নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
হারাম খেয়ে করছি আরাম
ব্যারাম নিয়ে আছি
মনের মাঝে নাই রে শান্তি
কয় দিন যে বাঁচি!
ঘুষ পেলে রে হুশ থাকে না
খামছে ধরে খাই
ন্যায় হলো না অন্যায় হলো
বাছ-বিচার আর নাই।
হারাম খেতে আরাম লাগে
তাই তো খাচ্ছি জোরে
অসুখ বিসুখ বিপদ হলেই
পরছি তখন ঘোরে।
টাকা থাকলেই বিধাতাকে
করছি না আর স্মরণ
শেষ কালেতে ডাকছি যখন
হচ্ছে তখন মরণ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৩৭
এ কে এম রেজাউল করিম বলেছেন: ছড়ায় ভালো লাগল।
কবির প্রতি সুভেচ্ছা র'ল।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা রইল।
৩| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৯
কালনী নদী বলেছেন: হারাম খেতে আরাম লাগে
তাই তো খাচ্ছি জোরে
অসুখ বিসুখ বিপদ হলেই
পরছি তখন ঘোরে।
শুভেচ্ছা রইল।
১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৩৭
এ কে এম রেজাউল করিম বলেছেন: ছড়ায় ভালো লাগল।
কবির প্রতি সুভেচ্ছা র'ল।