নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

ভগবান শিব সাধনা

০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৮:২৯

ভূতপ্রেতের ডেরায় তোমরা কেউ যেয়ো না একা
যতই থাকুক সাহস তোমার কিছুই করতে পারবে না।
উঁচু উঁচু গাছের ডালে নিয়ে যাবে তোমায় তুলে
উপুড় হয়ে পড়বে তুমি যতই সাহস থাকুক বুকে।
মরার পরে নতুন দেহ ভূতপ্রেত জিন শয়তান
আঁধার রাতে জঙ্গলেতে গাছের ওপর বাসস্থান।
বিকট বিকট আওয়াজ তাদের, কানপাতা দায় ভারী
ভেলকি খেলার চালে তারা দোল খেয়ে যায় জানি।
দূরে দূরে চোখ জ্বলে ওই, অদৃশ্য হয় তৎক্ষণাৎ
হৃৎপিণ্ড কেঁপে ওঠে, সাদা কালো মূর্তিমান।
ভূতপ্রেত জিন সবই আছে, ডাকো তুমি যে নামে
একলা গেলে বুঝবে তুমি, পারবে না আর আসতে ফিরে।
পদে পদে ভয় ভীতিটা জড়িয়ে ধরবে তোমাকে
কি করে চাও লড়তে তুমি, যায় না দেখা দুটি চোখে।
শূন্যে তোমায় তুলে নিয়ে মারবে আছাড় ফেলে দিয়ে
কি করে ভাই ভাবলে তুমি ভূতপ্রেত নাই পৃথিবীতে।
ভূতপ্রেত জিন সবই আছে ব্যাখ্যার গুনে কুপোকাৎ
গীতা বলে নতুন দেহ মরার পরে সবাই পায়।
মরার পরে জন্ম সবার ভূতপ্রেত জিন শয়তানেতে
নতুন দেহ এটাই তাদের যায় না কাটা তরবারিতে।
গীতা বলে নতুন দেহ মরার পরে হয় গো সবার
তরবারি তুচ্ছ সেথায় যায় না কাটা দেহ যে তার।
এই দেহটা সেই দেহটা যাকে বলে ভূতপ্রেত জিন শয়তান
আগুন তুচ্ছ, বাতাস তুচ্ছ, তুচ্ছ সেথায় জল।
জন্মে হলো মানুষ যারা,
মরার পরে ভূতপ্রেত জিন শয়তান হলো তারা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:০৬

চাঁদগাজী বলেছেন:



পদ্য লিখতে ভালো লাগে?

২| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৭

বিটপি বলেছেন: ভূতের ডেরা কোথায় থাকে, বলে দেবেন দাদা?
তাদের খুঁজতে ঘুরে ফিরেছি অনেক বন আর বাদা।
শেয়াল কুকুর ছাড়া কিছু পাইনি খুঁজে আর
মদ্দিখানে সাপের তাড়ায় হয়েছিলাম সাবার।
ভূত দেখার খুব শখ আছে তাই, কেম্নে যাবে দেখা?
দেখতে পেলে বুঝে নিতুম, যাবে যে ব্লগ লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.