নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
বিদায় দে মা দেশ ছেড়ে যাই
বাঁচি কি না বাঁচি
খুন খারাপি গুমের রাজ্যে
আমরা এখন আছি!
এই জীবনের মূল্য নাই মা
গুমকারীরা ধরলে
কোথা থেকে কি হয়ে যায়
ওদের হাতে পরলে?
কিসের নেশায় করছে এসব
আসে না তো বুঝে
গুমের পরে নদীর ভিতর
লাশ পাওয়া যায় খুঁজে।
সান্ত্রী-সিপাই তারাও এখন
পায় না খুঁজে কুল
জানি না মা এই জাতিটা
করছে কোথায় ভুল?
শান্তি নাই মা ঘুম হয় না
আতংকেতে থাকি
সারারাত্র দু’হাত তুলে
বিধাতাকে ডাকি।
এই ভাবেতে কতদিন মা
থাকবো নিজের দেশে
গুম খুনে নয় আতংকেতেই
মরবো বুঝি শেষে।
তার চেয়ে মা মাপ করে দিস
যদি না হয় দেখা
তোর জন্য মা রেখে গেলাম
ছোট্ট একটি লেখা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা মে, ২০১৪ রাত ১১:৫২
হাসান বিন নজরুল বলেছেন: আজ কেউ নিরাপদ নয়
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০১
প্রামানিক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্য।
৩| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১১
কালনী নদী বলেছেন: শান্তি নাই মা ঘুম হয় না
আতংকেতে থাকি
সারারাত্র দু’হাত তুলে
বিধাতাকে ডাকি।
ঠিক বলেছেন ভাই।
১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালনী নদী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৪ রাত ১০:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: সময়োপযোগী সুন্দর লেখনি ++++++++++++