নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

ভগবান শিব সাধনা

১০ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:০০

দেহ ছাড়া শয়তান রে তুই নদীর ধারে বাস
কোন্‌ বাড়ির শয়তান রে তুই মুখে বিশ্রী আওয়াজ।
গাছ গাছালির ডাল ভাঙিস না থাক না গাছে বসে
বাড়ি ঘরে ঠাঁই পাস নি ডাকিস নাকি সুরে।
কি ভেবেছিস তুই শয়তান ভয় দেখাবি আমায়
আমার ভয়ে তুই পালাবি এই তো রাতের বেলায়।
কি আছে তোর ক্ষমতা আমার আছে জানা
ঘাবটি মেরে লুকিয়ে থাকা ধরিস গাছের মাথা।
তালগাছের মাথায় থেকে কেনো করিস আওয়াজ
ভয় যদি তোর না থাকে তো কেনো ভাঙিস ডাল?
আয় চলে আয় আমার কাছে আমি গাছের তলায়
অন্ধকারে ভয় দেখানোর অভ্যাস এবার ছাড়।
মানুষ হতে পারলি না তুই হলি মরে শয়তান
বড় বাড়ির আসবাব ছেড়ে ঠাঁই পেলি তুই তালপাতায়।
কি আর করবি বলতে পারিস মুখে ছিপি আঁটা
নইলে তোকে চিনবে সবাই বলবে হারামজাদা।
ভয় দেখানো তোর সাজে না তুই তো মানুষ ছিলি
মরে গিয়ে কি করে তুই এমন শয়তান হলি?
নদীর ধারে কেউ থাকে না গভীর রাতের বেলায়
কেনো রে তুই আওয়াজ দিস ঘুম কি চোখে নাই?
কে বলেছে আওয়াজ দিতে গভীর রাতের বেলায়
কে বলেছে ডাল নাড়াতে তালগাছের ওই পাতায়।
ডাল ভেঙে ভয় দেখানো শয়তানেরই কাজ
কোন্‌ বাড়ির শয়তান রে তুই থাকিস নদীর ধার।
গাছের মাথায় শয়তান থাকে তলায় থাকে মানুষ
আগুনের গোলা না ছুড়ে তুই রাখ না মুখে আগুন।
খেজুর গাছের পাতায় পাতায় সাড়াশব্দ নাই
তুই শয়তান পথে নেমে আগুন জ্বলে দেখাস।
বুঝি বুঝি তোর ক্ষমতা রাখ ক্ষমতা তোর কাছে
সাহস যদি থাকে রে তোর আয় না আমার কাছে।
আগুন জ্বলিস, শব্দ করিস, কেনো লুকিয়ে থাকিস
কাছে এসে বল্‌ না আমায় কেমন শয়তান হয়েছিস।
কোন্‌ বাড়ির শয়তান রে তুই, কোথায় ছিলো ঘর
মরার পরে শয়তান হয়ে নদীর ধারে করিস বাস।
কি করে তুই আগুন হয়ে জ্বলিস, বলতে পারিস আমায়
কি করে তুই শব্দ করিস, বল্‌ না ওরে শয়তান।
দাউ দাউ করে জ্বলে আগুন পথের মাঝেতে
রাতদুপুরে কে জ্বালালো এমন আগুন এখানে?
তুই শয়তান সবই পারিস, আয় না তবে কাছে
একটিবারের জন্যে কথা বলতে পারি তোর সাথে।
কেনো রে তুই লুকিয়ে লুকিয়ে জ্বলিস আগুন হয়ে
তোর ক্ষমতা অনেক আছে দেখতে পাচ্ছি চোখে।
নদীর ধারে কেউ আসে না গভীর রাতের বেলায়
নইলে সবাই পড়ে যাবে মেছো ভূতের পাল্লায়।
ভয় পেয়ো না, ভয় পেয়ো না, ভূত তো গাছে থাকে
দেহ ছাড়া ভূতের কথা কে না বলো জানে।
ভূত পেত্নীর কারসাজি দেখবে তুমি কত
গভীর রাতে নদীর ধারে দেখবে তুমি তত।
আলো যদি সঙ্গে থাকে, ভয় ভীতি সব পালায় দূরে
ভয় ভীতি সব অন্ধকারে ঘাবটি মেরে জাপটে ধরে।
ভয় পেয়ো না, ভয় পেয়ো না, আলো আছে সাথে
অন্ধকারে ভয় ভীতি সব ঘাবটি মেরে থাকে।
শয়তানেরা গাছে থাকে, আসতে চায় না কাছে
বুদ্ধি ওদের অনেক আছে, বোকা নয়কো মোটে।
ভূত দেখা কি এতই সহজ, মোটেই সহজ নয়
কার ভাগ্যে কি যে ঘটে ভাগ্যে লিখন হয়।
অন্ধকারে গা ছম্‌ছম্‌ তাকাই চতুর্দিকে
হঠাৎ হঠাৎ শব্দ শুনি ডাল ভাঙতে গাছে।
আলো ফেলি চারিদিকে কোথাও কিছু নাই
শয়তানেরই কারসাজি বুঝতে বাকি নাই।
হুড়মুড়িয়ে পড়লো ভেঙে তালগাছের এক পাতা
কে ভেঙেছে যায় না বোঝা, কাউকে যায় না দেখা।
তুই শয়তান লুকিয়ে থেকে ভাঙিস গাছের ডাল
কোন্‌ বাড়ির শয়তান রে তুই আমায় একবার বল্‌।
তোকে নিয়ে কে কি করবে আমার জানা নাই
তুই শয়তান ভয় দেখাতে কেনো থাকিস গাছের মাথায়?
ভয় দেখানো ছেড়ে শয়তান ভালো কাজ কর
নইলে তোর ওপর পড়বে এবার ঝাঁটা জুতোর ঝড়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: এতক্ষণ কি শিবের কথা কইলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.