবা, সেই বীজ ফসলে ভরে যায়
ফসলে ঘর ভর্তি হয়ে, সকলের কতো আনন্দ হয়।
শাড়ি দোকানে নয়, নারীর কাছে রাখতে হয়
সেই শাড়িতে পরিহিত নারী কত আনন্দিত হয়।
ছোট মাছ পুকুরে ছেড়ে দিতে হয়
একদিন পুকুর মাছে ভরে যায়।
বাবা প্রদীপ, টাকা ব্যাঙ্কে রাখতে হয়
তাহলে সুদে আসলে অনেক টাকা হয়।
ফলের গাছ মাটিতে রাখতে হয়
তাহলে গাছ বড় হয়ে ফলে ভরে যায়।
ফুলের গাছও মাটিতে রাখতে হয়
তাহলে গাছটাও ফুলে ভরে যায়।
গাড়ি পথে রাখতে হয়
তাহলে টাকা পয়সায় গাড়ি ভরে যায়।
ছোট ছোট ছেলে মেয়েকে বিদ্যালয়ে দিতে হয়
বিদ্যালয়, ছেলে মেয়েকে পণ্ডিত বানিয়ে ফেরৎ দেয়।
বাবা প্রদীপ, যার কাছে যা রাখা হয়
সবাই তাই বা তার বেশি ফেরৎ দেয়।
বাবা প্রদীপ, সবার কাছে যা রাখা হয়
সবাই তাই ফেরৎ দেয়, সবাই একে সত্য কয়।
বাবা প্রদীপ, খাদ্য-খাবার পেটে রাখা হয়
পেট সেগুলোকে পরিবর্তন করে মল-মূত্র দেয়।
বাবা প্রদীপ, এখন বলো আমায়
সত্য কাকে কয়।
মা, পেটে যা কিছু রাখা হয়
পেট সব সময় মল-মূত্র দেয়।
কখন কার পেটে কি রাখা হয়
কেউ জানে না, পেট মল-মূত্র দেয়।
মা, ব্যাঙ্কে টাকা রেখে টাকা পাই
জমিতে বীজ রেখে বেশি ফসল পাই।
মা, যেটা রেখে, সেটা যদি পাই
সত্য তো মা, সেটাই হয়।
মা, পেটে যে খাদ্য রাখা হয়
পেট সেই খাদ্য পরিত্যাগ করলে, কেমন হয়।
মা, তাহলে ক্ষুধার প্রশ্নই ওঠে না
একই খাদ্যের বার বার আদান-প্রদান হতো, কোন অসুবিধা হতো না।
পেটে খাদ্য রাখার সাথে সাথে পরিবর্তিত হয়
কেউ জানে না, কার পেটে কোন্‌ খাদ্য রয়।
সবাই জানে, সবার পেট থেকে একই মল-মূত্র বের হয়
অথচ নানান জনের পেটে নানান খাদ্য রাখা হয়।
মা, পেটই সত্য কথা কয়
মা, কার পেটে কি আছে, কারোর জানার কথা নয়।
পেট সবার খাদ্য জমা রেখে, মলে পরিণত করে
পেটে খাদ্য রেখে, ফিরে পাওয়া যায় না কোনদিনে।
মা, সব জায়গায়, সব কিছু রেখে, সব কিছু ফিরে পাওয়া যায়
মা, পেটে সব সময় খাদ্য রাখতে হয়, অথচ ফিরে পাবার আশা ত্যাগ করতে হয়।
মা, বেঁচে থাকার জন্যে পেটে সব সময় খাদ্য রাখতে হয়
অথচ ফিরে পাওয়া যায় না, এতো খাদ্য কোথায় যায়?
মা, পেটকে প্রশ্ন করলে, পেট বলবে
আমার কাছে যা দিয়েছিলে রাখতে,
সবই বের করে দিয়েছি মল-মূত্র করে।
পেট নইলে সকলকে বলবে
জানো যখন, তখন খাদ্য রেখো না আমার কাছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: নায়কঃ ডাক্তার ছাব, আমার মায় বাচব তো??
ডাক্তারঃ খুব দ্রুত অপারেশন করতে হবে।অপারেশনের জন্য ৪০ লাখ টাকা লাগবে।
নায়কঃ আপনে কুনু চিন্তা করবেন না ডাক্তার ছাব! আমি রিকশা চালাইয়া, ইট ভাইঙ্গা, ঠেলাগাড়ি ঠেইল্যা দুই দিনের মইধ্যে আপনের সব টাকা জোগাড় করুম !!!








ডাক্তারঃ আগে কোবি তো! তাইলে এত টাকা খরচ কইরা ডাক্তারী না পইড়া ঠেলাগাড়ি চালাইতাম

২| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: কবিতা খুব সুন্দর হইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.