|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 প্রামানিক
প্রামানিক
	শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
সৃষ্টিতে আমি নই পতিতা 
কিন্তু ক্ষমতার জোরে
জন্মের পরে মানুষ ছিলাম
পতিতা বানালে মোরে।
মানুষ হয়েও এই সমাজে
হলাম সমাজ ছাড়া
যারা আমায় নষ্ট করলো
সমাজ সেবক তারা।
আমি হলাম ভোগের বস্তু
তারা হলো ভোক্তা
আমার ভাগ্যে ফেলনা খাবার
তাদের ভাগ্যে কোপ্তা।
দেহটা মোর খাচ্ছে কুঁড়ে
নির্ঘুম কাটাই রাত
মানুষ হয়েও নাই অধিকার
হলাম নিচু জাত?
ভোগের সময় ঘৃণা হয় না
ঘৃণা করে পরে
খাওয়া শেষে কলার পাতা
ফেলছে তুচ্ছ করে।
পতিতা বলে দিচ্ছে গালি
করছে অভিশাপ
সেই দেহেতে হে বিধাতা
তারাই করছে পাপ!
পাপের কথা কেউ জানে না
তুমি তো সব জানো
হর হামেশা তুমিই প্রভু
সকল হিসাব টানো।
অনিচ্ছাতে দিচ্ছি দেহ
কেমনে হয় মোর পাপ
কোন কারণে হে বিধাতা
চাইব পাপের মাফ?
নষ্টা আমি নই গো প্রভু
নষ্টামী নয় স্বভাব
তারপরেতেও নষ্টা হলাম
কে দেবে এর জবাব?
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৫
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সরদার হারুন। শুভেচ্ছা রইল।
২|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:১০
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:১০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভোগের সময় ঘৃণা হয় না
 ঘৃণা করে পরে
 খাওয়া শেষে কলার পাতা
 ফেলছে তুচ্ছ করে।
খুব ভালো লাগলো কবিতা। যারা পতিতা বলে নাম দেয় তাদেরই দ্বিমুখী চেহারাটা খুব সুন্দর আন্তরিক ভাবে তুলে এনেছেন ।
৩|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৬
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন তানিমা। শুভেচ্ছা রইল।
৪|  ১০ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৫:৪৪
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৫:৪৪
নীদ্রাহীন বলেছেন: প্লিজ দেখুন Click This Link
  ১২ ই জুলাই, ২০১৬  রাত ১১:৪৪
১২ ই জুলাই, ২০১৬  রাত ১১:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
৫|  ০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৯:২১
০৬ ই জুলাই, ২০১৬  সকাল ৯:২১
কালনী নদী বলেছেন: নষ্টা আমি নই গো প্রভু 
নষ্টামী নয় স্বভাব 
তারপরেতেও নষ্টা হলাম 
কে দেবে এর জবাব?
ঠিক বলেছেন, ভাই।
  ১২ ই জুলাই, ২০১৬  রাত ১১:৪৪
১২ ই জুলাই, ২০১৬  রাত ১১:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:০৮
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:০৮
সরদার হারুন বলেছেন: বিষয় বস্তু সুন্দর। লিখে যান, লিখতে ২ হাত আসবে।+++++++++++++++++