নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
লজ্জা তোমার নাই গো বধু
প্রিয়ার দেখা পেলে
রঙবেরঙের বলছো কথা
মাথার ঘোমাটা ফেলে।
মুচকি হেসে গায়ে ঘেসে
করছো অট্টহাসি
কথার মাঝে বুঝিয়ে দিচ্ছ
কতই ভালবাসি?
হেলে দুলে হাত নাড়িয়ে
তোমার কথার মাঝে
হাতের চুড়ি রিনিঝিনি
কিঙ্কিণি যে বাজে।
মুখের কথার ফুলঝুরিতে
দুলছে কানের ফুল
কতই কথা বলবে তুমি
পাচ্ছ না তো কুল।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩০
প্রামানিক বলেছেন: হে হে দারুণ।
২| ২৫ শে মে, ২০১৩ ভোর ৬:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: হেলে দুলে হাত নাড়িয়ে
তোমার কথার মাঝে
হাতের চুড়ি রিনিঝিনি
কিঙ্কিণি যে বাজে।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।
৩| ২৫ শে মে, ২০১৩ সকাল ৯:১১
তুহিন সরকার বলেছেন: মুখের কথার ফুলঝুরিতে
দুলছে কানের ফুল
কতই কথা বলবে তুমি
পাচ্ছ না তো কুল।
প্রিয়া লজ্জাভীরু কাব্য গাথা..............
ধন্যবাদ প্রমানিক ভাই।
সাদামনের মানুষকে বলছি, ভাই বধু যে আপ্রাণ চেষ্টা করেও ভোমটা খুলতে পারছেনা কথা সাথে চোখের দেখা হবে কি করে।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, তুহিন সরকার কথা ঠিকই বলেছেন। ধন্যবাদ।
৪| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:১০
মোঃ জুম্মা বলেছেন: ভালো লাগল। আপনাকে একজন এনিমেশনে মন্তব্য দিয়েছে সেটাও ভালো লেগেছে।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জুম্মা।
৫| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪৯
কালনী নদী বলেছেন: বলতে লজ্জা হচ্ছে কিন্তু না বরেও পারছি না। এটা আমার ম্যাম সাহেবা।
১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৩ ভোর ৬:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: