![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি কি একজন যুবক?
অতিরিক্ত ফ্রি মাইন্ডের?
ফেসবুকে ২০০০০ ফলোয়ার চান?
নিজেকে সেলেব্রেটি বানাতে চান?
মাত্র ৫টি ধাপেই আপনি হয়ে উঠবেন টক অফ দ্যা কান্ট্রি, জাতীয় ক্রাশ এবং সেলেব্রেটি।
যা যা লাগবেঃ
১) ইন্টারনেট এবং ফেসবুক আইডি
২) ব্লক না খাওয়ার উপায় সমুহ
৩) একটু লুতুপুতু করার অভ্যাস
নিমোক্ত ধাপ গুলো অনুসরণ করুনঃ
১) ইন্টারনেট সংযোগ নিয়ে ফেসবুকে লগ ইন করুন।
২) ডি এস এল আর দিয়ে কয়েকটা ছবি উঠাইয়া আপলোড করুন।
৩) প্রথম ধাক্কায় বেশ কিছু মানুষ অ্যাডান। (ফেক না হলেই ভালো)
৪) ৩য় ধাপে বন্ধু হওয়া মানুষ গুলোর প্রোফাইল ঘেটে যত মেয়ে আছে তাদের অ্যাড করুন। (সাথে লম্বা ফ্রেন্ডলিস্টওয়ালা ছেলেদেরও অ্যাডাইতে পারেন)
৫) ইনবক্সে কিছু লুতুপুতু করেন আর রেডিও মুন্নার পোষ্ট কপি পেস্ট মারেন।
কনগ্রাচুলেশন, আপনি আগামী কয়েক ঘন্টার মধ্যে সেলেব্রেটি হয়ে যাচ্ছেন।
কাজ হয়নি?
তাহলে ৬ষ্ট ধাপ হিসেবে ৪র্থ ধাপ পুনরাবৃত্তি করুন।
কনগ্রাচুলেশন, এইবার আপনি শিওর সেলেব্রেটি।
টিউটোরিয়ালটির জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৩:০০
অসামাজিক শাকিল বলেছেন: অন্য কি উপায় আছে বলুন তো ভাই
২| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৩
হাসিব নাহার বলেছেন: যাইহোক এত চেলেব্রাতি থাকতে পিক এ এই চেলেব্রাতির প্রোফাইল SS ব্যবহার করার মানে কি?
ওনার ব্যাপারে চুলকানি আছে নাকি?
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৩:০০
অসামাজিক শাকিল বলেছেন: উনারে ভালো লাগে তাই, চুলকানির কি আছে
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ২:৫৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কাম হয় না রে,ভাই।
সবাই তো ডিএসএলার দিয়াই ছবি তুইল্লা ফেসবুকে আপলোডায়।আমারটা গণায় ধরে না।