নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

ভগবান শিব সাধনা

১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৮

তোমার শয়তানকে রাখো তোমার ঘরে
কেনো থাকে তোমার শয়তান আমার ঘরে?
তোমার শয়তানকে রাখো তোমার ঘরে
কেনো থাকে তোমার শয়তান পথেঘাটে?
তোমার শয়তানকে রাখো ধরে তোমার ঘরে
কেনো থাকে তোমার শয়তান আমার বাগানে?
তোমার শয়তানকে রাখো ধরে তোমার ঘরে
কেনো থাকে তোমার শয়তান আমার বাঁশবাগানে?
কেনো থাকে না তোমার শয়তান তোমার কাছে
কেনো থাকে তোমার শয়তান তোমাকে ছেড়ে?
জীবিত অবস্থায় তোমার স্বামী থাকে তোমার কাছে
কই তখন তো তোমার স্বামী থাকে না আমার কাছে।
মরার পরে তোমার স্বামী-শয়তান কেনো থাকে বাগানে
ভয় দেখিয়ে বেড়ায় সকলকে, পারি না যেতে ভয়ে বাগানে।
বলে রাখছি তোমাকে, তোমার শয়তানকে তাড়াতে
ঝাঁটা জুতা নিয়ে যাবো সঙ্গে করে,
তখন তুমি কিছু বলো না আমাকে।
জীবিত অবস্থায় দাও নি তাকে খেতে
তাই তো তোমার শয়তান থাকে আমার পুকুর পাড়ে বসে।
ঘুম থেকে উঠে দেখি কত মাছ রয়েছে পড়ে
তোমার শয়তান আমার পুকুরের মাছ ধরেছে সারা রাত ধরে।
তোমার শয়তান ঘোরে পাড়াময়, বাঁশবাগান জুড়ে তার ঠাঁই
তোমার শয়তান থাকুক তোমার ঘরে তাতে আমার আপত্তি নাই।
ভুল করেও তোমার শয়তান যেনো না ঢোকে আমার ঘরে
তাহলে ভালো হবে না, তার পিঠে ঝাঁটা জুতা পড়বে।
ওরে ও শয়তান, তুই দেহ ছেড়ে কোথায় থাকিস লুকিয়ে
সাদা থান পেলি কোথায় বল্‌ না রে তুই আমাকে।
খেজুর গাছের মাথায় কেনো রে তুই থাকিস
তালগাছের মাথায়, বটগাছে কেনো রে তুই আস্তনা গেড়েছিস?
রাতের বেলায় ঘরে না থেকে কেনো রে তুই থাকিস ওইসব গাছে
কোন্‌ বাড়ির শয়তান রে তুই বল্‌ না এখনই আমাকে,
নইলে এখনই ঝাঁটা পেটা করে দূর করবো তোকে এখান থেকে
এ জায়গা নয় তোর জন্যে।
তুই কোন্‌ বাড়ির শয়তান বল্‌ না রে তুই আমাকে
থাক না গিয়ে নিজের ঘরে, কেনো আছিস হেথায় পড়ে
যা চলে যা এখনই এই পথঘাট বাগান মন্দির ঘর পাহাড় ছেড়ে নিজের ঘরে।
তুই যে বাড়ির শয়তান, তুই থাক না গিয়ে সেই বাড়িতে
কেনো রে তুই আমার বাগানে এসে করিস জ্বালাতন সকলকে।
তোর বাড়ির সব শয়তানকে রাখ তুই ধরে তোর বাড়িতে
পথে-ঘাটে আগানে-বাগানে না দেখি তোর শয়তানগুলোকে।
কি ভেবেছিস শয়তান, তোর ঘরের সবাইকে ভালো রেখে
আমার ঘরে এসেছিস জ্বালাতে পোড়াতে
জেনে রাখ শয়তান, দিন যাচ্ছে বদলে, দেখ তোরা এইমুহূর্তে
আমার বাগান জঙ্গল পাহাড় ছেড়ে তুই শয়তান চলে যা তোর ঘরে।
ওরে ও শয়তান, তুই পেলি কোথায় এমনতর ধবধবে সাদা থান
বললি না তো আমায়, মরার পর কোথায় পেলি ধবধবে সাদা থান?
বাড়িতে তোর বিধবা মা আছে, কেনার ক্ষমতা নাই এমন সাদা থান
তুই শয়তান বাড়ি যা, পারিস যদি নিয়ে যা মায়ের জন্যে একটা সাদা থান।
কারোর দেখি কালো থান, কোথায় পেলি রে ওটা শয়তান
কে দিয়েছে তোকে, বল্‌ না আমায় শয়তান।
যা পেয়েছিস, সব নিয়ে আয় আমার ঘরে
থাকিস না আর পরের ঘরে, পরের বাগানে।
তুই তো আমার শয়তান, দেহ ছেড়ে কেনো থাকিস পরের ঘরে
দেহ ছাড়াই আয় চলে আয়, থাক না আমার ঘরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.