![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ঢাকের মত টাক পড়েছে
বদ্যিনাথের মাথায়
চুল নাই তাই সারা দিনমান
টেকো মাথায় হাতায়।
সেদিন সে যে গাছ তলাতে
গাচ্ছে গলা ছেড়ে
বেয়াদব কাক টাক বরাবর
দিল বিষ্টা ছেড়ে।
গরম গরম বিষ্ঠা পড়ায়
চমকে উঠে যেই
রাগের মাথায় ধমকে বলে,
‘ছেই ছেই ছেই ছেই’।
‘যেদিন তোকে ধরব আমি
খত দিব যে নাকে’
কথা বলতেই কাকের বিষ্ঠা
আবার পড়ল টাকে।
টাক মাথাতে বিষ্ঠা নিয়ে
এদিক ওদিক চায়
অন্য লোকে দেখবে বলে
চোরের মত যায়।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫১
কালনী নদী বলেছেন: টাক মাথাতে বিষ্ঠা নিয়ে
এদিক ওদিক চায়
অন্য লোকে দেখবে বলে
চোরের মত যায়।
হাহাহাহাহাহাহা
১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫৫
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: ভালো লেগেছে।