![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি কি একজন যুবতী?
সুঠাম দেহের অধিকারী?
ফেসবুকে ২০০০০ ফলোয়ার চান?
নিজেকে সেলেব্রেটি বানাতে চান?
মাত্র ৫টি ধাপেই আপনি হয়ে উঠবেন টক অফ দ্যা কান্ট্রি, জাতীয় ক্রাশ এবং সেলেব্রেটি।
যা যা লাগবেঃ
১) একটি ক্যামেরা সহ মোবাইল
২) ইন্টারনেট এবং ফেসবুক আইডি
৩) সামান্য শরীর দোলানো
নিমোক্ত ধাপ গুলো অনুসরণ করুনঃ
১) মোবাইলের ক্যামরা অন করুন (ভিভাভিডিও বা যেভাবেই হোক)
২) মোবাইলটি এমন জায়গায় রাখুন যাতে আপনার পুরোটা ভিডিও হয়
৩) হিজাব উড়না খুলুন (এক্ষেত্রে জামাটা টাইট হতে হবে)
৪) শরীর ঝাঁকিয়ে বেসুরা সুরে গেয়ে উঠেন অথবা ময়ূরীর নাগীন ড্যান্স দিতে পারেন যেটি অবশ্যই রেকর্ড হবে।
৫) ফেসবুকে আপলোড দিন
কনগ্রাচুলেশন, আপনি আগামী কয়েক ঘন্টার মধ্যে সেলেব্রেটি হয়ে যাচ্ছেন।
কাজ হয়নি?
তাহলে ৩য় ধাপে হিজাব,উড়নার সাথে উপরের জামাটিও খুলে ফেলুন আর ৪র্থ আর ৫ম ধাপ আগের মত অনুসরন করুন।
কনগ্রাচুলেশন, এইবার আপনি শিওর সেলেব্রেটি।
টিউটোরিয়ালটির জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪০
অসামাজিক শাকিল বলেছেন: সার্কজম বুঝা বাঙ্গালীর কাজ নয়
২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ ভোর ৪:০৫
মহা সমন্বয় বলেছেন: LOL
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ ভোর ৪:১৪
শেয়াল বলেছেন: ফাক অফ
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ ভোর ৪:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: কাজ-কর্ম নিয়ে ব্যস্ত থাকুন..........
ভালো থাকবেন।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ ভোর ৫:৪২
মো:সাব্বির হোসাইন বলেছেন: আপনার মতো হীন মানুষিকতার লোকদের জন্য সমাজের এই অবস্থা।
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪০
অসামাজিক শাকিল বলেছেন: সার্কজম বুঝা বাঙ্গালীর কাজ নয়
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৩:০৭
রাসেল সরকার বলেছেন: আপনার নষ্ট মানসিকতার চিন্তার পরামর্শটি আপনার বোন এবং নিকট আত্মীয়দের দিয়েছেন কি ???